ওয়ার্নারের পর স্টার্ক, চোটের খাতায় আরও এক অজি ক্রিকেটার

Dec 02, 2020 | 1:44 PM

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বুধবার টসের সময় স্টার্কের চোটের কথা জানান। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) পিঠে এবং পাঁজরে চোট পেয়েছেন।

ওয়ার্নারের পর স্টার্ক, চোটের খাতায় আরও এক অজি ক্রিকেটার
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : ডেভিড ওয়ার্নারের পর এবার মিচেল স্টার্ক (Mitchell Starc)। অস্ট্রেলিয়া শিবিরে আবার চোটের বাউন্সার। ক্যানবেরায় টসের সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ স্টার্কের চোটের কথা জানান। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক পিঠে এবং পাঁজরে চোট পেয়েছেন। তাই তিনি ভারতের বিরুদ্ধে (India vs Australia) একদিনের সিরিজের শেষ ম্যাচে খেলছেন না।

 

 

যদিও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে অজি ফাস্টা বোলার খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। সিডনিতে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে। স্টার্ক সিডনিতে প্রথম ২টি ম্যাচে ১৪৭ রানের বিনিময়ে মাত্র ১টি উইকেট নেন।

ক্যানবেরাতে ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের সিরিজে অভিষেক হল ক্যামেরন গ্রিনের। স্টিভ স্মিথের হাত থেকে জাতীয় দলের ক্যাপ পেলেন এই অলরাউন্ডার।

 

 

বুধবার শেষ একদিনের ম্যাচের পর, শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টি-২০ সিরিজ। তারপর বহু প্রতিক্ষিত ৪টি টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি।

Next Article