IND vs BAN, Live Streaming: মিনি বিশ্বকাপে টাইগারদের মুখে মেন ইন ব্লু; কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন IND vs BAN ম্যাচ?
India vs Bangladesh, Champions Trophy 2025 Cricket Match Live Streaming: আট টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ-এ-তে রয়েছে ভারত এবং বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।

দুবাই: ভারতীয় সময় অনুযায়ী বুধ-দুপুরে বোধন হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025)। আট টিমের এই টুর্নামেন্টকে ক্রিকেট মহলে মিনি বিশ্বকাপও বলা হয়। প্রতিটা দলের কাছেই সবকটি ম্যাচ ডু অর ডাই। জিতলে ট্রফির দৌড়ে থাকবে কোনও টিম। আর হারলেই খাদের কিনারায় পৌঁছে যাবে কোনও টিম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রায় তিন দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারত অবশ্য সে দেশে খেলছে না এই টুর্নামেন্ট। হাইব্রিড মডেলে, চ্যাম্পিয়ন্স ট্রফির সবকটি ম্যাচ দুবাইতে খেলবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এ বারের মিনি বিশ্বকাপে যাত্রা শুরু করবেন রোহিত-বিরাটরা। কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন সেই ম্যাচ? জেনে নিন বিস্তারিত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি কবে হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি আগামিকাল, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি কোথায় হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি কখন শুরু হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল চ্যানেলে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।





