মুম্বই : রঞ্জি ট্রফিতে এ বার পিচ বিতর্ক। খেলার জন্য ‘আনফিট পিচ’। যার জেরে পঞ্জাব বনাম রেলওয়ে ম্যাচ স্থগিত করে দিতে হল। দিল্লির কর্নল সিং স্টেডিয়ামের ঘটনা। বাকি অন্য়ান্য জায়গায় চলছে রঞ্জি ট্রফি ম্যাচ। এ দিকে রেলওয়েজ বনাম পঞ্জাব ম্যাচ দ্বিতীয় দিনই স্থগিত করে দিতে হল। বিতর্কের কেন্দ্রে বাইশ গজ। ম্যাচে মাত্র ১০৩ ওভারেই পড়েছে ২৪টি উইকেট! এর মধ্যে ২০ উইকেট পেসারদের ঝুলিতে। ঝুঁকি না নিতেই খেলা বন্ধ করতে বাধ্য হন ম্য়াচ অফিসিয়ালরা। অন্য দিকে, মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে ডাবল সেঞ্চুরি করলেন। রঞ্জি ট্রফি দ্বিতীয় রাউন্ডের, দ্বিতীয় দিনের অন্য়ান্য ম্যাচের বিস্তারিত রিপোর্ট Tv9Bangla-য়।
পঞ্জাব বনাম রেলওয়েজ ম্যাচটি দু-দিনের করা হবে বলে জানিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। তবে সেটি অন্য় পিচে খেলা হবে। পঞ্জাব ব্য়াটার অভিষেক শর্মা বলেন, ‘রঞ্জি ট্রফিতে এমন পিচ কোনও দিন দেখিনি। এত অসমান বাউন্স। প্রচণ্ড ঝুঁকির পরিস্থিতি ছিল। আমাদের জানানো হয়েছে, নতুন পিচে খেলা হবে। ম্যাচ অফিসিয়ালরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটাররা একটা ম্যাচের জন্য প্রচুর প্রস্তুতি নেয়। এমন পিচে খেলা হলে হতাশা ঘিরে ধরে।’
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন শতরান করে অপরাজিত ছিলেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। বড় রানের পথেই এগোচ্ছিলেন। ডাবল সেঞ্চুরি করলেন মুম্বই অধিনায়ক। শেষ অবধি ২০৪ রান করেন রাহানে। সরফরাজ খানও ১২৬ রানে অপরাজিত থাকেন। ৬৫১-৬ এর বিশাল স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বই। জবাবে দ্বিতীয় দিনের শেষে হায়দরাবাদের স্কোর ৬ উইকেটে ১৭৩।
অন্য় ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে অর্ধশতরান করলেন ত্রিপুরা অধিনায়ক ঋদ্ধিমান সাহা। অজয় সরকারের আধডজন উইকেটে বিদর্ভের প্রথম ইনিংস শেষ হয় ২৬৪ রানে। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে ২৯০ রান তুলেছে ত্রিপুরা। বাংলা থেকে ত্রিপুরায় সই করা দুই ক্রিকেটারই অর্ধশতরান করেছেন। সুদীপ চট্টোপাধ্যায় ৮৩ রান করেন। ঋদ্ধিমান সাহা ১০টি বাউন্ডারি সহ ৯৯ বলে করেন ৬৬ রান।