IND vs BAN Preview: স্পিন সহায়ক পিচ, রাহুলের চোট, ভারতের লক্ষ্য ২-০

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 22, 2022 | 2:58 AM

India vs Bangladesh 2nd Test: রাহুল খেলতে না পারলে, অভিষেক হবে ওপেনার অভিমন্যু ঈশ্বরণের। ভারতীয় ব্যাটিংয়ে বাড়তি নজর থাকবে বিরাট কোহলির দিকে। সাদা বলের ক্রিকেটে ফর্মে ফিরেছেন। এ বার টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রানের অপেক্ষা। বিরাটকে কাছে পেয়ে আপ্লুত বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা। কিংবদন্তির থেকে অনেক পরামর্শও পেয়েছে তরুণ প্রজন্ম।

IND vs BAN Preview: স্পিন সহায়ক পিচ, রাহুলের চোট, ভারতের লক্ষ্য ২-০
নেটে রিভার্স সুইপ বিরাটের। মাঠে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি : পিটিআই
Image Credit source: PTI

Follow Us

মীরপুর : বাংলাদেশ সফরে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তুলনামলূক সুখকর পরিস্থিতি ছিল ব্যাটারদের জন্য। মীরপুরে অবশ্য সমস্যায় পড়তে পারেন ব্য়াটাররা। স্পিন সহায়ক পিচ। ম্যাচ যত গড়াবে, ব্যাটারদের চাপ বাড়বে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রথম ম্যাচের মতো এই টেস্টেও নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। মীরপুর টেস্টের আগে আঙুলে চোট পেয়েছেন স্টপগ্যাপ অধিনায়ক লোকেশ রাহুলও। ভারতের লক্ষ্য এই ম্যাচ জিতে ২-০ সিরিজ জয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে এখান থেকে ফুল পয়েন্ট চাই। এরপরও ফাইনাল নিশ্চিত হবে না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ভারতের নজরে আপাতত মীরপুর টেস্ট। কী পরিস্থিতি ভারতীয় শিবিরের! তুলে ধরল TV9Bangla

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে নজরকাড়া ব্যাটিং করেছেন শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছে শুভমনের। ধারাবাহিকতা দেখানোই লক্ষ্য থাকবে। অন্য দিকে, এক ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও আর এক ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছেছেন চেতেশ্বর পূজারা। ব্যাটিং বিভাগে পূজারা, শুভমনের পাশাপাশি শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিনরাও ভরসা দিয়েছেন। প্রথম ম্যাচে ব্য়াটারদের দাপট থাকলেও, মীরপুরের পিচ তাঁদের চিন্তায় রাখতে বাধ্য়। একটাই ভরসা, ভারতীয় দলেও দক্ষ স্পিনার রয়েছেন। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা ভরসা দিয়েছেন। মীরপুরে এই জুটির উপর বাড়তি প্রত্য়াশা থাকবে।

বিরাটের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা। ছবি : টুইটার

ব়্যাঙ্ক টার্নার হলে ব্যাকফুটে থাকবে বাংলাদেশই। সাকিব আল হাসানের চোট রয়েছে। তিনি খেলবেন। তবে বোলিংয়ে কতটা এফোর্ট দিতে পারবেন সন্দেহ রয়েছে। এই ম্যাচের আগে শোনা গিয়েছিল, সাকিব ব্যাটার হিসেবেই খেলবেন। ম্যাচের আগে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অবশ্য জানিয়েছেন, প্রয়োজনে সাকিব বল করবেন। তারপরও বাংলাদেশকে ব্যাকফুটে রাখার কারণ ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। চট্টগ্রামের পিচেই তাঁকে সামলাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। মীরপুরে ব়্যাঙ্ক টার্নার হলে কুলদীপ আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন, এ বিষয়ে সন্দেহ নেই। তেমনই ভারতীয় শিবিরে অধিনায়ক লোকেশ রাহুলের চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর নিশ্চিত করেছেন, রাহুল খেলছেন। রাহুল খেলতে না পারলে, অভিষেক হবে ওপেনার অভিমন্যু ঈশ্বরণের। ভারতীয় ব্যাটিংয়ে বাড়তি নজর থাকবে বিরাট কোহলির দিকে। সাদা বলের ক্রিকেটে ফর্মে ফিরেছেন। এ বার টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রানের অপেক্ষা। বিরাটকে কাছে পেয়ে আপ্লুত বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা। কিংবদন্তির থেকে অনেক পরামর্শও পেয়েছে তরুণ প্রজন্ম।

বাংলাদেশ বনাম ভারত, দ্বিতীয় টেস্ট, সকাল ৯টা

Next Article