দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনও সমস্যা নেই: ধুমাল

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Nov 30, 2021 | 7:22 PM

ভারতীয় এ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরেই আছে। অভিমন্যু ঈশ্বরণদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের ফিরেয়ে আনা হচ্ছে না। সম্পূর্ণ বায়ো সিকিওর বাবল তৈরি করেই চলছে ক্রিকেট।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনও সমস্যা নেই: ধুমাল
দক্ষিণ আফ্রিকায় খেলছে ভারতীয় এ দল। সৌ: টুইটার

Follow Us

মুম্বই: গোটা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন (omicron)। আর নতুন ভ্যারিয়েন্টের উত্‍স হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। গোটা বিশ্ব কার্যত দক্ষিণ আফ্রিকা যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছিল, ভারতীয় (India) দল কি যাবে কুইন্টন ডি’ককদের দেশে? বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধক্ষ্য অরুণ ধুমাল (Arun Dhumal) জানিয়েছেন, “দুই দেশের বোর্ড নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। আমরা ওদের পাশে আছি। আমরা ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। এখনও পর্যন্ত যা পরিকল্পনা তাতে চার্টার্ড বিমানে আমাদের দল জোহানসবার্গে যাবে। খেলা হবে বায়ো বাবলে (bio-bubble)। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হচ্ছে না। তবে পরিস্থিতি যদি খারাপ হয়, যদি ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে পড়তে হয় তাহলে, ভেবে দেখা হবে। পাশাপাশি সরকার যে সব উপদেশ দিচ্ছে সে দিকেও নজর রাখছি আমরা।”

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। সে দেশে গিয়ে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও চারটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। চলতি বছরের শেষ থেকে আগামী বছরের শুরু, দক্ষিণ আফ্রিকাতেই থাকার কথা ভারতীয় দলের। দক্ষিণ আফ্রিকা বোর্ড কোনও ভাবেই ভারতের সফর বাতিল হতে দিতে চায় না। নতুন ভ্যারিয়েন্টের প্রভাব শুরু হতেই তারা প্রস্তাব দিয়েছে, ফাঁকা মাঠেও সিরিজ আয়োজনও রাজি তারা।

ভারতীয় এ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরেই আছে। অভিমন্যু ঈশ্বরণদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের ফিরেয়ে আনা হচ্ছে না। সম্পূর্ণ বায়ো সিকিওর বাবল তৈরি করেই চলছে ক্রিকেট। ডিসেম্বর মাসের ৮ বা ৯ তারিখ মুম্বই থেকে জোবার্গের উদ্দেশ্যে চার্টার্ড বিমানে রওনা দেওয়ার কথা বিরাট কোহলিদের।

 

আরও পড়ুন : India vs New Zealand: গ্রিন পার্কের মাঠকর্মীদের নিজের পকেট থেকে টাকা দিলেন দ্রাবিড়

Next Article