India vs Australia Highlights, WTC Final 2023 Day 1 : WTC ফাইনালের প্রথম দিনের খেলা শেষ, অস্ট্রেলিয়া ৩২৭-৩
India vs Australia Live Score in Bengali : ওভালে WTC Final Match আজ শুরু। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
লন্ডন : টেস্টে বিশ্ব সেরা হওয়ার লড়াই শুরু হয়েছে আজ। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে ২০২১-১২ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final 2023) ভারত। অস্ট্রেলিয়া প্রথম বার। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। দ্বিতীয় বার ট্রফি জেতার সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে চান না বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দিন অ্যাডভান্টেজ অজিরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম ঘণ্টায় ভারতীয় বোলিংয়ের দাপট। দিনের বাকি সময়টা অজি ব্যাটারদের। প্রথম দিনের শেষে (৮৫ ওভার) মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া WTC ফাইনালের খুঁটিনাটি।
Key Events
দ্বিতীয় সংস্করণর ফাইনাল। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শতরানের নজির ট্রাভিস হেডের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। হেডের পর শতরানের সামনে স্মিথও।
LIVE Cricket Score & Updates
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ডে ওয়ান রিপোর্ট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন কেমন কাটল ভারতের! বিস্তারিত পড়ুন : ওভালে দাপট হেড-স্মিথের, অশ্বিন আফশোসে দিন কাটল ভারতের
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : প্রথম দিন অজিদের
প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে একমাত্র লাবুশেনের উইকেট পায় ভারত। এই সেশনে ৯৭ রান করে অজিরা। তৃতীয় সেশনে বিনা উইকেটে ১৫৭ রান অজিদের।
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় নতুন বল
সুযোগ হাতছাড়া করল না ভারত। দ্বিতীয় নতুন বলের সুযোগ হতেই নিয়ে নিল। সাফল্যের খোঁজে সামি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : বিধ্বংসী জুটি
মাত্র ২৯৫ বলে ২০০ রানের পার্টনারশিপ স্টিভ স্মিথ-ট্রাভিস হেডের। সেঞ্চুরির মাইল ফলক পেরিয়ে গিয়েছেন ট্রাভিস হেড। শতরানের স্বপ্ন দেখাচ্ছেন স্মিথও। ভারতের রাস্তা ক্রমশ কঠিন করছে এই জুটি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : স্মিথও কি সেঞ্চুরি করবেন?
তুলনামূলক মন্থর ব্যাটিং করছিলেন স্টিভ স্মিথ। জাডেজার ওভারে স্টেপ আউট করে বুঝিয়ে দেন তিনিও রানের গতি বাড়াতে পারেন। কেরিয়ারের ৩১ তম শতরান কি আসবে স্মিথের ব্যাটে?
-
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ফাইনালে অনবদ্য হেড
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শতরানের ইনিংস ট্রাভিস হেডের। ১০৬ বলে তিন অঙ্কের রানে হেড। পড়ুন বিস্তারিত : পন্থের স্টাইলে সেঞ্চুরি! ওভালে উচ্চ যেথা ‘হেড’
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : স্মিথের হাফসেঞ্চুরি
ধৈর্যশীল ইনিংস। মিড অনে বল ঠেলে ১৪৪ বলে অর্ধশতরানে স্টিভ স্মিথ। কেরিয়ারের ৬৮তম হাফসেঞ্চুরি। ট্রাভিস হেড দ্রুত গতিতে রান তুলছেন। ক্লাসিক টেস্ট ইনিংস স্মিথের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : কে আগে!
অর্ধশতরানের পথে স্টিভ স্মিথ। শতরানের সামনে ট্রাভিস হেড। কে আগে নিজেদের মাইলফলকে সেটারই যেন প্রতিযোগিতা চলছে। দু-জনই দ্রুতগতিতে রান তুলছেন। সিরাজের বাউন্সার হেডের হেলমেটে। চলছে কনকাশন পরীক্ষা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অস্ট্রেলিয়ার ডাবল
দুশো রানের সীমানা পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্রমশ কাঁধ ঝুঁকছে ভারতীয় ফিল্ডারদের। উইকেট না পেলে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রায় ৬০ ওভারে ভারতের প্রাপ্তি মাত্র ৩ উইকেট।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : সেঞ্চুরি পার্টনারশিপ
শতরানের জুটি গড়লেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। দ্রুত গতিতে রান তোলেন হেড। স্মিথ অ্যাঙ্করের ভূমিকায়। এই জুটি শেষ সেশনে ভারতের চূড়ান্ত হতাশার কারণ হতে পারে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : রিভার্স সুইং!
প্রথম দিনের শেষ সেশন শুরু। উমেশকে দিয়ে নতুন সেশন শুরু করল ভারত। বল ৫০ ওভারের বেশি পুরনো। সম্ভবত রিভার্স সুইংয়ের প্রত্যাশাতেই উমেশকে আনা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : দ্বিতীয় সেশন অজিদের
টি ব্রেক। অস্ট্রেলিয়া ১৭০-৩। দ্বিতীয় সেশনে ট্রাভিস হেডের অর্ধশতরান। এই সেশনে ২৮ ওভারে ৯৭ রান, মাত্র ১ উইকেট হারিয়েছে অজিরা। দ্বিতীয় সেশন নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার। ৬০ রানে ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথ ৩৩ রানে। ইতিমধ্যেই ৯৪ রানের পার্টনারশিপ স্মিথ-হেডের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : জাড্ডুর প্ল্যান বি
এতক্ষণ রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন জাড্ডু। ব্যাটিং ক্রিজে ক্ষত দেখে বাঁ হাতি হেডের বিরুদ্ধে ওভার দ্য উইকেট বোলিংয়ের পরামর্শ রোহিতের। অনবদ্য ডোলিভারি। ব্যাটার অনুযায়ী প্ল্যান বদল করছেন জাড্ডু।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অবশেষে উমেশ
দ্বিতীয় সেশনে অবশেষে বোলিংয়ে আনা হল উমেশ যাদবকে। প্রথম সেশনে ৬ ওভার বোলিং করানো হয়েছিল। ৬ ওভারে দিয়েছিলেন ২৭ রান। মেডেনে শুরু নতুন স্পেল।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : কেরিয়ারের ১৪ তম
টেস্ট কেরিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি ট্রাভিস হেডের। ৬০ বলে অর্ধশতরানে তিনি। কাউন্টার অ্যাটাকে ভারতকে চাপে রেখেছেন।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : উইকেটের দেখা নেই…
ওভালে ভারতীয় শিবিরও কি একই বিষয় ভাবছে! অজি ব্যাটিং লাইন আপে বেশ কয়েকজন বাঁ হাতি। ওভালে ম্যাচ এগলে স্পিনাররা সুবিধা পান। তারপরও রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত। ধারাভাষ্যকাররা আপশোস করে চলেছেন। এমনটাই স্বাভাবিক…। জাডেজা রানের গতি আটকাতে পেরেছেন। অশ্বিন থাকলে হয়তো কাজটা সহজ হত। তৃতীয় স্পেশালিস্ট পেসার উমেশ যাদবকে মাত্র ৬ ওভার বোলিং করানো হয়েছে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : সেশন রান রেট
দ্বিতীয় সেশনে ওভার প্রতি ৪-এর বেশি রান করছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ-ট্রাভিস হেড জুটি ৭০ পেরিয়ে গিয়েছে। যা ক্রমশ ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্ধশতরানের পথে ট্রাভিস হেড।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ১৬ রানের ওভার
লাঞ্চের পর অনবদ্য গতিতে রান তুলছে অজিরা। শার্দূলের স্পেলের নবম ওভারে জোড়া নো বল। সব মিলিয়ে এল ১৬ রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে ১৬ রান খুবই দামি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : তৃতীয় নো বল
টেস্ট ক্রিকেটে প্রতিটা বল গুরুত্বপূর্ণ। ইনিংসে নিজের নবম ওভার করছেন শার্দূল ঠাকুর। এর মধ্যেই তিনটি নো বল। শর্ট পিচে হেডকে বিব্রত করার চেষ্টা। যদিও অফ সাইডের বাইরে এতটা রুম দিলে মুশকিল। আপারকাটে বাউন্ডারি হেডের ব্যাটে। ওভারে দুটি নো বল করলেন শার্দূল।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : উমেশে ভরসা নেই!
ওভালে চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশন। এই সেশনে এক ঘণ্টা পেরিয়ে গেলেও উমেশ যাদবকে বোলিংয়ে আনলেন না রোহিত শর্মা। তাহলে কি তাঁর ওপর ভরসা নেই অধিনায়কের? ড্রিংকস বিরতি শেষে এ বার হয়তো জাডেজাকে বোলিংয়ে দেখা যেতে পারে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : ভারতের মাথাব্যাথা ‘হেড’
লাঞ্চ বিরতির পর লাবুশেনকে ফিরিয়ে অজি শিবিরে চাপ তৈরির চেষ্টা করেছিল ভারত। তবে ট্রাভিস হেডের কাউন্টার অ্যাটাকে ভারতকে চাপে রাখছে অস্ট্রেলিয়া। রানের গতি ভালো রেখেছেন ট্রাভিস হেড। দেড়শোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছেন হেড।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates : অজিদের রানের গতি…
অস্ট্রেলিয়ার রানের গতি ঠিক রাখছেন ট্রাভিস হেড। ইনিংসের ২৯.১ ওভারে সিরাজের বলে তাঁর বাউন্ডারিতে একশো পেরোয় অস্ট্রেলিয়া। মাত্র ১৪ বলে ১৯ রানে ক্রিজে রয়েছেন হেড। অনবদ্য ফিল্ডিং শার্দূল ঠাকুরের। বাউন্ডারি বাঁচালেনও বলা যায়।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: রোহিতের কথা মনে আছে!
ঠিক যেন রোহিতের কথা মিলে গেল। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসির একটি অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছিলেন, ‘ইংল্যান্ডের পিচে কেউ সেট নয়। প্রতিটা বলই নতুন। কেউ যদি এক ঘণ্টাও ক্রিজে কাটিয়েদেয় তাঁর কাছেও যে কোনও একটা বল পার্থক্য গড়ে দিতে পারে’। রোহিতের কথার উদাহরণ মিলল লাঞ্চ বিরতির পরই। সেট হয়ে ছিলেন মার্নাস লাবুশেন। কিন্তু মহম্মদ সামির ডেলিভারি তাঁর ডিফেন্স ভেদ করে উইকেট ভেঙে দিল লাবুশেনের।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ডিফেন্স ভাঙলেন সামি
টেস্ট ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটার মার্নাস লাবুশেন। লাঞ্চের পর নিজের প্রথম ওভারেই লাবুশেনের ডিফেন্স ভাঙলেন মহম্মদ সামি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: বিরতি শেষ, কঠিন সেশন বোলারদের!
লাঞ্চ বিরতি শেষ। এ বার দ্বিতীয় সেশন। বোলারদের জন্য কঠিন সেশনও বলা যায়। আইসিসি টেস্ট ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার মার্নাস লাবুশেন সেট। সঙ্গে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ওভালে লাঞ্চ বিরতি
ওভালে WTC ফাইনালের প্রথম দিনের প্রথম সেশন শেষ। লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৩। ক্রিজে মার্নাস লাবুশেন (২৬*) ও স্টিভ স্মিথ (২*)।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ওয়ার্নার আউট
লাঞ্চ ব্রেকের আগে ওয়ার্নার-লাবুশেন জুটি ভাঙলেন শার্দূল ঠাকুর। দ্বিতীয় ধাক্কা খেল অজিরা। ৬০ বলে ৪৩ রান করে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ২০ ওভারে অস্ট্রেলিয়া ৬২/১
অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ২০ ওভারের খেলা শেষ। শুরুর ২০ ওভারের পর ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন অপরাজিত ৩৯ রানে। মার্নাস লাবুশেন রয়েছেন অপরাজিত ২২ রানে।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ১৮ ওভারে অস্ট্রেলিয়া ৬০/১
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৮ ওভারের খেলা শেষ। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে অস্ট্রেলিয়া।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: দুরন্ত ছন্দে ওয়ার্নার
উমেশ যাদবের এক ওভারে ৪টি চার মারলেন ডেভিড ওয়ার্নার। ১৫তম ওভারে এসেছে ১৬ রান।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ১০ ওভারে অস্ট্রেলিয়া ২২/১
অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান তুলেছে অজিরা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: বিশ্ব টেস্ট ফাইনালে প্রথম চার
WTC ফাইনালে প্রথম ৪ মারলেন ডেভিড ওয়ার্নার। ৫. ৩ ওভারে মহম্মদ সিরাজের বলে চার মারলেন অজি ওপেনার ওয়ার্নার।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: ৫ ওভারে অস্ট্রেলিয়া ৮/১
অজিদের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারের মধ্যে ওপেনার উসমান খোয়াজার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৮ রান।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: বড় ধাক্কা খেল অজিরা, খোয়াজা আউট
উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। প্রথম ধাক্কা খেল অজিরা। ১০ বল খেলে কোনও রান করতে পারেননি খোয়াজা।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: পরপর ২ ওভার মেডেন
প্রথম ওভালে বল হাতে এসেছিলেন মহম্মদ সামি। কোনও রান তুলতে পারেনি অজিরা। দ্বিতীয় ওভারে বোলিং করলেন মহম্মদ সিরাজ। একটি রানও তুলতে পারল না অজিদের ওপেনিং জুটি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: বিশ্ব টেস্ট ফাইনাল শুরু
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। অজিদের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। বোলিংয়ে সূচনায় মহম্মদ সামি।
-
IND vs AUS, WTC Final 2023 Live Updates: কালো আর্মব্যান্ড পরে নামল দুই দল
WTC ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল দুই দলের ক্রিকেটাররা।
Team India and Australia wearing black armbands and observing a moment of silence in memory of the victims of the Odisha train tragedy. pic.twitter.com/KZDlVTIoQI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 7, 2023
-
হিটম্যানের মাইলস্টোন
মাইলস্টোন অ্যালার্ট!!! আজ টেস্ট কেরিয়ারের ৫০তম ম্যাচে নামতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
? Milestone Alert ?
Congratulations to #TeamIndia Captain @ImRo45 on a special half-century ?#WTC23 pic.twitter.com/B9LZKkK7o4
— BCCI (@BCCI) June 7, 2023
-
একাদশে নেই অশ্বিন, উঠছে প্রশ্ন
টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিনকেই WTC ফাইনালে ভারতের একাদশে রাখা হয়নি। টস হওয়ার পর একাদশ ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে অশ্বিনকে নিয়ে প্রশ্ন। কেন তিনি ভারতের একাদশে নেই?
No. 1 Test bowler Ashwin not in playing 11Rohit Sharma is not my captain ?#INDvsAUS pic.twitter.com/37652szQiW
— Pranay ?? (@Pun_nay) June 7, 2023
-
অস্ট্রেলিয়ার একাদশ
WTC Final 2023 এর জন্য অস্ট্রেলিয়ার একাদশ – ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ড।
-
ভারতের একাদশ
WTC Final 2023 এর জন্য ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
-
টস আপডেট
WTC ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
WTC ফাইনাল প্রসঙ্গে কী বললেন রোহিত?
আইসিসি ট্রফি জিততে পারলে খুশি হবেন তবে এটা নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করতে চান না ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা।
পড়ুন বিস্তারিত – WTC Final 2023 : ‘জিততেই হবে ভেবে চাপ বাড়াতে চাই না’, WTC ফাইনাল প্রসঙ্গে রোহিত
-
বৃষ্টিতে ধুয়ে যাবে WTC ফাইনাল, আবহাওয়া ‘ভিলেন’ হলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কীভাবে?
ম্যাচের পাঁচদিন কবে কেমন আবহাওয়া থাকবে, রিজার্ভ ডে-র নিয়ম কী বলছে?
পড়ুন বিস্তারিত – WTC Final 2023 : বৃষ্টিতে ধুয়ে যাবে WTC ফাইনাল, আবহাওয়া ‘ভিলেন’ হলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কীভাবে?
-
WTC Final দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা
ওভালের সামনে WTC Final দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা।
Crowd’s building up at the Oval. Indian fans turning out in good numbers. Weather’s still murky. Toss about 45 mins away. What combo will India play with? pic.twitter.com/twbNIQhiaf
— Cricketwallah (@cricketwallah) June 7, 2023
-
ওভালে স্পিনারদের সুবিধা, ভারতের তো খুশি হওয়ার কথা; বলছেন মাস্টার ব্লাস্টার
দেশের ব্যাটিং লেজেন্ডের বিশ্বাস, কেনিংটন ওভালে খেলা যত গড়াবে স্পিনাররা ততই সুবিধে পাবে। এতে রোহিত শর্মাদের খুশি হওয়ার কথা যে তাঁরা ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাচ্ছে।
পড়ুন বিস্তারিত – Sachin Tendulkar : ওভালে স্পিনারদের সুবিধা, ভারতের তো খুশি হওয়ার কথা; বলছেন মাস্টার ব্লাস্টার
-
WTC ফাইনালের পিচ
এক ঝলকে দেখে নিন WTC ফাইনালের পিচের অবস্থা কেমন।
A look at the canvas for the #WTC23 Final. pic.twitter.com/kpxYPLt5Na
— BCCI (@BCCI) June 7, 2023
-
আজ শুরু WTC ফাইনাল
ওভালে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
????? ???! ??
Let's do this #TeamIndia ??#WTC23 pic.twitter.com/V0Z4rrLdCG
— BCCI (@BCCI) June 7, 2023
Published On - Jun 07,2023 2:10 PM