IND vs BAN: স্কাই-মায়াঙ্কের কী কথা হচ্ছে? ডিকোড করল…

India vs Bangladesh T20I Series: শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আইপিএলের গত সংস্করণে অবশেষে অভিষেক। গতিতে বাজিমাত করেছেন রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব। কিন্তু ফের চোটে টুর্নামেন্টে পরের দিকে খেলতে পারেননি। দীর্ঘ রিহ্যাবের পর বাংলাদেশ সিরিজ। বাড়তি নজর থাকবে মায়াঙ্কের দিকে।

IND vs BAN: স্কাই-মায়াঙ্কের কী কথা হচ্ছে? ডিকোড করল...
Image Credit source: LSG/X
Follow Us:
| Updated on: Oct 05, 2024 | 2:13 PM

প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হাতে গোনা ম্যাচ খেলেছেন। তিনি ওয়ান সিজন ওয়ান্ডার নাকি লম্বা রেসের ঘোড়া, তা নির্ভর করবে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। কেরিয়ারের শুরু থেকেই চোট সমস্যা তাড়া করছে। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অভিষেক হত। কিন্তু শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আইপিএলের গত সংস্করণে অবশেষে অভিষেক। গতিতে বাজিমাত করেছেন রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব। কিন্তু ফের চোটে টুর্নামেন্টে পরের দিকে খেলতে পারেননি। দীর্ঘ রিহ্যাবের পর বাংলাদেশ সিরিজ। বাড়তি নজর থাকবে মায়াঙ্কের দিকে।

লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচ হিসেবে পেয়েছিলেন মর্নি মর্কেলকে। এখন তিনি ভারতীয় দলের বোলিং কোচ। পরস্পরের বোঝাপড়াও দুর্দান্ত। মায়াঙ্ক মূলত আকর্ষণে এসেছেন গতির জন্যই। ১৫০ কিমি/ঘণ্টা নিয়মিত তুলতে পারেন। এর চেয়েও বেশি গতিতে বোলিং করেছেন। প্রায় ১৫৭ স্পিড তুলেছেন। গতিময় পিচে কোনওদিন খেলার সুযোগ পেলে ১৬০ কিমি/ঘণ্টা স্পিডও হয়তো তুলতে পারবেন। কিন্তু আশঙ্কা চোট।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পেস বোলিং বিভাগে রয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। এ ছাড়াও মিডিয়াম পেসার হিসেবে তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি। বাড়তি নজর মায়াঙ্কের দিকেই। চোট মুক্ত থেকে এই সিরিজে পারফর্ম করতে পারেন কিনা, তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে এর উপর। শুধু টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ নাও থাকতে পারেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন অস্ট্রেলিয়া সফরে এই এক্সপ্রেস গতির পেসারকে নিয়ে যাওয়া উচিত। তবে পরীক্ষায় পাশ না করলে তা অনিশ্চিত।

কাল শুরু বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই খেলবে ভারত। রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনদের মতো পরিচিত মুখ যেমন রয়েছে, তেমনই একঝাঁক নতুন মুখ। ভারতের প্র্যাক্টিসেই শুধু নয়, প্রতিপক্ষ শিবিরেও আকর্ষণ মায়াঙ্ক। বা বলা ভালো আতঙ্ক মায়াঙ্ক যাদবই। বাংলাদেশকে গতিতে মাত করতে পারবেন? চোটের সঙ্গে লড়াইয়ে জিতবেন? মায়াঙ্ককে ঘিরে এই প্রশ্নই ঘুরছে। প্র্যাক্টিসের এই ছবি পোস্ট করেছে মায়াঙ্কের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস।

স্কাই এবং মায়াঙ্কের মধ্যে কী কথা হচ্ছে, সেটিই মজার ছলে ডিকোড করেছে লখনউ সুপার জায়ান্টস। স্কাই যেন মায়াঙ্ককে বলছেন-সব সহজ করে ভাবতে হবে, তুই ১৬০ গতিতে বোলিং করিস, আমি ৩৬০ স্টাইলে শট খেলব!

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ স্কোয়াড-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান