পিঙ্ক বল টেস্টের আগেই মুখোমুখি বিরাট-স্টিভ

২২ গজের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু মাঠের বাইরে বন্ধু। সেই বন্ধুত্বের ঝলক, টেস্ট সিরিজ শুরুর আগে।

পিঙ্ক বল টেস্টের আগেই মুখোমুখি বিরাট-স্টিভ
মুখোমুখি বিরাট-স্টিভ।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 7:32 PM

টানটান টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)। তার আগে আমনে সামনে বিরাট কোহলি (Virat Kohli) ও স্টিভ স্মিথ (Steve Smith)। বিরাটকে প্রশ্নের বাউন্সার দিলেন স্মিথ। তবে সবটাই হল মজার ছলে। ২০১৪-১৫ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে স্মিথের প্রশ্ন। সেবার স্মিথ ও কোহলি দুজনই ৪টি করে শতরান করেছিলেন।

স্মিথের প্রশ্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৪-১৫ সালের টেস্টে তুমি এবং আমি ৪ টি করে সেঞ্চুরি করেছিলাম। মনে আছে সেই সিরিজের কথা। কি ভাবে তৈরি হয়েছিল তুমি?

কোহলির উত্তর: এটি বেশ মজার। কারণ আমি দুমাস ভিজ্যুয়ালাইজ করেছি। এবং তারপর আমরা প্রথম টেস্ট খেলার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। আমি লাঞ্চের আগে চার বল খেলেছিলাম। প্রথম বলেই মিচেল জনসনের বাউন্সার আমার মাথায় লাগে। তখন ভাবছিলাম, এটা কী হচ্ছে? সেই সময় দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম, হয় লড়াই করতে হবে, নয়তো বাড়ি ফেরার ফ্লাইট ধরতে হবে। সিদ্ধান্ত নিলাম, আমি পজিটিভ থাকব, নিজের খেলা চালিয়ে যাব। মিচেল সেই সময় তাঁর বোলিং কেরিয়ারের টপ ফর্মে ছিল।

স্মিথের প্রশ্ন: বিশ্বকাপের ম্যাচে তুমি ভারতীয় দর্শকদের নিষেধ করেছিল, আমাকে যেন তারা কটুক্তি না করে। এটা আমার ভীষণ ভাল লেগেছিল। সেদিন রাতে তোমায় মেসেজও করেছিলাম আমি।

কোহলির উত্তর: একটা ঘটনা ঘটেছিল, তোমরা অনুভব করেছিলে যে কি ভুল হয়েছিল। সমস্ত ভাবে তোমরা তার ফলও ভোগ করেছ। তারপর যখন তোমরা মাঠে ফিরছ তখন কটুক্তি করাটা ঠিক নয়। আমি মনে করি একজনকে ব্যক্তিগতভাবে টার্গেট করা উচিত নয়। আমরা যতই মাঠে আলাদা হয়ে খেলি না কেন, দিনের শেষে আমরা একে অপরের সঙ্গে আড্ডা দিই। খেলার মাঠে আমরা একে অপরের প্রতিপক্ষ ঠিকই। কিন্তু এরকম খারাপ মন্তব্য করতে পারি না। তোমার চারপাশে কী হচ্ছে, যত দিন যাবে তুমি তা উপলব্ধি করতে পারবে।

আরও পড়ুন: বিরাটদের কাছে আগ্রাসন চাইছি