Gautam Gambhir ভিডিয়ো: গম্ভীর মুখে চওড়া হাসি, ড্রেসিংরুমে আর যা বললেন GG…

Jul 31, 2024 | 2:23 PM

India vs Sri Lanka T20I Series: গৌতম গম্ভীর যে সেই কথা রাখলেন। এমন অনেক মুহূর্ত ধরা পড়েছে, যা পুরনো গৌতম গম্ভীরের একেবারে বিপরীত। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করে ড্রেসিংরুমেও দেখা গেল এমন ছবি। এই সিরিজ, যাঁরা ওয়ান ডে স্কোয়াডে নেই তাঁদের পরামর্শ দিলেন। আর কী বললেন গুরু গম্ভীর?

Gautam Gambhir ভিডিয়ো: গম্ভীর মুখে চওড়া হাসি, ড্রেসিংরুমে আর যা বললেন GG...
Image Credit source: PTI

Follow Us

রাহুল দ্রাবিড়ের কথা রাখলেন গৌতম গম্ভীর? টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি কোচ হিসেবে চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ জিতে দায়িত্ব ছাড়েন। ভারতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। খেলোয়াড় জীবনে তাঁর সিনিয়র সতীর্থ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পাঠিয়েছিলেন রাহুর দ্রাবিড়। নানা কথার শেষে বলেছিলেন, এমন অনেক পরিস্থিতি আসবে, যেখানে বুদ্ধিদীপ্ত হতে হবে, মুখে হাসি রাখতে হবে। গৌতম গম্ভীর যে সেই কথা রাখলেন। এমন অনেক মুহূর্ত ধরা পড়েছে, যা পুরনো গৌতম গম্ভীরের একেবারে বিপরীত। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করে ড্রেসিংরুমেও দেখা গেল এমন ছবি। এই সিরিজ, যাঁরা ওয়ান ডে স্কোয়াডে নেই তাঁদের পরামর্শ দিলেন। আর কী বললেন গুরু গম্ভীর?

কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ জয়। তবে আত্মতুষ্ট হচ্ছেন না, প্লেয়ারদের সতর্ক করছেন। ফল যত ভালোই হোক, প্রতিনিয়ত উন্নতির প্রয়োজন থাকে। গম্ভীর সেটাই মনে করিয়ে দিলেন। বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। গম্ভীর ড্রেসিংরুমে বলেন, ‘দুর্দান্ত একটা সিরিজ জয়ের জন্য সকলকে শুভেচ্ছা। সূর্য দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। ব্যাট হাতেও ভরসা দিয়েছে। ম্যাচের আগে আমি যা চেয়েছিলাম, তোমরা তাই করে দেখিয়েছো। হাল না ছাড়লে এমনটাই হয়। এরকম ম্যাচে (তৃতীয়) তখনই সাফল্য পাওয়া যায়, যখন তুমি প্রতিটা ডেলিভারিতে লড়াই করবে। সেটাই করে দেখিয়েছো।’

হেড কোচ গৌতম গম্ভীর আরও যোগ করেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। বিশেষ করে এই ধরনের পিচের জন্য দক্ষতার উন্নতি প্রয়োজন। হতেই পারে, ভবিষ্যতে এইরকম পিচে আমাদের আরও বেশি ম্যাচ খেলতে হল! প্রথমে পরিস্থিতি বুঝতে হবে, এরপর সেই অনুযায়ী খেলতে হবে।’

টি-টোয়েন্টি স্কোয়াডের অনেকেই ওয়ান ডে-তে সুযোগ পাননি। তাঁদের জন্যও বিশেষ বার্তা গম্ভীরের, ‘অনেকেই ওয়ান ডে স্কোয়াডে জায়গা পাওনি। তোমাদের বেশ কিছুদিন বিরতি থাকছে। এই সময়টাকে কাজে লাগাও। বাংলাদেশ সিরিজের আগে ফিটনেসের দিক থেকে যাতে আরও অনেক ভালো জায়গায় থাকতে পারো, সেটা নিশ্চিত করো।’

Next Article