সিডনি টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন?

sushovan mukherjee |

Dec 30, 2020 | 4:45 PM

দুরন্ত কামব্যাকের পর সাধারণত কোনও দল, তাদের প্রথম একাদশ পরিবর্তন করতে চায় না। কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে বিষয়াটা একটু অন্যরকম।

সিডনি টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন?
সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয়রা। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – প্রথম টেস্টে লজ্জা জনক হারের পর দ্বিতীয় টেস্টে বাউন্সব্যাক। অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় বার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে টিম ইন্ডিয়া (India)। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা গিয়েছিল। মেলবোর্নে ম্যাচ জিতলেও, সিডনিতে (Sydney) তৃতীয় টেস্টে একাধিক পরিবর্তনের সম্ভাবনা ভারতীয় দলে।

সিডনি টেস্ট থেকে ভারতীয় দলের ফিরছেন রোহিত শর্মা। তিনি কত নম্বরে ব্যাটিং করবনে? যদি রোহিতকে দল ওপেনার হিসেবে মাঠে নামাতে হয় তাহলে বাইরে বসতে হবে মায়াঙ্ক আগরওয়ালকে। যদি রোহিতকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ধরা হয় তাহলে তিনি আসতে পারেন হনুমার জায়গায়।

 

 

আরও পড়ুন – রাহানের প্রসংশায় পন্টিংরা, অবাক সানি

বক্সিং ডে টেস্টে হার অস্ট্রেলিয়ার সম্মানে ঘা দিয়েছে। সিডনিতে তাই প্রবল ভাবে ফিরতে চাইবে তারা। আর সেইজন্য ভারতের ব্যাটিং আরও শক্তিশালী করতে হবে। মত ক্রিকেট পণ্ডিতদের। সেক্ষেত্রে ওপেনার হিসেবে রোহিতকে খেলানোর পাশাপাশি মিডিল অর্ডারে হনুমার পরিবর্তে কেএল রাহুলকে দেখতে চাইছেন অনেকেই। সেই অঙ্কটাও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বোলিং বিভাগে উমেশের পরিবর্তে নটরাজনের খেলার সম্ভাবনাই প্রবল। প্রথম দলে ঢোকার দাবি পেশ করবেন নভদীপও। তবে পাল্লা ভারী তামিলনাড়ুরর পেসারের।

আরও পড়ুন – শাস্ত্রীয় দর্শন: সিডনিতেও ৫ বোলারে নামবে ভারত

দুরন্ত কামব্যাকের পর সাধারণত কোনও দল তাদের প্রথম একাদশ (1st XI) পরিবর্তন করতে চায় না। কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে বিষয়াটা একটু অন্যরকম। অজিদের কাউন্টার অ্যাটাক সামলাতে ব্যাটিং আরও শক্তিশালী করতেই হবে রাহানেকে। তাই সিডনিতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা ভারতীয় দল।

Next Article