IND vs ENG 2nd T20I Highlights: এজবাস্টনেই সিরিজ পকেটে ভরলেন রোহিতরা
India vs England 2nd T20I Live Score: এজবাস্টনে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

বার্মিংহাম: আজ এজবাস্টনে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচ ছিল রোহিত শর্মার ভারতের। রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডের মতো এজবাস্টনেও শেষ হাসি হাসলেন রোহিতরা। এই মুহূর্তে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ জিতে নিয়েছে মেন ইন ব্লুরা। এজবাস্টনেই টেস্টে হেরেছিলেন বুমরারা। তবে সেই মাঠেই টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে ভরল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিলেন জাডেজারা। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২১ রানে অল আউট ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে জিতেছিল ভারত। এ বার দ্বিতীয় ম্যাচে ৪৯ রানের ব্যবধানে জিতল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেন রবীন্দ্র জাডেজা (৪৬*)। ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন ক্রিস জর্ডান। এবং অভিষেক ম্যাচে নামা রিচার্ড গ্লেসন পান ৩টি উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছেন মইন আলি (৩৫)। ভারতের হয়ে ৩টি উইকেট ভুবনেশ্বর কুমাারের। ২টি করে উইকেট জসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের। ১ টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও হর্ষল প্যাটেল।
Key Events
৩ ম্যাচের টি-২০ সিরিজে পরপর দুটো ম্যাচে জিতে সিরিজ পকেটে ভরে ফেলেছেন রোহিত শর্মারা। রবিরাতে এ বার হোয়াইটওয়াশ আটকানোই লক্ষ্য ইংল্যান্ডের।
বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার। ৩ ওভার বল করে ১টি মেডেনসহ ১৫ রান খরচ করে ৩টি উইকেট পেয়েছেন ভুবি।
LIVE Cricket Score & Updates
-
১২১ রানে অল আউট ইংল্যান্ড
- ১৬.৬ ওভারে ম্যাট পার্কিনসনকে সাজঘরে ফেরালেন হর্ষল প্যাটেল।
- এবং একইসঙ্গে ১২১ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড।
- এজবাস্টনে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৯ রানে জয় রোহিতদের।
- ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
- টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিলেন জাডেজারা।
- ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২১ রানে অল আউট ইংল্যান্ড।
-
গ্লেসন আউট
রিচার্ড গ্লেসনের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। নয় নম্বর উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন অভিষেক ম্যাচ খেলতে নামা গ্লেসন।
-
-
১৫ ওভারে ইংল্যান্ড ১০৬/৮
- খেলা বাকি আর ৫ ওভারের
- ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে ইংল্যান্ড
- ম্যাচ জিততে ইংল্যান্ডের এখনও প্রয়োজন ৩০ বলে ৬৫ রান
-
রান আউট ক্রিস
রান আউট হলেন ক্রিস জর্ডান। আট নম্বর উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড।
-
মইন আলি আউট
মইন আলির উইকেট তুলে নিলেন ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২১ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন মইন।
-
-
ভুবির কীর্তি
ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার যিনি পাওয়ার প্লে-তে ৫০০টি ডট বল করেছেন।
-
স্যাম কারান আউট
জসপ্রীত বুমরা ভারতকে এনে দিলেন ছয় নম্বর উইকেট। ৪ বলে ২ রান করে আউট স্যাম কারান। বুমরার দ্বিতীয় শিকার হলেন স্যাম।
-
১০ ওভারে ইংল্যান্ড ৫৯/৫
- প্রথম ১০ ওভারের খেলা শেষ
- শুরুর ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে ইংল্যান্ড।
-
মালানের উইকেট যুজির খাতায়
ডেভিড মালানের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। ২৫ বলে ১৯ রান করে গেলেন মালান।
-
হ্যারি ফিরলেন সাজঘরে
হ্যারি ব্রুকের উইকেট গেল যুজবেন্দ্র চাহালের খাতায়। লং অনে সূর্যকুমার যাদব তালুবন্দি করলেন হ্যারির মারা বল। ৯ বলে ৮ রান করলেন হ্যারি।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ
- প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে ইংল্যান্ড।
- ম্যাচ জিততে ইংল্যান্ডের এখনও চাই ৮৪ বলে ১৩৫ রান।
-
লিভিংস্টোন আউট
জসপ্রীত বুমরা তুলে নিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। ৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন পাওয়ারহিটার লিভিংস্টোন।
-
বাটলার আউট
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ভুবির বলেই গোল্ডেন ডাক হয়ে ফিরেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। আজ, দ্বিতীয় ম্যাচে বাটলার করে গেলেন ৪ রান।
-
জেসন রয় আউট
রান তাড়া করতে এই মাত্র নেমেছিল ইংল্যান্ড। নতুন বল হাতে নিয়েই প্রথম বলেই উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। দারুণ ক্যাচ নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
রান তাড়া করতে নামল ইংল্যান্ড
নতুন বল হাতে এলেন ভুবনেশ্বর কুমার। রান তাড়া করতে নামলেন জেসন রয় ও জস বাটলার।
-
১৭০ রানে থামল ভারত
- নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে ভারত।
- দ্বিতীয় স্পেলে ইংল্যান্ড দাপট দেখালেও, তৃতীয় স্পেলে দুই দলের লড়াই চলল সমান সমান।
- সিরিজে সমতা ফেরাতে হলে ১৭১ রান তুলতে হবে বাটলারদের।
- ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
- অভিষেক ম্যাচ খেলতে নামা রিচার্ড গ্লেসন পেয়েছেন তিনটি উইকেট।
- ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন রবীন্দ্র জাডেজা (৪৬*)।
-
ভুবনেশ্বর আউট
ক্রিস জর্ডানের চতুর্থ শিকার ভুবনেশ্বর কুমার। আট নম্বর উইকেট হারিয়ে ফেলল ভারত। ভুবনেশ্বর কুমার ফিরলেন ২ রান করে।
-
হর্ষল আউট
ক্রিস জর্ডানের ওভারে (১৭তম) ছয় মারার পরেই বলেই (১৬.৬ ওভারে) উইকেট দিয়ে বসলেন হর্ষল প্যাটেল। ৬ বলে ১৩ রান করে গেলেন হর্ষল।
-
রান আউট ডিকে
১৬তম ওভারে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ছন্দে থাকা দীনেশ কার্তিক। ডাইভ করেও সঠিক সময়ে ক্রিজে পৌঁছতে পারেননি কার্তিক।
-
১৫ ওভারে ভারত ১১৫/৫
- খেলা বাকি আর শেষের ৫ ওভারের
- ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১১৫ রান
- শেষ ৫ ওভারে দীনেশ কার্তিকদের আরও ৬০-৭০ রান তুলতেই হবে, তা হলে চাপে থাকবে ইংল্যান্ড
- ক্রিজে দীনেশ কার্তিক ও রবীন্দ্র জাডেজা
-
ভারতের শতরান পূর্ণ
১২.৬ ওভারে টিম ইন্ডিয়ার দলগত শতরান পূর্ণ হল। ডেভিড উইলির ১৩তম ওভারের শেষ বলে চার মেরে ভারতের দলগত শতরান পূর্ণ করতে সাহায্য করলেন রবীন্দ্র জাডেজা।
-
সূর্যকুমারের পর হার্দিককে সাজঘরে ফেরালেন জর্ডান
সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেওয়ার পরের বলেই হার্দিক পান্ডিয়াকে সাজঘরে পাঠালেন ক্রিস জর্ডান। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। ১৫ বলে ১২ রান করে গেলেন হার্দিক।
-
সূর্যকুমার আউট
সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। ১১ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন স্কাই।
-
১০ ওভারে ভারত ৮৬/৩
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- শুরুর ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।
- ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬।
- ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া।
- ইংল্যান্ডের হয়ে এখনও অবধি তিনটি উইকেটই নিয়েছেন অভিষেক ম্যাচে খেলতে নামা রিচার্ড গ্লেসন।
-
পন্থকেও ফেরালেন গ্লেসন
একেই বলে স্বপ্নের অভিষেক। ভারতের বিরুদ্ধে আজ এজবাস্টনে অভিষেক ম্যাচ খেলতে নেমেই পর পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন রিচার্ড গ্লেসন।
-
গ্লেসনের খাতায় কোহলির উইকেটও
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমেই পরপর দুই তাবড় ব্যাটারের উইকেট তুলে নিলেন রিচার্ড গ্লেসন। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়লেন গ্লেসন।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ
- শুরুর ৬ ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত তুলেছে ৬১ রান
- ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি
-
রোহিতের উইকেট হারাল টিম ইন্ডিয়া
রিচার্ড গ্লেসন আজ আজ টি-২০ ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমেই তুলে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ২০ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন হিটম্যান।
-
৩ ওভারে টিম ইন্ডিয়া ৩২/০
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩২ রান।
- টিম ইন্ডিয়ার হয়ে ভালো শুরু রোহিত-ঋষভ জুটির।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার ইনিংস শুরু। প্রথম একাদশে বিরাট কোহলি ফেরায়, মনে করা হচ্ছিল রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনিই। কিন্তু তা হয়নি। ভারতের ইনিংসের সূচনা করতে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
-
দেখে নিন ইংল্যান্ডের প্রথম একাদশ
ইংল্যান্ডের হয়ে আজ অভিষেক রিচার্ড গ্লেসনের
ইংল্যান্ডের প্রথম একাদশ – জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, মইন আলি, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, রিচার্ড গ্লেসন, স্যাম কারান, ডেভিড উইলি, ক্রিস জর্ডন, ম্যাথু পার্কিনসন।
-
রিচার্ড গ্লেসনের অভিষেক
আজ ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে নামছেন রিচার্ড গ্লেসন।
From ? to ?@liaml4893 presented @RicGleeson his England Men's IT20 cap! ?
??????? #ENGvIND ?? | @lancscricket pic.twitter.com/g3DCt281ul
— England Cricket (@englandcricket) July 9, 2022
-
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
বাদ পড়লেন ঈশান-দীপকরা.. ফিরলেন বিরাট-ঋষভরা
ভারতের প্রথম একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা।
-
টস আপডেট
টসে জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টসে জিতে শুরুতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠালেন বাটলার।
-
সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে ভারত
বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। ফলে এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে মেন ইন ব্লু।
Hello from Birmingham for the second #ENGvIND T20I ?#TeamIndia pic.twitter.com/koDOMOpZKi
— BCCI (@BCCI) July 9, 2022
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও ইংল্যান্ড মোট ২০ বার মুখোমুখি হয়েছে ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তার মধ্যে ভারত জিতেছে ১১ বার এবং ইংল্যান্ড জিতেছে ৯ বার।
Published On - Jul 09,2022 6:00 PM
