অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের প্রথম সেশন অস্ট্রেলিয়ার

sushovan mukherjee |

Dec 17, 2020 | 11:55 AM

ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি।

অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের প্রথম সেশন অস্ট্রেলিয়ার
অ্যাডিলেডে প্রথম সেশনে অসি পেসারদের দাপট। ছবি-আইসিসি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের প্রথম সেশনে দাপট দেখাল অস্ট্রেলিয়া। বিরতিতে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৪১। প্যাভিলিয়ানে ফিরে গেছেন দুই ওপেনার পৃথ্বী শ আর মায়াঙ্ক আগরওয়াল। ১৭ রানে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা। ৫ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক কোহলি।

টসে জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি।এখনও পর্যন্ত টসে জিতে টেস্ট হারেননি ভারত অধিনায়ক। তবে অ্যাডিলেডে শুরুটা ভাল হয়নি ভারতের। দিনের দ্বিতীয় বলেই পৃথ্বী শকে প্যাভিলিয়ানে ফেরান স্টার্ক। কোনও রান রান না করেই ফিরতে হয় মুম্বই ওপেনারকে। মায়াঙ্কের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ইনিংস সামাল দেন পূজারা। দ্বিতীয় উইকেটে ৩২ রান যোগ করেন তারা। প্যাট কামিন্সের বলে ১৭ রানে বোল্ড হয়ে ফিরতে হয় মায়াঙ্ককে।

আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টের আগেই মুখোমুখি বিরাট-স্টিভ

প্রথম ইনিংসে বড় রানের জন্য ভারত তাকিয়ে পূজারা,কোহলি আর রাহানের দিকে। টসে জিতে এখনও টেস্ট হারেননি বিরাট কোহলি। অন্যদিকে দিন রাতের টেস্টে এখনও হারের মুখ দেখেনি অসিরা। তাই আগামী কয়েকদিন অ্যাডিলেডে ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করছে।

Next Article