India vs Sri Lanka: ঈশান-শ্রেয়সের ব্যাটে ৬২ রানে জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Feb 24, 2022 | 11:28 PM

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল ধর্মশালায় শেষ দুটি ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারবে? প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে অন্তন মনে হচ্ছে না ক্রিকেট বিশেষজ্ঞদের। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেদিনই সিরিজ জয় নিশ্চিত করতে চায় রোহিত শর্মা ও তাঁর দল।

India vs Sri Lanka: ঈশান-শ্রেয়সের ব্যাটে ৬২ রানে জয় ভারতের
নবাবের শহরে নবাবি চালে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। Pics Courtesy: Twitter

Follow Us

লখনউ: ভারতীয় দলের দায়িত্ব নিয়ে একটা কথা পরিস্কার করে দিয়েছেন নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বছরের শেষ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত পৌঁছতে বেশ কিছু চোট সমস্যা সামনে আসবে। একাধিক ক্রিকেটারকে চোটের জন্য বাইরে থাকতে হবে। কিন্তু বিশ্বকাপে একটা পোক্ত দল নিয়ে যেতে হবে। আর সেই জন্য তৈরি থাকতে হবে বৃহত্তর ভারতীয় দলকে। রোহিতের প্রথম কথা খাটছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুরন্ত খেলা সূর্যকুমার চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজে নেই। চোট দীপক চাহারের। পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ছুটি দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে চার গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকলেও টিম ইন্ডিয়ার ওপর কোনও প্রভাবই পরল না। প্রথম টি-২০ ম্যাচে লঙ্কা ব্রিগেডকে হেলায় উড়িয়ে দিল ভারত (India)। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সব থেকে বেশ রান করলেন রোহতি শর্মা। কিন্তু তাঁর কৃতিত্বকে সরিয়ে রেখে লখনউয়ের নবাব তরুণ কিপার ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

লখনউয়ে শিশির ফ্যাক্টর কাজে লাগানোর জন্য টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু শুধু শিশির দিয়ে কি আর ম্যাচ জেতা যায়? শ্রীলঙ্কা দলে টিম ইন্ডিয়াকে চেপে ধরার মত মশলাই যে নেই। ১১১ রানের ওপেনিং পার্টনারশিপ। ৩২ বলে ৪৪ রানের ইনিংস অধিনায় রোহিতের। উল্টো দিকে ঈশান কিষান বুঝিয়ে দিলেন কেন তাঁকে রেকর্ড অর্থে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৫৬ বলে ৮৯ রানের ঝকঝকে একটা ইনিংস। মারলেন তিনটি ৬ ও দশটি ৪। দুই ওপেনার ফেরার পর দলের হালটা ধরলেন শ্রেয়স। বোলিং ছাড়াও যে তাঁকে দলে রাখা যায়, সেটাই যেন প্রমাণ করলেন কেকেআর অধিনায়ক। ২৮ বলে অপরাজিক ৫৭ রানের ইনিংস সাজানো, পাঁচটি ৪ ও দুটি লম্বা ছক্কায়। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান বোর্ডে তুলে ম্যাচের রাশটা নিজেদের হাতে নিয়ে নিয়ে নিল ভারত। অভিষেক ম্যাচে ব্যাটিংয় করার সুযোগ পেলেন না দীপক হুডা।

 

 

জবাবে শ্রীলঙ্কা প্রথম বল থেকেই ব্যাকফুটে। ভুবনেশ্বর কুমার প্রথম বলেই লঙ্কার ওপেনার নিশাঙ্কাকে প্যাভেলিয়ানের রাস্তা দেখিয়ে দিলেন। প্রথম বলে খাওয়া ধাক্কা আর সামলাতে পারল না দ্বিপরাষ্ট্র। একের পর এক উইকেট হারাতে থাকল তারা। ১০ ওভারে ৬০ রান বোর্ডে তুলতে না তুলতেই শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটিং প্যাভেলিয়ানে। শেষ ১০ ওভারে আসালাঙ্কা চেষ্টা করলেন, কিন্তু সেটা ২০০ পর্যন্ত পৌঁছে যাওয়ার মত ছিল না। ভুবনেশ্বর নিলেন ২টি উইকেট। ভেঙ্গটেশ আইয়ারের ঝুলিতেও ২টি। হার্দিক পাণ্ডিয়ার দলে ফেরার রাস্তাটা ক্রমশ যেন কঠিন করে তুলছেন এই অলরাউন্ডার। একটি করে উইকেট পেলেন চাহাল ও চোট কাটিয়ে দেল ফেরা জাদেজা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানেই থেমে গেল লঙ্কা ব্রিগেড। টিম ইন্ডিয়া জিতল ৬২ রানে। ম্যাচের সেরা ঈশান কিষান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল ধর্মশালায় শেষ দুটি ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারবে? প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে অন্তন মনে হচ্ছে না ক্রিকেট বিশেষজ্ঞদের। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেদিনই সিরিজ জয় নিশ্চিত করতে চায় রোহিত শর্মা ও তাঁর দল।

 

আরও পড়ুন : IPL 2022: নতুন দায়িত্ব পেতে চলেছেন মায়াঙ্ক আগরওয়াল

Next Article