India vs England 2021: দ্রাবিড়ের ‘দেওয়াল’ ভাঙলেন হিটম্যান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 05, 2021 | 2:55 PM

ইংল্যান্ডের মাটিতে ৯টা সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বিলেতের ২২ গজে ৮টা সেঞ্চুরি ছিল রাহুল দ্রাবিড়ের।

India vs England 2021: দ্রাবিড়ের দেওয়াল ভাঙলেন হিটম্যান
India vs England 2021: দ্রাবিড়ের 'দেওয়াল' ভাঙলেন হিটম্যান

Follow Us

লন্ডন: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড (Record) ভাঙলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গতকাল ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চতুর্থ টেস্টে (4th Test) শতরান (Century) করার পরই মিস্টার ডিপেন্ডবলের রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান। কেরিয়ারে প্রথম বার বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন রোহিত। এর সঙ্গেই দ্রাবিড়ের নজির ভেঙে দেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে ৯টা সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বিলেতের ২২ গজে ৮টা সেঞ্চুরি ছিল রাহুল দ্রাবিড়ের। উল্লেখযোগ্য বিষয়, ইংল্যান্ডের মাঠে রোহিতের শেষ আটটা সেঞ্চুরি এসেছে ২০১৮ সালের পর। সফরকারী দেশের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে ডনের ঝুলিতে। তবে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার পাশাপাশি আরও একটি নজির গড়েন হিটম্যান। এই প্রথম কোনও ক্রিকেটার যিনি ইংল্যান্ডে সব ধরণের ফরম্যাটেই সেঞ্চুরি পেলেন। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে ভারতীয় ওপেনারের। একই সঙ্গে টেস্টে ৩ হাজার রানও পূর্ণ করেন রোহিত শর্মা।

দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা-চেতেশ্বর পূজারা জুটিতে ওঠে ১৫৩ রান। রোহিত-পূজারা জুটির গড়ে দেওয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতীয় দল। ১২৭ রানে আউট হন রোহিত শর্মা। চেতেশ্বর পূজারা করেন ৬১ রান। বিরাট কোহলি ক্রিজে আছেন। ১৭১ রানে এগিয়ে আছে ভারত। ৩০০-র উপর লিড নেওয়াই প্রাথমিক লক্ষ্য টিম ইন্ডিয়ার। চতুর্থ দিন অন্তত চা বিরতি পর্যন্ত খেলতে চান বিরাটরা। ইংল্যান্ডের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দিলে রুটরা যে বিপদে পড়বেন তা ভালোই জানে ভারতীয় দল।

আরও পড়ুন: IND vs ENG 4th Test Day 4 Live: ওভালে আজ বড় পরীক্ষা বিরাটব্রিগেডের

Next Article