Eden Gardens: ময়দানে ফিরছে সেই বটতলার ছবি! অনেকদিন পর কাউন্টার থেকে টিকিট বিক্রি ইডেনে

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 13, 2025 | 8:24 PM

India vs England: ভারত ও ইংল্যান্ডের ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ২২ জানুয়ারি। এই ম্যাচের জন্য এ বার অফলাইনে টিকিট বিক্রি হবে।

Eden Gardens: ময়দানে ফিরছে সেই বটতলার ছবি! অনেকদিন পর কাউন্টার থেকে টিকিট বিক্রি ইডেনে
Eden Gardens: ময়দানে ফিরছে সেই বটতলার ছবি! অনেকদিন পর কাউন্টার থেকে টিকিট বিক্রি ইডেনে
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: দীর্ঘদিন বাদে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অফলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে। আগে কাউন্টার থেকে টিকিট কাটার চল ছিল। পরে সেই প্রথায় ছেদ পড়ে। ২০১৭-১৮ সালের দিক থেকে অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি হত। আইপিএলের দৌলতে হু হু করে ইডেনে ম্যাচের টিকিট অনলাইনে বেরিয়ে যেত। এ ছাড়া বাকি ৫০ শতাংশ টিকিট অফলাইনে বিক্রি হত। কিন্তু করোনাকালে কড়াকড়ি বাড়ে। পুরো টিকিট বিক্রির ব্যবস্থা অনলাইন প্রক্রিয়ায় চলে যায়। এ বার ময়দানে ফিরছে সেই পুরনো বটতলার ছবি। ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে।

কখন পাওয়া যাবে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের টিকিট?

মঙ্গলবার সকাল ১১টা থেকে ইডেনের ৪ নং গেটে শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের টিকিট বিক্রি।

টিকিটের দাম কী কী রাখা হয়েছে?

এই ম্যাচের টিকিটের দাম ধার্য করা হয়েছে ৮০০ টাকা, ১৩০০ টাকা, ২০০০ টাকা ও ২৫০০ টাকা। ১৭ ও ১৮ জানুয়ারি অ্যানুয়াল আর লাইফ মেম্বারদের টিকিট দেওয়া হবে। এরই সঙ্গে আগামিকাল থেকে অনলাইনেও টিকিট বিক্রি শুরু হবে।

অফলাইনে কতদিন টিকিট বিক্রি হবে?

অফলাইনে ১৪ থেকে ১৬ তারিখ সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

উল্লেখ্য, সিএবি আগেই সংস্থাগুলোকে জানিয়েছিল, ৮ তারিখের মধ্যে কত সংখ্যক প্রাইস টিকিট কিনবে তা জানাতে। প্রথম ডিভিশন ক্লাবগুলোর জন্য ২৫০ করে টিকিট এবং দ্বিতীয় ডিভিশন ক্লাবগুলোর জন্য ১৯০ করে টিকিট বরাদ্দ ছিল। বাকি আরও সংস্থার জন্য টিকিট কেনার অপশন বরাদ্দ ছিল। তবে ক্লাব বা সংস্থাগুলোর মধ্যে এবার টিকিটের চাহিদা সেভাবে দেখা যায়নি।

Next Article