AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: নয়ে জয়, ইংরেজদের এজবাস্টন দুর্গ ভাঙল শুভমনের ভারত

India Vs England 2nd Test: এর আগে এজবাস্টনে ৮টি টেস্ট খেলেছিল ভারত। এর মধ্যে ৭ ম্যাচেই হার। একটি ড্র হয়েছিল। অবশেষে নবম সাক্ষাতে জয়। আকাশ দীপের ছয় উইকেট, ম্যাচে সব মিলিয়ে ১০। শুভমনের ক্যাপ্টেন্স ইনিংস। শেষ ক্যাচটিও ক্যাপ্টেন শুভমন গিলের হাতেই।

IND vs ENG: নয়ে জয়, ইংরেজদের এজবাস্টন দুর্গ ভাঙল শুভমনের ভারত
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 06, 2025 | 10:30 PM

নয়ে জয়। ঠিক যেন গাব্বার মতো গর্বের একটা অনুভূতি। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে গাব্বা টেস্ট কে ভুলতে পারে। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে দুর্গ ভেঙেছিলেন রাহানে। সিরিজও জিতেছিল ভারত। সেই জয়ের নায়ক ছিলেন শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজরা। এ বারও তাঁরা রয়েছেন। মাঠ আলাদা। অনুভূতিটা যেন একইরকম। এর আগে এজবাস্টনে ৮টি টেস্ট খেলেছিল ভারত। এর মধ্যে ৭ ম্যাচেই হার। একটি ড্র হয়েছিল। অবশেষে নবম সাক্ষাতে জয়। আকাশ দীপের ছয় উইকেট, ম্যাচে সব মিলিয়ে ১০। শুভমনের ক্যাপ্টেন্স ইনিংস। শেষ ক্যাচটিও ক্যাপ্টেন শুভমন গিলের হাতেই।

অনেক ক্যাপ্টেন চেষ্টা করেছেন। কিন্তু জয়ের স্বাদ পাননি এই মাঠে। অবশেষে সামনে থেকে নেতৃত্ব দিলেন, জয়ের ইতিহাসও গড়লেন শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে হার। অবশেষে জয়ের শুভ-মহরৎ। তাও আবার এমন মাঠে, যেখানে কোনও দিন টেস্টে জয়ের স্বাদ পায়নি ভারত।

প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১। ক্যাপ্টেনের ইনিংস শুভমন গিলের। দ্বিতীয় ইনিংসে আকাশ দীপের পাশাপাশি বোলিংয়ে টিম গেম। এজবাস্টনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও গড়ল ভারত। দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল। লর্ডসে তৃতীয় টেস্ট। সেখানে ফিরবেন বুমরাও। সঙ্গে আকাশ দীপ ও সিরাজ থাকছেন। সিরিজ যে জমে উঠল, বলাই যায়।