লখনউ: ‘মুসকুরাইয়ে আপ হ্যায়, লখনউ মে।’ রাঁচি থেকে লখনউ পৌঁছে অবশ্য হাসতে পারছিল না ভারত। ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল টি-টোয়েন্টি সিরিজেও অনবদ্য একটা পারফরম্যান্স। শুরুটা হয়েছিল হতাশায়। রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে বোলাররা ভালো পারফর্ম করতে পারেননি। টপ থ্রি ব্যর্থ হয়েছিলেন। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের লড়াই পূর্ণতা পায়নি। লখনউতে বোলারদের অনবদ্য পারফরম্যান্সেই প্রত্যাবর্তন। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জিততেই হত হার্দিকদের। বোলাররা সেই কাজ সহজ করেন। অল্প রানের লক্ষ্য নিয়েও খেই হারায় ব্যাটিং। শেষ অবধি জয় ভারতেরই। বিস্তারিত TV9Bangla-য়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে তারা। টসের পর হার্দিক জানান, তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন, তবে বোলিংয়ে সমস্যা নেই। ভারতীয় একাদশে একটিই পরিবর্তন। উমরান মালিকের জায়গায় যুজবেন্দ্র চাহাল। কারণ হিসেবে হার্দিক জানালেন, পিচে স্পিনাররা সুবিধা পাবেন। পিচ পড়তে যে ভুল করেননি, প্রমাণ করে দিলেন স্পিনাররা। যুজবেন্দ্র চাহাল ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নেন। কুলদীপ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দরও উইকেট নিয়েছেন। ইকোনমি খুবই ভালো। নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৯ রান করে।
মাত্র ১০০ রানের লক্ষ্য। সহজ মনে হলেও পিচের পরিস্থিতি বলে দিচ্ছিল, ব্যাটারদের জন্য খুবই কঠিন পরিস্থিতি। ঈশান কিষাণ-শুভমন গিলের ওপেনিং জুটিতে উঠল ১৭ রান। ডট বলে চাপ বাড়ছিল। তার উপর ইনিংসে দুটি রান আউট। শেষ দিকে রুদ্ধশ্বাস পরিস্থিতি দাঁড়ায়। জয়ের জন্য ভারতকে শেষ ওভার অবধি অপেক্ষা করতে হল। হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব ক্রিজে থাকায় ভরসা ছিল। শেষ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৬ রান। কিন্তু এই লক্ষ্যও যেন ভীষণ কঠিন মনে হচ্ছিল। পঞ্চম বলে সূর্যকুমার যাদব বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করেন। সিরিজের ‘ফাইনাল’ বুধবার আমেদাবাদে।