IND vs AUS Highlights: ৪ বল বাকি থাকতেই জয়, সমতা ফেরাল ভারত

| Edited By: | Updated on: Sep 24, 2022 | 12:07 AM

India vs Australia, 2nd T20I Live Score: সিরিজে সমতা ফেরাল ভারত। স্লগ ওভার বোলিং সমস্যা মিটল না। সংক্ষিপ্ত ম্যাচে শেষ ৩ ওভারে ৪৪ রান দিল ভারত।

IND vs AUS Highlights: ৪ বল বাকি থাকতেই জয়, সমতা ফেরাল ভারত
নাগপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

নাগপুর : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের টি ২০ সিরিজ। মোহালিতে (Mohali) প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল স্কোর গড়েও হার। নাগপুরে ঘুরে দাঁড়াল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতল ৬ উইকেটে। ভারত-অস্ট্রেলিয়ার পাশাপাশি কুর্নিশ নাগপুরের দর্শক, মাঠকর্মীদের। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭ টায়। মাঠ ভেজা থাকায় ম্যাচ হওয়া নিয়েই সংশয় ছিল। দর্শকরা অপেক্ষা করেছেন। দুই আম্পায়ার বারবার মাঠ পরিদর্শন করে ইতিবাচক খবর দিতে পারছিলেন না। অবশেষে ৯টা নাগাদ স্বস্তির খবর। আম্পায়াররা জানালেন, ৮ ওভারের ম্যাচ হবে। তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে ম্যাচ দেখার সুযোগ। জয়ের আনন্দ নিয়েই ফিরতে পারলেন সকলে। টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ৮ ওভারে ভারতকে ৯১ রানের লক্ষ্য দেয় অজিরা। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়। সিরিজ নির্ণায়ক ম্যাচ হায়দরাবাদে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Sep 2022 11:25 PM (IST)

    এক নজরে

    • ৮ ওভারে ভারতের লক্ষ্য ছিল ৯১।
    • রোহিত শর্মা অপরাজিত ৪৬ রান করেন।
    • অ্যাডাম জাম্পা ৩ উইকেট নিয়ে ভারতীয় শিবিরে চাপ বাড়ান।
    • শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল।
    • দীনেশ কার্তিক একটি করে ছয়-চারে ম্যাচ ফিনিশ করেন।
    • ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয়ে সমতা ফেরাল ভারত।
    • হায়দরাবাদে তৃতীয় ম্যাচেই সিরিজের ফয়সালা হবে।
  • 23 Sep 2022 10:57 PM (IST)

    হার্দিক আউট

    হার্দিকের আউটে চাপ বাড়ল। ক্রিজে কার্তিক। রয়েছেন রোহিত।

  • 23 Sep 2022 10:42 PM (IST)

    লেগ স্পিনে জোড়া ধাক্কা

    অনবদ্য দুটো বাউন্ডারি মেরেছিলেন বিরাট কোহলি। ফিরলেন লেগ স্পিনার জাম্পার বলে। ভারতীয় ইনিংসে দুটি উইকেটই জাম্পার। প্রথম বলেই ফিরলেন সূর্য। জাম্পার তিন উইকেট।

  • 23 Sep 2022 10:32 PM (IST)

    লেগ স্পিনার

    রান আটকাতে জাম্পাকে আক্রমণে আনলেন ফিঞ্চ। সাফল্যও দিলেন। লোকেশ রাহুলকে বোল্ড করেন জাম্পা।

  • 23 Sep 2022 10:31 PM (IST)

    পাওয়ার প্লে (২ ওভার) আপডেট

    ৯১ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লে-র ২ ওভারে ৩০ রান ভারতের।

  • 23 Sep 2022 10:23 PM (IST)

    ভারতের রান তাড়া শুরু

    লক্ষ্য ৮ ওভারে ৯১। ভারতের ওপেনিং জুটিতে পরিবর্তন নেই। রোহিত-রাহুলই নামলেন। প্রথম ওভারেই বিশাল ছক্কা রোহিতের। পরের বলে আরও একটা ছয়।

  • 23 Sep 2022 10:11 PM (IST)

    এক নজরে

    • বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ।
    • ওভার কমে দাঁড়ায় ৮। ভারতীয় একাদশে বুমরা, ঋষভ পন্থ।
    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
    • নির্ধারিত ৮ ওভারে ৯০ রান করে অস্ট্রেলিয়া।
    • অক্ষর প্যাটেল ২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন।
    • অষ্টম তথা শেষ ওভারে ১৯ রান দেন হর্ষল প্যাটেল।
    • ম্যাথিউ ওয়েড ২০ বলে ৪৩ রান করেন।
  • 23 Sep 2022 09:38 PM (IST)

    গ্রিন আউট

    বিরাটের থ্রোয়ে অস্ট্রেলিয়ার প্রথম ধাক্কা, গ্রিন আউট। দারুণ পজিশনে ছিলেন অক্ষর প্যাটেল। বিরাটের থ্রো ধরে রান আউট।

  • 23 Sep 2022 09:19 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

    অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

  • 23 Sep 2022 08:53 PM (IST)

    ম্যাচ আপডেট

    আট ওভারের ম্যাচ হবে। ৯.১৫ তে টস। ৯.৩০ টায় ম্যাচ শুরু।

  • 23 Sep 2022 08:07 PM (IST)

    ৫ ওভারের ম্যাচ!

    ৯.৪৬ অবধি অপেক্ষা করা যাবে। সে ক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ হতে পারে। আপাতত এটুকুই সম্ভাবনা। ৮.৪৫ এ ফের পরিদর্শন।

    আম্পায়ার কে অনন্তপদ্মনাভন ব্রডকাস্টারকে জানালেন, মাঠ এখনও প্রস্তুত নয়। প্লেয়ারদের সুরক্ষা দেখা হবে।

    নীতিন মেনন জানালেন, ৮.৪৫ এ ফের পরিদর্শন। ৯.৪৬ এর মধ্যে খেলা শুরু না করা গেলে, ম্যাচ পরিত্যক্ত হবে।

  • 23 Sep 2022 08:07 PM (IST)

    আপডেট

    বৃষ্টি নেই। তবে মাঠ এখনও ভেজা। সুপার সপার দিয়ে মাঠ প্রস্তুত করার চেষ্টা চলছে। আম্পায়ার নীতিন মেনন, অনিল চৌধুরিরা মাঠ পরিদর্শন করলেন। তবে ভেজা মাঠে খেলা ঝুঁকি। সামনে বিশ্বকাপ।

  • 23 Sep 2022 07:09 PM (IST)

    মাঠ পরিদর্শন করে খুশি নন আম্পায়াররা

    ৭টা নাগাদ মাঠ পরিদর্শনে নেমেছিলেন অনিল চৌধুরিরা। কিন্তু মাঠের পরিস্থিতি দেখে খুশি হননি তাঁরা। তাই রাত ৮টা নাগাদ ফের মাঠ পরিদর্শনে নামবেন তাঁরা।

  • 23 Sep 2022 06:37 PM (IST)

    টসে দেরি

    ভিজে আউটফিল্ড থাকার জন্য টসে দেরি হচ্ছে। সন্ধ্যা ৭টা নাগাদ মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

  • 23 Sep 2022 06:10 PM (IST)

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ

    নাগপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া।

Published On - Sep 23,2022 6:08 PM

Follow Us: