Rinku Singh: কে নিতে পারে তাঁর জায়গা? যুবরাজ বাছলেন রিঙ্কু সিংকে

Jan 14, 2024 | 12:33 PM

Yuvraj Singh on Rinku Singh: ভারতীয় দলে রিঙ্কু ধীরে ধীরে ধারাবাহিক জায়গা করে নেওয়ার পথে এগোচ্ছেন। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি এক সময় বলেছিলেন, 'রিঙ্কু সিংকে ভবিষ্যতের যুবরাজ সিং বলা হচ্ছে।' সানির মতে, যুবরাজের যোগ্য উত্তরসূরি হওয়ার ক্ষমতা রয়েছে রিঙ্কু সিংয়ের। এ বার বিশ্বজয়ী ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং নিজেও সেই কথাই বললেন।

Rinku Singh: কে নিতে পারে তাঁর জায়গা? যুবরাজ বাছলেন রিঙ্কু সিংকে
Rinku Singh: যুবির চোখে 'রিঙ্কুই আমার যোগ্য উত্তরসূরি'

Follow Us

কলকাতা: ধীরে ধীরে রিঙ্কু সিং (Rinku Singh) সকলের প্রিয় হয়ে উঠছেন। কেকেআরের প্রহরীর ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ভারতীয় দলে রিঙ্কুর মতো ক্রিকেটার অবশ্যই প্রয়োজন। রিঙ্কু সকলের প্রত্যাশা মেটানোর জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করেন আলিগড়ের নবাব। সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ মেনে চলেন রিঙ্কু সিং। মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তির পরামর্শ কাজে লাগিয়ে রিঙ্কু এখন মেন ইন ব্লুর নয়া ফিনিশারের তকমা পেয়েছেন। ভারতীয় দলে রিঙ্কু ধীরে ধীরে ধারাবাহিক জায়গা করে নেওয়ার পথে এগোচ্ছেন। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি এক সময় বলেছিলেন, ‘রিঙ্কু সিংকে ভবিষ্যতের যুবরাজ সিং বলা হচ্ছে।’ সানির মতে, যুবরাজের যোগ্য উত্তরসূরি হওয়ার ক্ষমতা রয়েছে রিঙ্কু সিংয়ের। এ বার বিশ্বজয়ী ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) নিজেও সেই কথাই বললেন।

কলকাতায় ‘সেন্টার অব এক্সেলেন্স’ এর উদ্বোধনীতে এসে ক্যানসারজয়ী যুবরাজ আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর মতে, রিঙ্কুই তাঁর যোগ্য উত্তরসূরি। মাঝের ওভারে এক সময় ধারাবাহিক ভাবে দ্রুত রান করতেন যুবরাজ সিং। এখন সেই কাজটা করেন রিঙ্কু সিং। তাঁর মধ্যে যুবি নিজের ছাপই দেখতে পাচ্ছেন। যুবির কথায়, ‘আমার মনে হয়, যদি কেউ আমার জায়গা নিতে পারে তা হলে সেটা হবে রিঙ্কু সিংই। আমার মনে হয় ওর আলাদা করে আর কোনও উন্নতির প্রয়োজন নেই। সীমিত ওভারের ক্রিকেটে যে কাজটা করা প্রয়োজন, ও কিন্তু সেটাই করে। মাঝের ওভারগুলোতে দ্রুত রান তুলতে পারে। দলের প্রয়োজনে ইনিংসও গড়তে পারে ও।’

নিজের উত্তরসূরি হিসেবে রিঙ্কুকে ভাবার পাশাপাশি যুবি বলেন, ‘আমার মনে হয় রিঙ্কুকে তিন ফর্ম্যাটেই খেলানো উচিত। শুধু মাত্র টি-২০ ক্রিকেটে ওকে খেলানো উচিত নয়।’ এ বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রিঙ্কু সিংয়ের ভক্তরা তো বটেই, দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে টি-২০ বিশ্বকাপে দেখতে চান। রিঙ্কু সাফল্যের মধ্যেই রয়েছেন। এ বার দেখার চব্বিশের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ তিনি পান কিনা।

Next Article