কলকাতা: কিউয়ি সফরে গিয়েছেন বাবর আজমরা। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে চলছে পাকিস্তানের (Pakistan) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজ। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড (New Zealand) এবং পাকিস্তান। পরপর দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে গ্রিন আর্মি। এই ম্যাচে কিউয়িরা জিতলেও নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেল (Daryl Mitchell) একটি অঘটন ঘটিয়েছেন। তাঁর ছক্কায় ভেঙেছে একটি ক্যামেরা। যা দেখে ক্যামেরাম্যানের কাছে দৌড়ে যান বাবর আজম। তারপর… এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
কিউয়িদের ইনিংস চলাকালীন ১১তম ওভারে পাকিস্তানের আব্বাস আফ্রিদির একটি বল বাউন্ডারির দিকে সপাটে মারেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল। সেটি বাউন্ডারি লাইনের সামনে থাকা একটি ক্যামেরায় গিয়ে লাগে। যা দেখে মোটেও খুশি হননি ক্যামেরাম্যান। তাঁর প্রতিক্রিয়া তেমনই বলে দিচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ড্যারেল মিচেলের ছক্কায় ক্যামেরা ভেঙে যাওয়ায় ক্যামেরাম্যান খুশি হননি।
Daryl Mitchell broke the camera with his mandatory straight six and the Cameraman is clearly not happy with it 😭 pic.twitter.com/021r9COizd
— Yash (@CSKYash_) January 14, 2024
Daryl Mitchell breaks the camera 🤣 pic.twitter.com/70NtYUpvmY
— Beast (@Beast_xx_) January 14, 2024
অপর এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ড্যারেলের মারা ছয় ক্যামেরায় গিয়ে লাগতেই সেখানে ছুটে যান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তিনি গিয়ে ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করেন, সব ঠিক আছে কিনা। ভিডিয়োতে দেখা যায়, সেই ক্যামেরাম্যান বাবরকে দেখান বলটি ক্যামেরার কোন অংশে গিয়ে লেগেছিল। এবং সেটি ঠিক আছে। এই ম্যাচে ১০ বলে ১৭ রান করেন মিচেল।
Ball hitting on camera 🎥
Babar Azam asking from cameraman that is he ok and a high five 🙌 ❤️
What a great gesture from KING 👑 #PAKvNZ #BabarAzam pic.twitter.com/IKJ8CRX8en
— Attia (@iamattia_10) January 14, 2024
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, কিউয়িদের বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহিন আফ্রিদি। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯৪ রান তোলে নিউজিল্যান্ড। ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭৩ রানে থেমে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে শেষ অবধি ২১ রানে হেরেছেন বাবর আজমরা।