ইন্দোর: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। মোহালিতে প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে ছিল ভারত। ইন্দোরে সিরিজও নিশ্চিত করল। প্রথম ম্যাচের মতোই এ দিনও ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেন শিবম দুবে। ক্যাপ্টেন রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তনে টানা দু-ম্যাচে শূন্য। আজ আর এক তারকা বিরাট কোহলির প্রত্যাবর্তন হল। ১৬ বলে ২৯ রানের ইনিংসে বুঝিয়ে দিলেন, টি-টোয়েন্টি খেলার দক্ষতা ফুরিয়ে যায়নি তাঁর। বল হাতে অক্ষর প্যাটেলের দারুণ পারফরম্যান্স। ভারতকে ১৭৩ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। যশস্বী জয়সওয়ালের ৩৪ বলে ৬৮ এবং শিবম দুবে অপরাজিত ৬৩ রানে ২৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন। ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। টানা দ্বিতীয় ম্যাচ জেতানো ইনিংস শিবম দুবের। বিস্তারিত পড়ুন: বিরাটের ক্যামিও, শিবম-যশস্বীর দাপটে সিরিজ জয় ভারতের
৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরলেন যশস্বী জয়সওয়াল। জীতেশও টিকতে পারলেন না। ক্রিজে রিঙ্কু ও শিবম।
যশস্বীর বিধ্বংসী ব্যাটিং, কোহলির ক্যামিও ইনিংস, ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৬৯ রান তুলে নিল ভারত।
নবীন উল হক বনাম বিরাট কোহলি। ক্রিকেটে অন্যতম আকর্ষণ। নবীনের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করছিলেন। তাঁর বলেই ফিরলেন। মাত্র ১৬ বলে ২৯ রানের ইনিংসে আউট বিরাট কোহলি। কিং কোহলি ক্রিজ ছাড়তেই গ্যালারি শান্ত। ক্রিজে গত ম্যাচের নায়ক শিবম দুবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র সেঞ্চুরি আফগানিস্তানের বিরুদ্ধে। ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তনে বিধ্বংসী ব্যাটিং করছেন। আরও একটা বড় ইনিংসের ইঙ্গিত। রানিং বিটউইন দ্য উইকেটও দুর্দান্ত। যশস্বীর সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ।
নবীন উল হককে বাউন্ডারি মেরে স্বাগত জানাতে চেয়েছিলেন বিরাট কোহলি। যদিও হল না। থার্ড ম্যান ফিল্ডারের কাছেই বল আটকে গেল। সিঙ্গল নিলেন কোহলি। উইকেট হারালেও ভারত আক্রমণাত্মক ক্রিকেট থেকে সরেনি। নবীন উল হকের বলে ঠিক যেমন হ্যারিস রউফকে ছয় মেরেছিলেন তেমন শটে বাউন্ডারি বিরাটের।
বিশাল ছয় মেরে নতুন ওভার শুরু করেছিলেন যশস্বী। নিজের বোলিংয়ে যশস্বীর ক্যাচ মিস ফজলহক ফারুকির। এরপর ফের ছয় যশস্বী জয়সওয়ালের।
মাইলফলকের ১৫০তম ম্যাচ। টানা দু-ম্যাচে শূন্য। বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি উইকেটের ওপর থেকে বেল উড়িয়ে দিলেন রোহিতের। গোল্ডেন ডাক। ক্রিজে বিরাট কোহলি। বাউন্ডারি মেরে রানের খাতা খুললেন কিং কোহলি।
শুরুতে গুরবদিন নায়েব এবং শেষ দিকে করিম জানাত, মুজিব উর রহমানদের অনবদ্য ব্যাটিং। ভারতের বিরুদ্ধে বড় রান আফগানিস্তানের। শেষ ওভারে জোড়া উইকেট নেন অর্শদীপ সিং। রান আউট মুজিব। মাত্র ৯ বলে ২১ রান করেন এই আফগান স্পিনার। নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে অলআউট আফগানিস্তান। শেষ বলে যশস্বী-ফারুকির রেস। রান আউট করে জিতলেন যশস্বী।
গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মহম্মদ নবি। এ দিন হাত খোলার সুযোগই পেলেন না। রবি বিষ্ণোইয়ের বোলিংয়ে বড় শট খেলার চেষ্টায় নবি। বাউন্ডারি লাইন অনবদ্য ক্যাচ রিঙ্কু সিংয়ের। বল ধরে ভারসাম্য রাখাই কঠিন ছিল।
উইকেটের ডাবল সেঞ্চুরি অক্ষর প্যাটেলের। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেটের মাইল ফলকে ভারতের বাঁ হাতি স্পিনার।
শিবম দুবের ঝুলিতে আরও একটা উইকেট আসতে পারতো। গুলবদিন নায়েবের শট, বিরাট কোহলি অনেকটা দৌড়ে ফরোয়ার্ড ডাইভ মেরেছিলেন। যদিও অল্পের জন্য ক্যাচ হয়নি। ২৮ বলে হাফসেঞ্চুরিতে গুলবদিন নায়েব। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দিয়ে তিনে নামানো হয়েছিল তাঁকে।
গুরবাজের দুর্দান্ত শুরু, তিনে নেমে গুলবদিন নায়েবের ইনিংস। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারালেও ৫৮ রান তুলে নিয়েছে আফগানিস্তান। পাওয়ার প্লে শেষ হতেই বোলিংয়ে শিবম দুবে। গত ম্যাচে নজর কেড়েছিলেন।
পাওয়ার প্লে-তে নিজের দ্বিতীয় ওভারে ভরসা দিতে পারলেন না রবি বিষ্ণোই। শর্ট বলে শাস্তি পেলেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে আক্রমণে অক্ষর প্যাটেল। গতির হেরফের, আফগান অধিনায়ককে বোল্ড করলেন অক্ষর।
মোহালিতে কনকনে ঠান্ডায় স্বস্তিতে ছিলেন না কেউই। বাড়তি চাপে ছিলেন রবি বিষ্ণোই। তিন ওভারে দিয়েছিলেন ৩৫ রান। উইকেট একটিও না। ইন্দোরে তৃতীয় ওভারেই আক্রমণে। দ্বিতীয় বলেই ফেরালেন বিধ্বংসী রহমানুল্লা গুরবাজকে। মিড অনের ওপর দিয়ে মারতে গিয়েছিলেন গুরবাজ। শিবম দুবের হাতে ধরা পড়েন।
মুকেশ কুমারের অনবদ্য ডেলিভারি। সাউন্ডও এসেছে। লেগ বিফোরের রিভিউ ভারতের। বল প্যাডেই। তবে হাইট অনেকটা বেশি। বল ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে, ইমপ্যাক্ট আম্পায়ার্স কল। বল উইকেটেই লাগতো। অল্পের জন্য উইকেট এল না মুকেশের ঝুলিতে। রিভিউ থেকে যাবে। ইব্রাহিমও স্বস্তি পেলেন।
ওপেনিংয়ে দেখা যাবে রোহিত-যশস্বী জুটিকে। তিনে বিরাট কোহলি। দেখে নিন ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জীতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, অর্শদীপ সিং
আফগানিস্তান ব্যাটার রহমত শাহর বদলে একাদশে আনল চায়নাম্যন নুর আহমেদকে।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লা ওমরজাই, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, গুলবদিন নায়েব, করিম জানাত, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি, নুর আহমেদ
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। আলাদা করে কোনও কারণ নেই, রান তাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জানালেন রোহিত। কিছু বিষয়ে পরীক্ষা হবে। জয়টাই প্রথম লক্ষ্য। বিশ্বকাপের কথা মাথায় রেখে দু-একটা বিষয়ে ভাবতে হবে। বিরাট কোহলি, যশস্বী ফিরছেন। তিলক ভার্মা ও শুভমনের জায়গায় ফিরছেন এই দু-জন। আফগানিস্তান টিমে একটিই পরিবর্তন। একাদশে বাঁ হাতি চায়নাম্যান নুর আহমেদ।
কনকনে ঠান্ডা থেকে কিছুটা মুক্তি। ইন্দোরে তুলনামূলক স্বস্তিতে ভারত ও আফগানিস্তান। ইন্দোরে শিশিরের প্রভাব পড়তে পারে। শুরুর দিকে বোলারদের সহায়তা। রান তাড়াই সুরক্ষিত বিকল্প।
বিরাট কোহলির প্রত্যাবর্তনে দল বাড়তি আত্মবিশ্বাসী। বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও বলছেন, বিশ্বকাপে বিরাটকে চাই। বিরাটের ব্যাটিংয়ের পজিশন নিয়ে কোনও ধোঁয়াশা চান না রায়না। বিরাট তিনেই ব্যাট করুক, সেটাই বলছেন। ৪৩০ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাটের প্রত্যাবর্তন! পড়ুন বিস্তারিত… অপেক্ষার অবসান, ৪৩০ দিন পর দেশের জার্সিতে টি-২০তে ফিরছেন বিরাট কোহলি
রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে? গত ম্যাচে চোটের কারণে ছিলেন না যশস্বী জয়সওয়াল। শুভমন ওপেন করেছিলেন রোহিতের সঙ্গে। যশস্বী ফিট। নকিংও করছেন। রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়েও ধোঁয়াশা। রোহিত-বিরাট ওপেনিং কম্বিনেশন দেখা যাবে না তো!
ইন্দোরে আজ অনন্য রেকর্ড গড়তে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলি। কিংয়ের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইন্দোরে যাবতীয় আলো তাঁর দিকেই। তিন বছরের সেঞ্চুরির খরা কেটেছিল এই আফগানদের বিরুদ্ধেই। এ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাও তাদের বিরুদ্ধেই। ম্যাচের যাবতীয় আকর্ষণ কিং কোহলিকে ঘিরেই।