লর্ডসের সেঞ্চুরিকেই এগিয়ে রাখছেন রাহানে

ব্যাটসম্যান রাহানের পাশাপাশি ক্যাপ্টেন রাহানেকেও নিয়ে চলছে আলোচনা। যা নিয়ে তিনি অবশ্য বলছেন, 'ভালো ক্যাপ্টন্সি হল ভালো ভাবনার ফল।

লর্ডসের সেঞ্চুরিকেই এগিয়ে রাখছেন রাহানে
টেস্ট কেরিয়ারে ১২তম শতরান রাহানের। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 5:34 PM

TV9 বাংলা ডিজিটাল – তাঁর ১২২ রানের ইনিংসটাই মেলবোর্ন টেস্টে চালকের আসনে বসিয়েছে ভারতকে। এক দিকে যেমন তাঁর দুরন্ত ব্যাটিং, তেমনই ক্যাপ্টেন্সি নিয়ে চলছে প্রশংসা। ভারতের অন্তবর্তীকালীন অধিনায়ক অজিঙ্ক রাহানের (Rahane) প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটমহল। রাহানে অবশ্য মেলবোর্নের সেঞ্চুরির (century) থেকে অনেক বেশি এগিয়ে রাখছেন ২০১৪ সালে লর্ডস টেস্টে করা ১০৩-কে। তাঁর কথায়, ‘যে কোনও সেঞ্চুরিই সব সময় একটা বাড়তি তৃপ্তি দেয়। মেলবোর্নেরটাও দিল। কিন্তু এখনও যদি সেরা বাছতে বসি, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে (Lords) করাটা সেঞ্চুরিটাকেই রাখব।’

আরও পড়ুন – মেলবোর্নে পন্থ-ওয়েডের ‘বাগযুদ্ধ’

ব্যাটসম্যান রাহানের পাশাপাশি ক্যাপ্টেন রাহানেকেও নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে, মেলবোর্নে টেস্টে সঠিক সময় বোলার বদল, ফিল্ড প্লেসিং, বিপক্ষের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা- রাহানে চমৎকার সামলেছেন। যা নিয়ে তিনি অবশ্য বলছেন, ‘ভালো ক্যাপ্টন্সি হল ভালো ভাবনার ফল। ক্যাপ্টেনকে তার নিজের ভাবনাকে গুরুত্ব দিতেই হবে। আমি অবশ্য বোলারদের গুরুত্ব দেব। ওরা ঠিকঠাক জায়গায় বল করেছে।’ ভারত কি মেলবোর্ন টেস্ট জিতছে? রাহানে মন্তব্য, ‘খেলা এখনও শেষ হয়নি। আমাদের এখনও অস্ট্রলিয়ার চারটে উইকেট দরকার।’

আরও পড়ুন – ‘আম্পায়ার্স কল’ নিয়ে আবার প্রশ্ন তুললেন সচিন

১১২ করে রান আউট হয়েছেন রাহানে। তবে তাঁর মনে হয়েছিল ক্রিজে পৌঁছে গিয়েছেন। ‘আমার প্রথমে মনে হয়েছিল, আমি ক্রিজে পৌঁছে গিয়েছি। তবে আউট হওয়ার পর আমি জাডেজাকে বলেওছিলাম, আমার রান আউট নিয়ে চিন্তা করো না। যেটা করছো, সেটা চালিয়ে যাও।’