আমি নতুন ভারতের প্রতিনিধি: বিরাট

প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে জানেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবারও তেমন মেজাজেই পাওয়া যাবে তাঁকে।

আমি নতুন ভারতের প্রতিনিধি: বিরাট
আগ্রাসী মেজাজে বিরাট কোহলি। ছবি সৌজন্যে - টুইটার (বিরাট কোহলি)
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 6:12 PM

TV9 বাংলা ডিজিটাল- তাঁর আগ্রাসন টিমকে পাল্টে দিয়েছে অনেকটাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই আগ্রাসী ক্রিকেটই তুলে ধরার প্রতিশ্রুতিও মিলছে। যে কারণে গ্রেগ চ্যাপেলের মতো ক্রিকেট ব্যক্তিত্ব পর্যন্ত বলেছেন, বিরাট অনেকটা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো! বিরাট (Virat Kohli) যা নিয়ে বলছেন, ‘আমি সব সময় নিজের মতো হওয়ার চেষ্টা করেছি। আমার চরিত্র, ব্যক্তিত্বের এই দিকটা আসলে নতুন ভারতের (new India) হয়ে প্রতিনিধিত্ব (representation) করার জন্যই ফুটে উঠেছে। সব সময় নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকি।’

আরও পড়ুন – অ্যাডিলেডে প্রথম একাদশে ঋদ্ধি,মায়াঙ্কের সঙ্গে ওপেনে পৃথ্বী

অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন বিরাট। ভালো খেলার জন্য সমর্থকদের ভালোবাসা পাওয়া যায়। বিরাট বলেওছেন, ‘অস্ট্রেলিয়ায় ভালো খেললে জনতার ভালোবাসা পাওয়া যায়। এটা আমার ক্ষেত্রে যেমন হয়, জশপ্রীত বুমরার ক্ষেত্রেও হয়। গত সফরে আমরা টেস্ট সিরিজ জিতে ফিরেছিলাম। যে কারণে এ বার ক্রিকেট ভক্তরা ভারতের কাছ থেকে আরও ভালো ক্রিকেট প্রত্যাশা করবে। আমার প্রাথমিক লক্ষ্য হল, ভারত যেন টিম হিসেবে পারফর্ম করে।’

বিরাট প্রথম টেস্ট খেলেই ফিরে আসবেন দেশে। তাঁর বদলে ক্যাপ্টেন্সি করবেন ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। যা নিয়ে আশাদাবী বিরাট, ‘আমরা পার্টনার। ব্যাটিং করার সময় যেমন, তেমনই একে অপরকে সব ক্ষেত্রেই বিশ্বাস ও ভরসা করি। দুটো প্র্যাক্টিস ম্যাচে রাহানে চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। আমি না থাকাকালীন রাহানে যে দারুণ ভাবে টিম সামলাবে, খুব ভালো করেই জানি।’

আরও পড়ুন – প্রয়োজনে স্লেজিংও করবেন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন

অ্যাডিলেডে পাঁচটা দিন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যে উত্তেজক ক্রিকেট হবে, তা খুব ভালো করেই জানেন ভারতের ক্যাপ্টেন। তাই বলতেও দ্বিধা করছেন না, ‘পাঁচটা দিন একটা হাই-ভোল্টেজ ম্যাচ হবে। বিপক্ষ আমাদের জেতার রাস্তা কঠিন করবে। আমরা ঠিক একই পথে হাঁটব। এটাই টেস্ট ক্রিকেটের মাধুর্য। দুটো টিমের গভীরতা, ক্রিকেট কোয়ালিটি, জেতার খিদে আগামী পাঁচটা দিনকে আকর্ষণীয় করে তুলবে।’