শরদিন্দু মুখার্জি
অস্ট্রেলিয়া ১৯৫ ও ১৩৩-৬
ভারত ৩২৬
দুটো জিনিস আগেই বলেছিলাম। ১৫০ রানের কাছাকাছি লিড দরকার। আর আগের ইনিংসগুলোর মতো এ বারও তুলে নিতে হবে স্টিভ স্মিথকে। তা হলে ভারত অ্যাডভান্টেজে থাকবে। ঠিক তা-ই হল দেখে মনটা খুশিতে ভরে যাচ্ছে। কারণ, বিদেশের মাঠে ভারত কর্তৃত্ব দেখাচ্ছে, তাও কিনা অস্ট্রেলিয়া, এমন তো সচরাচর হয় না। অজিঙ্ক রাহানের এই টিম কিন্তু সেটাই করে দেখাচ্ছে। আর চারটে উইকেট দরকার ভারতের। মাত্র ২ রানের লিড রয়েছে অস্ট্রেলিয়ার। সেটা খুব বেশি যদি হয়ও ১০০-র ধারেপাশেই থাকবে। তা হলে মোটামুটি বলা যায়, কাল মেলবোর্নে প্রথম সেশনে সিরিজটা ১-১ করতে চলেছে ভারত।
All the highlights from day three of the Boxing Day Test #AUSvIND https://t.co/AWoK0u2IGA
— cricket.com.au (@cricketcomau) December 28, 2020
আরও পড়ুন – লর্ডসের সেঞ্চুরিকেই এগিয়ে রাখছেন রাহানে
৩৬ রানে অল আউট হওয়ার পর একটা টিম যে এ ভাবে ঘুরে দাঁড়াবে, কেউই হয়তো বিশ্বাস করেনি। রাহানের টিমটাকে দেখে আরও ভালো লাগছে, এত দিন অস্ট্রেলিয়া সফরে আমরা দেখেছি, ভারতীয় ব্যাটসম্যানরা বিপর্যস্ত হয়েছে বিপক্ষ বোলারদের বাউন্সার সামলাতে গিয়ে। কিন্তু এই প্রথম দেখলাম, বুমরা-সিরাজদের বল লাগছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের গায়ে। এতদিনের ছবিটা যে পাল্টে গিয়েছে, কোনও সন্দেহ নেই। না হলে অস্ট্রেলিয়া এ ভাবে ভেঙে পড়ত না। যদি তথ্যের দিকে নজর দেওয়া যায়, দেখা যাবে অস্ট্রেলিয়া গত তিনটে ইনিংসে ৩০০ পার করেনি। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসেও সে সম্ভাবনা দেখছি না। এর অর্থ হল, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা একেবারেই ফর্মে নেই। ওয়ার্নার নেই। স্মিথ, লাবুসেন রান পাচ্ছে না। ভারত যদি ঠিকঠাক পথে এগোতে পারে, তা হলে এই সিরিজ জয়ের স্বপ্নও দেখা যায়।
একটা জিনিস পরিষ্কার, এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে। শুধু ভারতের ঘুরে দাঁড়ানো নয়, অস্ট্রেলিয়ার মনোবলেও একটা ব্যাপক চাপ তৈরি হবে। যে টিম ৩৬ রানে অল আউট হয়ে যায়, তারা যখন ঘুরে দাঁড়িয়ে বিপক্ষের চোখে চোখ রাখে, তখন প্রতিপক্ষও সেটা সামলাতে পারে না। শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতা নয়, একই সঙ্গে ভারতের বোলাররা এত ভালো বল করছে যে, বোলিং সহায়ক পিচ বানানোর কথাও ভাবতে পারছে না অজিরা।
আরও পড়ুন – ‘আম্পায়ার্স কল’ নিয়ে আবার প্রশ্ন তুললেন সচিন
ভারত তৃতীয় দিন সকালে ২০০-রও বেশি লিড নিতে পারত। যদি রাহানে রান আউট না হত। গত কালই সেঞ্চুরি করে ফেলেছিল। আজ ১১২ করে আউট। রাহানের পাশাপাশি এই টেস্টে চমৎকার ব্যাট করল জাডেজাও। ও বিশ্বের সেরা ফিল্ডার। বলটাও বেশ ভালো করে। এই জাডেজাকে আমার ইদানীং ব্যাটসম্যান বলেই মনে হয়। দরকারের সময় ঠিক রান করে দেবে।
এই টেস্টটা জেতার পর ভারতের উচিত সিরিজটার জন্য ঝাঁপানো। তৃতীয় টেস্টে টিমে ফিরবে রোহিত শর্মা। ও যদি ওপেন করে, তা হলে মিডল অর্ডারে রাখা হোক লোকেশ রাহুলকে। তার সঙ্গে যদি ৩ পেসার ২ স্পিনার নিয়ে নামে ভারত, স্মিথরা কিন্তু চাপে পড়ে যাবে।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১৯৫ ও ১৩৩-৬ (ওয়েড ৪০, লাবুসেন ২৮, গ্রিন ব্যাটিং ১৭, জাডেজা ২-২৫, সিরাজ ১-২৩, বুমরা ১-৩৪)।
ভারত ৩২৬ (রাহানে ১১২, জাডেজা ৫৭, অশ্বিন ১৪, লিয়ঁ ৩-৭২, স্টার্ক ৩-৭৮)।