AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Championship Legends: চ্যাম্পিয়নদের লড়াই, অজি কাঁটা তুলে ফেললেই ফাইনালের টিকিট ভারতের

WCL 2024: চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের (World Championship Legends) সেমিফাইনালে মুখোমুখি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। কখন, কোথায় দেখবেন এই ম্যাচ? জানুন বিস্তারিত।

World Championship Legends: চ্যাম্পিয়নদের লড়াই, অজি কাঁটা তুলে ফেললেই ফাইনালের টিকিট ভারতের
চ্যাম্পিয়নদের লড়াই, অজি কাঁটা তুলে ফেললেই ফাইনালের টিকিট ভারতের
| Updated on: Jul 12, 2024 | 12:34 PM
Share

কলকাতা: বাইশ গজে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia) যখনই মুখোমুখি হয়েছে, রোমাঞ্চকর লড়াই দেখা গিয়েছে। ফের একবার এই দুই টিম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে। চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের (World Championship Legends) সেমিফাইনালে মুখোমুখি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। কখন, কোথায় দেখবেন এই ম্যাচ? জানুন বিস্তারিত।

চ্যাম্পিয়নদের খেতাব জয়ের লড়াইয়ে যুবরাজ সিংয়ের ভারত এবং ব্রেট লি-র অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতে নামবে আজ, ১২ জুলাই। ভারতীয় সময় অনুযায়ী এই দ্বৈরথ হবে রাত ৯টা। এই ম্যাচ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি ও ফ্যানকোডে।

এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। বহু আবেগের সমহার। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে আটকেছিল ভারত। এরপর ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। অলরাউন্ডার যুবরাজ সিংয়ের এক ম্যাচ জেতানো ইনিংস দেখা গিয়েছিল। এরপর ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ফের অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এখানেই শেষ নয়। ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এ বারের টি-২০ বিশ্বকাপে অবশ্য অজিদের হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এ বার পালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসে অজি কাঁটা উপড়ে ভারতের ফাইনালে ওঠার।

ভারতীয় টিমে একদিকে রয়েছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন উথাপ্পা, হরভজন সিংরা। অন্যদিকে অজি টিমে দেখা যাচ্ছে ব্রেট লি, অ্যারন ফিঞ্চ, টিম পেইনদের। দুই দলেই কিংবদন্তি ক্রিকেটারদের ছড়াছড়ি। এ বার দেখার সেমিফাইনালে কোন টিম কাকে টেক্কা দেয়।