AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG, ICC World Cup 2023 Highlights: ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলির উইনিং শট, জিতল ভারত

| Edited By: | Updated on: Oct 11, 2023 | 9:13 PM
Share

India vs Afghanistan, ICC world Cup 2023 Live Score Updates: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ বারের ওডিআই বিশ্বকাপে ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ভারত। সেই জয়ের ধারা বজায় রাখল ভারত। আফগানদের ৮ উইকেটে হারালেন রোহিত-বিরাটরা।

IND vs AFG, ICC World Cup 2023 Highlights: 'বিরাট' স্ট্যান্ডের সামনে কোহলির উইনিং শট, জিতল ভারত
ভারত বনাম আফগানিস্তান

 নয়াদিল্লি: ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জোড়া ম্যাচ জিতল ভারত। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে মেন ইন ব্লু। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল রোহিত শর্মার ভারত। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। গড়েছেন রেকর্ড। এটি রোহিতের ওডিআই বিশ্বকাপ কেরিয়ারের সপ্তম শতরান। তিনি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা। তাই দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন রোহিত। তিনি যে দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন, তাতে ঈশান কিষাণ এক সময় ক্রিজে থেকেও দর্শক ছিলেন। বার বার মনে হচ্ছিল বিরাট কোহলি তাঁর ঘরের মাঠে আদৌ খেলতে নামার সুযোগ পাবেন তো? অবশেষে কোহলির ব্যাটিং উপভোগ করল অরুণ জেটলি স্টেডিয়াম ভর্তি দর্শকরা। এবং ক্রিকেট বিশ্ব। নিজের নামের প্যাভিলিয়নের সামনে হাফসেঞ্চুরি করে গেলেন বিরাট। ১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত। এই ম্যাচের হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Oct 2023 09:01 PM (IST)

    ICC World Cup: ম্যাচ ফিনিশ করলেন বিরাট

    ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলির উইনিং শট। ১৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতল ভারত।

  • 11 Oct 2023 08:59 PM (IST)

    ICC World Cup: বিরাটের হাফসেঞ্চুরি

    জয়ের সামনে পৌঁছে গিয়েছে ভারত। এর মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি।  অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি মেতেছে ‘কোহলি… কোহলি…’ ধ্বনিতে।

  • 11 Oct 2023 08:30 PM (IST)

    ICC World Cup: মুখোমুখি বিরাট-নবীন

    ম্যাচের মাঝে দেখা গেল বিরাট-নবীনকে দেখা একে অপরের পিঠ চাপড়ে দিচ্ছেন। কমেন্ট্রি বক্সে গৌতম গম্ভীর ছিলেন। তিনি বিরাট-নবীনের সৌহার্দ্য বিনিময় নিয়ে বলেন, ‘ওদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে।’

  • 11 Oct 2023 08:24 PM (IST)

    ICC World Cup: রোহিত আউট

    রশিদ খান তুলে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। দুরন্ত ছন্দে থাকা হিটম্যানকে বোল্ড করলেন রশিদ। ১৩১ রান করে মাঠ ছাড়লেন রোহিত।

  • 11 Oct 2023 08:19 PM (IST)

    ICC World Cup: ভারতের দলগত ২০০ রান পূর্ণ

    ২৪.২ ওভারে ভারতের দলগত ২০০ রান পূর্ণ হল। ক্রিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা।

  • 11 Oct 2023 07:53 PM (IST)

    ICC World Cup: আউট ঈশান

    হাফসেঞ্চুরি মিস করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। রশিদ খান আফগানিস্তানকে এনে দিলেন প্রথম সাফল্য। ৪৭ রান করে মাঠ ছাড়লেন ওপেনার ঈশান।

  • 11 Oct 2023 07:48 PM (IST)

    ICC World Cup: রোহিতের শতরান

    ৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গড়লেন রেকর্ড।

  • 11 Oct 2023 07:14 PM (IST)

    ICC World Cup: দুরন্ত ছন্দে রোহিত

    দুরন্ত ছন্দে এগিয়ে চলেছেন রোহিত শর্মা। ক্রিজে রোহিতের সঙ্গী ঈশান কিষাণ যেন রয়েছেন দর্শকের ভূমিকায়। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৭। রোহিত রয়েছেন ৭১ রানে আর ঈশান ব্যাট করছেন ১০ রানে।

  • 11 Oct 2023 07:05 PM (IST)

    ICC ODI World Cup 2023: রোহিতের হাফসেঞ্চুরি

    ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 11 Oct 2023 06:52 PM (IST)

    ICC ODI World Cup 2023: মাইলস্টোন অ্যালার্ট

    বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।

  • 11 Oct 2023 06:29 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শুরু

    এ বার আফগানদের জবাব দেওয়ার পালা ভারতের। ওপেনিংয়ে রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 11 Oct 2023 06:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: আফগানদের ইনিংস শেষ

    রোহিত শর্মার ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিল আফগানিস্তান।

  • 11 Oct 2023 05:51 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের আউট!

    কুলদীপের দুর্দান্ত ক্যাচ। ফিরলেন রশিদ খান।

  • 11 Oct 2023 05:38 PM (IST)

    ICC ODI World Cup 2023: জাদরানদের একাই ফেরাচ্ছেন বুমরা

    আগে ফিরিয়েছিলেন ইব্রাহিম জাদরানকে। এ বার নিলেন নজিব উল্লাহ জাদরানের উইকেট। দিল্লিতে শুরু ‘দ্য বুমরা শো।’

  • 11 Oct 2023 05:33 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট! চাপে আফগানরা

    পর-পর উইকেট। এ বার ফিরলেন নজিব উল্লাহ জাদরান। ক্রিজে মহম্মদ নবি ও রশিদ খান জুটি।

  • 11 Oct 2023 05:27 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন শাহিদি

    শতরান আর হল না! ৮০ করে ফিরলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ।

  • 11 Oct 2023 05:15 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভালো ছন্দে আফগানিস্তান

    দুরন্ত ছন্দে আফগানিস্তান। ৪০ ওভাবে আফগানদের ঝুলিতে ২১৪ রান। উইকেট হারিয়েছে ৪।

  • 11 Oct 2023 04:46 PM (IST)

    ICC ODI World Cup 2023: এ বার ফিরলেন ওমরজাই

    ছন্দে ছিলেন। কিন্ত এ বার ফিরতে হল। ৬২ রান করে আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই।

  • 11 Oct 2023 04:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: অর্ধশত রান এল আফগান অধিনায়কের ব্যাটে

    এ বার অর্ধশত রান করলেন আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি।

  • 11 Oct 2023 04:33 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি ওমরজাইয়ের

    অর্ধশত রান এল আজমতউল্লাহ ওমরজাইের ব্যাটে।

  • 11 Oct 2023 03:58 PM (IST)

    ICC ODI World Cup 2023: শতরান পার আফগানদের

    শতরান পার করে ফেলেছে আফগানিস্তান। এই মুহূর্তে তাদের ঝুলিতে ১১৩ রান।  উইকেট হারিয়েছে ৩।

  • 11 Oct 2023 03:15 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরুতেই বড় ধাক্কা আফগান শিবিরে

    ফের আউট। এ বার আউট হলেন রহমত শাহ। ১৬ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 11 Oct 2023 03:08 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট হারাল আফগানরা

    গুরবাজকে ফেরালেন শার্দূল ঠাকুর। ২১ রান করেই ফিরতে হল তাঁকে।

  • 11 Oct 2023 03:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: ১২ ওভার শেষে

    ১২ ওভার শেষে আফগানদের ঝুলিতে ৫৮ রান। উইকেট হারিয়েছে ১ টি। ইব্রাহিম জারদানকে ফেরান বুমরা।

  • 11 Oct 2023 02:33 PM (IST)

    ICC World Cup: জ্বলে উঠলেন বুমরা

    ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরা। আফগান ওপেনার ইব্রাহিম ফিরলেন প্যাভিলিয়নে। ২৮ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন আফগান ওপেনার ইব্রাহিম।

  • 11 Oct 2023 02:03 PM (IST)

    ICC ODI World Cup 2023:আফগানদের ইনিংস শুরু

    আফগানদের হয়ে ক্রিজে রহমানউল্লা গুরবাজ ও ইব্রাহিম জারদান।

  • 11 Oct 2023 01:49 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের একাদশ

    ভারতের একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ,বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব,জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ,

  • 11 Oct 2023 01:42 PM (IST)

    ICC ODI World Cup 2023: আফগানিস্তানের একাদশ:

    রহমানউল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতুল্লা শাহিদি,মহম্মদ নবী,নাজিবউল্লা জাদরান, আজমাতউল্লা ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান,নবীন উল হক, ফজলহক ফারুকি

  • 11 Oct 2023 01:33 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানদের

    টস জিতে রোহিতদের বোলিংয়ে পাঠালেন শাহিদি।

  • 11 Oct 2023 01:32 PM (IST)

    ICC ODI World Cup 2023: মাঠেই হার্দিকের জন্মদিনের সেলিব্রেশন

    খেলার আগে মাঠেই কেক কেটে সেলিব্রেশন হার্দিকের।

  • 11 Oct 2023 01:12 PM (IST)

    ICC ODI World Cup 2023: কেন এমন বললেন শাহিদি?

    বিস্তারিত পড়ুন: ‘ইন্ডিয়া আমাদের ঘরবাড়ি’, ভারতের মুখোমুখি হওয়ার আগে বললেন আফগান ক্যাপ্টেন

  • 11 Oct 2023 01:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হতে পারে ভারত-আফগানিস্তান লড়াই?

    বিস্তারিত পড়ুন: ভারতের সামনে আজ আফগানরা, এক ম্যাচে নজরে অনেক কিছু

Published On - Oct 11,2023 1:00 PM