IND vs ENG 1st T20I Highlight: বড় জয়ে সিরিজ শুরু ভারতের
India vs England 1st T20I Highlight: এজিএস বোলে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

সাউদাম্পটন : তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত-ইংল্য়ান্ড। এজিএস বোলে প্রথম টি ২০তে টসে জিতে ব্য়াটিং নেন রোহিত শর্মা। ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হওয়ার পর বিদেশে প্রথমবার নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। কোভিড আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি রোহিত। আইসোলেশন থেকে বেরিয়ে মাত্র তিন দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন রোহিত। প্রথম ম্যাচেই জয় ৫০ রানের বড় ব্যবধানে। ব্য়াটে বলে নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া। অর্ধশতরানের পর বল হাতে ৪ উইকেটও নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। অভিষেক ম্য়াচেই জোড়া উইকেট। আইপিএলে স্লগ ওভার বিশেষজ্ঞ বলা হয় তাঁকে। এদিন দুটি উইকেটই স্লগ ওভারে। দ্বিতীয় ম্য়াচ বার্মিংহামে। ফিরবেন তারকা ক্রিকেটাররাও।
Key Events
আইপিএলে ধারাবাহিক নজর কেড়েছেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। আয়ারল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে উমরানের। এদিন অর্শদীপের কেরিয়ারে সেই মুহূর্ত এল। মেডেন ওভারে কেরিয়ার শুরু করলেন। স্লগ ওভারে নিলেন ২ উইকেট।
উইকেট কিপিং, ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্ব। এক সঙ্গে এতগুলো দায়িত্ব চাপে ফেলবে! বাটলার অবশ্য জানিয়েছেন, তিনি কোনও চাপ অনুভব করছেন না। যদিও ব্যাট হাতে ০ বাটলার, ম্যাচেও হার।
LIVE Cricket Score & Updates
-
ইংল্য়ান্ড অল আউট
ভারতের ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানে অলআউট ভারত। ৫০ রানের বড় জয়ে সিরিজ শুরু ভারতের।
-
প্রথম আন্তর্জাতিক উইকেট
স্লগ ওভার স্পেশালিস্ট। ১৮ তম ওভারে প্রথম আন্তর্জাতিক উইকেট অর্শদীপ সিংয়ের। রিস টপলিকে ফেরালেন তিনি।
-
-
পাঁচ হবে!
নতুন স্পেলে এসেই চতুর্থ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। ফেরালেন স্যাম কারানকে।
-
এবার জোড়া ধাক্কা চাহালের
একই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে ফেরালেন চাহাল। মইন আলি স্টেপ আউট করেছিলেন। দীনেশ কার্তিক উইকেটের পিছনে কিছুটা এলোমেলো হলেও দ্রুত সামলে নিলেন। মইন অনেকটা এগিয়ে গিয়েছিলেন। স্টাম্প করেন কার্তিক।
-
জুটি ভাঙল
মইন আলি-হ্যারি ব্রুক জুটি ভারতকে চাপে রাখছিল। অবশেষে ৬১ রানের জুটি ভাঙলেন চাহাল।
-
-
১০ ওভার শেষ
ইনিংসের মাঝপথে ইংল্যান্ড ৭২-৪। ১০ ওভারে আরও ১২৭ রান প্রয়োজন তাদের।
-
পাওয়ার প্লে শেষ, হার্দিকের তিন উইকেট
পাওয়ার প্লে-তে ৩২-৩ ইংল্যান্ড। এবং পাওয়ার প্লে-র পর প্রথম বলে ফের উইকেট। এবার জেসন রয়কে ফেরালেন হার্দিক। তিন উইকেট হার্দিকের নামে।
-
জোড়া ধাক্কা
ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন হার্দিক। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে জোড়া উইকেট হার্দিকের।
-
হার্দিক ইন, মালান আউট
পঞ্চম ওভারে আক্রমণে হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ডেলিভারিতেই মালানের উইকেট নেন তিনি।
-
মেডেনে অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে অভিযেক। সামনে ইংল্য়ান্ডের মতো বিধ্বংসী দল। মেডেন ওভার দিয়ে যাত্রা শুরু অভিষেককারী ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের।
-
বাটলারকে ফিরিয়ে বড় সাফল্য
ভুবনেশ্বর কুমার। আরও একটা অনবদ্য প্রথম ওভার। পঞ্চম বলে স্ট্রাইক পেলেন বাটলার। প্রথম বলেই তাঁকে বোল্ড করেন ভুবি।
-
ইংল্যান্ডের ইনিংস শুরু
ক্রিজে জস বাটলার-জেসন রয়ের বিধ্বংসী জুটি। বোলিং ওপেন করছেন ভুবনেশ্বর কুমার।
-
ভারতের ইনিংস শেষ ১৯৮-৮
শেষ ওভারে দীনেশ কার্তিক ঝড় তুলেছিলেন। তবে তিনি আউট হতেই ২০০ পেরতে পারল না ভারত। এই মাঠের পরিসংখ্যান অনুযায়ী, বড় লক্ষ্য ইংল্যান্ডের কাছে।
-
অর্ধশতরান, আউট
অর্ধশতরান করার পরই আউট হয়ে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
-
১৫ ওভার শেষ
১৫ ওভারে ৪ উইকেটে ভারতের স্কোর ১৫৭। ১৫ তম ওভারে হার্দিকের স্টাম্পিং মিস হয়। বাকি ৫ ওভারে ঝড় তুলে ২০০-র লক্ষ্যে ভারত।
-
সূর্য আউট
ক্রিস জর্ডনের বাউন্সারে গ্লাভসে ছোঁয়া। রিভিউ নিয়ে উইকেট পায় ইংল্য়ান্ড। ১৯ বলে ৩৯ রানে ফিরলেন তিনি।
-
১০ ওভারে ১০০ পার
ইনিংসের মাঝপথে ভারত। তিন উইকেট পড়েছে ভারতের। রান রেট ঠিক রেখেছেন। ১০ ওভারে ভারতের স্কোর ১০৫-৩।
-
দীপক আউট
মাত্র ১৭ বলে ৩৩। শর্ট থার্ডম্যানের উপর দিয়ে বাউন্ডারি মারতে .চেয়েছিলেন। টাইমাল মিলসের হাতে ক্যাচ।
-
পাওয়ারফুল পাওয়ার প্লে
রোহিত, ঈশানের উইকেট হারালেও রানের গতি কমেনি ভারতের। পাওয়ার প্লে-তে স্কোর ৬৬-২।
-
ঈষানের হতাশা
রান পেলেন না ঈশান কিযাণ। ১০ বলে মাত্র ৮ রান। মইন আলির বোলিংয়ে সুইপের চেষ্টায় শর্ট থার্ডম্যানে ক্যাচে ফিরলেন ঈশান। ভারত ৪৬-২। ক্রিজে সূর্য।
-
দীপকের আতসবাজি!
আয়ারল্যান্ডে শতরান করেছিলেন। সেই ছন্দই যেন ধরে রেখেছেন। মইন আলির ওভারে জোড়া ছক্কা মারেন দীপক হুডা।
-
অনবদ্য শুরুর পর আউট রোহিত
বেশ কিছু চোখ ধাধানো শট। তৃতীয় ওভারে মইন আলিকে সুইপ শটে পরপর বাউন্ডারি। অফ সাইডের বাইরের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন রোহিত। ১৪ বলে ২৪ রান করেন রোহিত। ভারত ২৯-১। তিন নম্বরে দীপক হুডা।
-
দু প্রান্তেই বাঁ হাতি
স্যাম কারান ইংল্য়ান্ডের হয়ে বোলিং ওপেন করেন। উল্টো প্রান্ত থেকেও বাঁ হাতি পেসার রিস টপলি। রোহিতের খেলার ধরণ দেখে মনে হচ্ছে না, দীর্ঘ বিরতির পর খেলছেন। অধিনায়ক হিসেবে টি ২০ তে হাজার রান রোহিতের।
-
ক্রিজে রোহিত-ঈশান
সিঙ্গল নিয়ে ইনিংস শুরু রোহিতের। দীর্ঘদিন পর ম্যাচ খেলার সুযোগ। বিদেশে অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ, প্রথম বলেই রান।
-
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, ম্যাট পার্কিনসন, রিস টপলি
-
ভারতের একাদশ
রোহিত শর্মা, ঈশান কিষান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
-
টস আপডেট
রোহিত শর্মা টসে জিতে ব্য়াটিং নিলেন। বললেন, ‘আকাশ পরিষ্কার। শুরুতে ব্যাটিং শ্রেয় মনে হল। নতুন প্লেয়ারদের কাছে সুযোগ। অর্শদীপের অভিষেক হচ্ছে। বাকি তরুণ ক্রিকেটাররাও সুযোগ পাবে।’
-
অর্শদীপের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। তাঁকে অভিষেক ক্যাপ পরিয়ে দিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা।

-
প্রথম টি ২০’র জন্য প্রস্তুত এজিএস বোল
ভারত-ইংল্য়ান্ড প্রথম টি ২০ আজ। সাউদাম্পটনের এজিএস বোল-এ ম্যাচ। এখনও অবধি আকাশ পরিষ্কার। চার-ছয়ের বৃষ্টি কতটা হবে, সেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
?Ageas Bowl
The stage is set for the start of our Vitality IT20 series!
??????? #ENGvIND ?? pic.twitter.com/drlOZQaApQ
— England Cricket (@englandcricket) July 7, 2022
Published On - Jul 07,2022 9:30 PM
