IND vs ENG 4th Test Day 4 Highlights: ওভাল টেস্টের শেষ দিনে রুটদের জয়ের জন্য প্রয়োজন ২৯১ রান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 05, 2021 | 11:27 PM

India vs England 4th Test Day 4 Live Score: ওভালে চতুর্থ টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 4th Test Day 4 Highlights: ওভাল টেস্টের শেষ দিনে রুটদের জয়ের জন্য প্রয়োজন ২৯১ রান
ইংল্যান্ডের ওপেনিং জুটি (সৌজন্যে-টুইটার)

Follow Us

ওভালে (Oval) চতুর্থ টেস্টের (4th Test) চতুর্থ দিনে (4th day) মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন টসে জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠান রুট। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম ইনিংসে রুটব্রিগেড থামে ২৯০ রানে। রোহিত-পূজারা-শার্দূলদের ব্যাটে ভর করে ৪৬৬ রানে থামল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। ওভাল টেস্টে জয়ের জন্য রুটদের প্রয়োজন ছিল ৩৬৮ রান। যার মধ্যে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না খুইয়ে ইংল্যান্ডের ওপেনিং জুটি তুলেছে ৭৭ রান। ক্রিজে রয়েছেন ররি বার্নস (৩১*) ও হাসিব হামিদ (৪৩*)। ওপেনিং জুটির ফলে এখন ওভাল টেস্টের শেষ দিনে ২৯১ রান করতে হবে রুটব্রিগেডকে। ইংল্যান্ডের সামনে টার্গেট ঝুলিয়ে দিয়েই থামলে চলবে না। এ বার বোলারদের ভারতকে ম্যাচে ফেরানোর পালা।

এক নজরে ভারতের দ্বিতীয় ইনিংস: ওভাল টেস্টের তৃতীয় দিন বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেন রোহিত শর্মা। ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলেন হিটম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন চেতেশ্বর পূজারা (৬১)। শুরুর দিকে ভালো খেলেও রোহিতের সঙ্গে বড় রানের ইনিংস গড়তে পারেননি ভারতীয় ওপেনার কেএল রাহুল (৪৬)। ওভাল টেস্টের চতুর্থ দিন হাফ সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি (৪৪)। সিরিজে ফের ব্যাট হাতে ব্যর্থ আজিঙ্কা রাহানে। ক্রিস ওকস শূন্য রানে ফেরান বিরাটের ডেপুটিকে। ভারতীয় তারকা অল রাউন্ডারের উইকেটও তুলে নেন ক্রিস ওকস। ১৭ রান করে থেমে যান জাড্ডু। বিরাট-রাহানেরা ফিরে যাওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুর। পন্থ-শার্দূল জুটি ভারতকে ৩০০ রানের বেশি লিডে পৌঁছে দেয়। শার্দূল-পন্থ জমাট জুটিকে ভাঙেন ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট। শার্দূল ঠাকুর ৬০ রান করে মাঠ ছাড়েন। হাফসেঞ্চুরি করে থামেন পন্থ। শেষে ভারতের সিনিয়র বোলার উমেশ যাদব করেন ২৫ রান। জসপ্রীত বুমরার ব্যাট থেকেও এসেছে ২৪ রান। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৩ রানে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Sep 2021 11:22 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৭৭। ওভাল টেস্টের শেষ দিনে ২৯১ রান করতে হবে রুটব্রিগেডকে।

  • 05 Sep 2021 11:12 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৬৭/০

    চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার।


  • 05 Sep 2021 10:52 PM (IST)

    ২৫ ওভারে ইংল্যান্ড ৫৯/০

    এখনও উইকেটের খোঁজে ভারত।

  • 05 Sep 2021 10:33 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান

    কোনও উইকেট না হারিয়ে ররি বার্নস ও হাসিব হামিদ ইংল্যান্ডের স্কোর বোর্ডে ৫০ রান তুলে দিয়েছেন।

  • 05 Sep 2021 10:30 PM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ড ৪৯/০

    উইকেটের খোঁজে ভারত। রুটদের ওপর চাপ তৈরি করতে হলে শেষ বেলায় উইকেট নিতেই হবে কোহলিদের।

  • 05 Sep 2021 10:09 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ড ৩৭/০

    ভালো শুরু ইংল্যান্ডের ওপেনিং জুটির। প্রথম ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৩৭ রান।

  • 05 Sep 2021 09:05 PM (IST)

    রুটদের বিরুদ্ধে ফিল্ডিংয়ে নেই রোহিত-পূজারা

    ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে নামলেন না রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। বিসিসিআইয়ের তরফ থেকে এই খবর জানানো হয়েছে

  • 05 Sep 2021 09:03 PM (IST)

    ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ররি বার্নস ও হাসিব হামিদ

  • 05 Sep 2021 08:55 PM (IST)

    অল আউট ভারত

    ৪৬৬ রানে থামল বিরাটদের দ্বিতীয় ইনিংস। ওভাল টেস্টে জয়ের জন্য জো রুটদের জন্য প্রয়োজন ৩৬৮ রান

  • 05 Sep 2021 08:41 PM (IST)

    বুমরা আউট

    ২৪ রানে আউট হলেন জসপ্রীত বুমরা। নবম উইকেট হারাল ভারত

  • 05 Sep 2021 08:34 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    চা বিরতির পর মাঠে ফিরলেন উমেশ যাদব ও জসপ্রীত বুমরা

  • 05 Sep 2021 08:11 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ৮ উইকেটে ৪৪৫। দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে ১১৬ রান তুলেছে ভারত। এই মুহূর্তে ৩৪৬ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 05 Sep 2021 07:56 PM (IST)

    ১৪০ ওভারে ভারত ৪৩২/৮

    ৮ উইকেট হারিয়ে এগোচ্ছে ভারত

  • 05 Sep 2021 07:49 PM (IST)

    পন্থ আউট

    হাফসেঞ্চুরির পর মইন আলির বলে আউট হলেন ঋষভ পন্থ। মইন আলির হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন পন্থ।

  • 05 Sep 2021 07:46 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    শার্দূল ঠাকুরের পর ওভালে ভারতের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ

  • 05 Sep 2021 07:44 PM (IST)

    ১০০ রানের পার্টনারশিপ পন্থ-শার্দূলের

  • 05 Sep 2021 07:42 PM (IST)

    শার্দূল আউট

    ৬০ রান করে আউট হলেন শার্দূল ঠাকুর। অধিনায়ক রুট বল হাতে নিয়ে ফেরালেন শার্দূলকে

  • 05 Sep 2021 07:35 PM (IST)

    ১৩৫ ওভারে ভারত ৪০৫/৬

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ-শার্দূল। ৩০৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

  • 05 Sep 2021 07:33 PM (IST)

    ৩০০ রানের লিড ভারতের

    শার্দূল-পন্থের সৌজন্যে টিম ইন্ডিয়া ৩০০ রানের লিড নিয়ে নিল।

  • 05 Sep 2021 07:30 PM (IST)

    শার্দূলের হাফসেঞ্চুরি

    ওভাল টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শার্দূল ঠাকুর হাফসেঞ্চুরি করলেন।

  • 05 Sep 2021 07:07 PM (IST)

    ১৩০ ওভারে ভারত ৩৭৫/৬

    ওভালে পন্থ-শার্দূলের লড়াই জারি। ৬৩ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে এই জুটির।

  • 05 Sep 2021 06:42 PM (IST)

    ১২৫ ওভারে ভারত ৩৬৩/৬

    রুটদের চাপে ফেলতে হলে পন্থ-শার্দূল জুটিকেই ভারতকে টেনে নিয়ে যেতে হবে।

  • 05 Sep 2021 06:38 PM (IST)

    পন্থ-শার্দূলের ৫০ রানের পার্টনারশিপ

    ওভালে ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুর ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন

  • 05 Sep 2021 06:22 PM (IST)

    ১২০ ওভারে ভারত ৩৪৪/৬

    লাঞ্চ বিরতির পর এগিয়ে চলেছে খেলা।

  • 05 Sep 2021 06:14 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুর।

  • 05 Sep 2021 05:32 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ৩২৯। ২৩০ রানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত।

  • 05 Sep 2021 05:21 PM (IST)

    ১১৫ ওভারে ভারত ৩১৫/৬

    ক্রিজে ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুর।

  • 05 Sep 2021 05:04 PM (IST)

    কোহলি আউট

    মইন আলির বলে আউট হলেন ভারত অধিনায়ক। ৪৪ রান করে সাজঘরে ফিরলেন বিরাট

  • 05 Sep 2021 04:59 PM (IST)

    ১১০ ওভারে ভারত ৩০৫/৫

    চতুর্থ দিন শুরুতেই দুই খুইয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

  • 05 Sep 2021 04:52 PM (IST)

    ৩০০ রান পূর্ণ টিম ইন্ডিয়ার

    স্কোরবোর্ডে ৩০০ রান তুলল ভারতীয় দল। ক্রিজে ঋষভ পন্থ ও বিরাট কোহলি

  • 05 Sep 2021 04:51 PM (IST)

    ২০০ রানের লিড ভারতের

    ১০৮.১ ওভারে ২০০ রানের লিড নিল ভারত

  • 05 Sep 2021 04:41 PM (IST)

    ২০৫ ওভারে ভারত ২৯৮/৫

    রুটদের চাপের ফেলতে হলে প্রথম সেশনে আর উইকেট হারানো চলবে না টিম ইন্ডিয়ার। প্রথম সেশনে ইতিমধ্যেই দুটি উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

  • 05 Sep 2021 04:30 PM (IST)

    রাহানে আউট

    কোনও রান না করেই ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক

  • 05 Sep 2021 04:20 PM (IST)

    জাডেজা আউট

    ১৭ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হলেন রবীন্দ্র জাডেজা। ডিআরএস নিয়েও রক্ষা পেলেন না জাড্ডু

  • 05 Sep 2021 04:09 PM (IST)

    ১০০ ওভারে ভারত ২৯১/৩

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-জাডেজা

  • 05 Sep 2021 03:45 PM (IST)

    ৯৫ ওভারে ভারত ২৭৭/৩

    লক্ষ্য প্রথম সেশনে উইকেট না খুইয়ে এগিয়ে চলা। ৯৫ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৭

  • 05 Sep 2021 03:31 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা

  • 05 Sep 2021 03:23 PM (IST)

    আর কিছুক্ষণের অপেক্ষা, শুরু হতে চলেছে চতুর্থ দিনের খেলা

  • 05 Sep 2021 03:00 PM (IST)

    দেখুন তৃতীয় দিনের হাইলাইটস

    ওভালে রোহিত শর্মার সেঞ্চুরি। হিটম্যানের সেঞ্চুরি বড় রানের ভীত গড়ে দিয়েছে টিম ইন্ডিয়ার।

  • 05 Sep 2021 02:45 PM (IST)

    নজর রাখুন আজকের ম্যাচের সময়সূচিতে

    খারাপ আলোর কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল। যার ফলে আজ, অর্থাৎ চতুর্থ দিনের খেলায় আধ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে