TV9 বাংলা ডিজিটাল : ভারত (India) ও অস্ট্রেলিয়া এ (Australia A) দলের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র (Draw)। দ্বিতীয় দিন খেলা শেষ হওয়ার সময় ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রান করে ভারত। তৃতীয় দিন আর ব্যাটিং না করে বোলারদের সুযোগ দেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। শুরুতেই পরপর উইকেট তুলে ম্যাচ জেতার স্বপ্ন দেখাতে শুরু করেন সামি ও সিরাজ। তারপর যদিও অস্ট্রেলিয়া এ সামলে নিল ম্যাকডরমট ও উইলডারমুটের জোড়া শতরানে ভর করে। ৭৫ ওভারেই ম্যাচে ইতি টানল দুই দল।
The three-day pink-ball game between Australia A and India ends in a draw.
India 194 and 386/4d
Australia 108 and 307/4?? Courtesy: Getty Images Australia pic.twitter.com/vMZhk2WNuc
— BCCI (@BCCI) December 13, 2020
প্রস্তুতি ম্যাচে ঋষভ-হনুমা-শুভমনদের ব্যাট যেমন প্রথম টেস্টের আগে ভরসা দিল, তেমনই সামি-বুমরার বোলিং বিরাটের হাসি আরও চওড়া করতে পারে। তৃতীয় পেসার হিসেবে কে খেলবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। উমেশ প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন। তেমনই পিঙ্ক বল হাতে সফল সিরাজ। একজনকে বেছে নিতে হবে।
আরও পড়ুন: ভারতীয় পেসারদের ওপর আস্থা আকাশের
অস্ট্রেলিয়ার কাছে ওপেনিং একটা সমস্যা হয়েই থাকবে। ওয়ার্নারের বদলি হ্যারিস ও জো বার্নস, ভারতীয় পেসারদের সামনে ব্যর্থ। প্রথম টেস্টে এই দুজনেরই অজি ওপেনার হিসেবে ক্রিজে নামার কথা। তাই চিন্তা অনেকটাই বাড়ল অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের।