তাঁর রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন, বলছেন মুরলী

Jan 14, 2021 | 1:51 PM

টেস্টে ৩৭৭ উইকেট ভারতীয় অফস্পিনারের পকেটে। ব্রিসবেনেই হয়তো ৪০০ উইকেট ছুঁয়ে ফেলবেন অশ্বিন।

তাঁর রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন, বলছেন মুরলী
ফাইল চিত্র

Follow Us

সিডনিঃ মুথাইয়া মুরলীথরনের ৮০০ টেস্ট উইকেট কি টপকাতে পারেন কেউ? এই প্রজন্মে তেমন কেউ কি আছেন? খোদ মুরলি যাঁর মধ্যে দেখতে পাচ্ছেন সম্ভাবনা, তিনি রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৩৭৭ উইকেট ভারতীয় অফস্পিনারের পকেটে। ব্রিসবেনেই হয়তো ৪০০ উইকেট ছুঁয়ে ফেলবেন অশ্বিন।

মুরলী বলেছেন, ‘অশ্বিন ৮০০ উইকেট নিতেই পারে। কারণ ও যথেষ্ট ভালো বোলার। ওকে ছাড়া আর কেউ ৮০০ উইকেট বা তার কাছাকাছি পৌঁছতে পারবে বলে মনে হচ্ছে না। অন্তত তরুণ প্রজন্মের কারও সম্ভাবনা আছে বলে মনে হয় না।’

আরও পড়ুন: সৌরভের ১৪৪-য়ের গাব্বাতে কি বদলাবে ইতিহাস

যে সব অফস্পিনার এখন টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করছেন, তাঁদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার নাথন লিয়ঁ। ৩৯৬ টেস্ট উইকেটের মালিক। ব্রিসবেনেই হয়তো ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যাবেন। তবু মুরলী তাঁর মধ্যে ৮০০ উইকেটের রেকর্ড ভাঙার মশলা দেখতে পাচ্ছেন না।

মুরলী অকপট, ‘লিয়ঁ হয়তো চারশো উইকেটের কাছাকাছি দাঁড়িয়ে আছে, তবু ওর মধ্যে টেস্টের সবচেয়ে উইকেট পাওয়ার মশলা আছে বলে মনে হয় না।’

আরও পড়ুন: ৩৭ বলে সেঞ্চুরি করে এক অন্য আজহারের উদয়

আধুনিক ক্রিকেটে অফস্পিনারদের রমারমা কমেছে অনেকটা। তার কারণ হিসেবে মুরলী তুলে ধরেছেন, ‘টি-টোয়েন্টি আর ওয়ান ডে-র জন্য টেস্ট ক্রিকেটের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। যখন আমি খেলতাম, ব্যাটসম্যানরা টেকনিক্যালি ভীষণ ভালো ছিল। আর উইকেট ছিল ফ্ল্যাট। আমরা বোলাররা চেষ্টা করতাম, বল বাড়তি স্পিন করানোর। যাতে টিমকে জেতাতে পারি। কিন্তু এখন, তিন দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে কী, এখনকার বোলাররা যদি লাইন আর লেংথ মেনে টানা বল করে যেতে পারে, তা হলে দিনের শেষে তার ঝুলিতে পাঁচটা উইকেট থাকে। এটা গ্যারান্টি, কারণ আজকালকার ব্যাটসম্যানরা অ্যাটাক না করে বেশিক্ষণ থাকতে পারে না।’

Next Article