IND vs ENG 4th Test Day 5 Highlights: ওভাল টেস্ট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2021 | 10:23 PM

India vs England 4th Test Day 5 Live Score: ওভালে চতুর্থ টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 4th Test Day 5 Highlights: ওভাল টেস্ট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
রুটদের ওভালে হারানোর পথে কোহলিরা (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

ওভালে (Oval) চতুর্থ টেস্টের (4th Test) পঞ্চম দিনে (5th day) মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন টসে জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠান রুট। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। অন্যদিকে প্রথম ইনিংসে রুটব্রিগেড থামে ২৯০ রানে। রোহিত-পূজারা-শার্দূলদের ব্যাটে ভর করে ৪৬৬ রানে থামে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ২১০ রানে থেমে যান রুটরা। ১৫৭ রানে ওভাল টেস্ট জিতে নিল কোহলির ভারত।

একনজরে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস: ইংল্যান্ডের ওপেনিং জুটিতে মিলে ১০০ রান তুলে দেয় স্কোরবোর্ডে। হাফসেঞ্চুরির পরই শার্দূল ঠাকুরের বলে আউট হন ইংলিশ ওপেনার ররি বার্নস। বার্নসের পর ক্রিজে আসেন দাভিদ মালান। প্রথম ইনিংসে ৩১ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। রবীন্দ্র জাডেজা ফেরান হাসিব হামিদকে। ওলি পোপের উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে ১০০তম উইকেট নেওয়ার নজির গড়েন জশপ্রীত বুমরা। ২ রান করে সাজঘরে ফেরেন পোপ। তারপরই জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন বুমরা। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপরই মইন আলিকে ফেরান জাড্ডু। শূন্য রানে আউট হন মইন আলি। তারপরই সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংল্যান্ড। বিপক্ষের ক্যাপ্টেন রুটকে ৩৬ রানেই উপড়ে ফেলেন শার্দূল ঠাকুর। চা বিরতির আগে ঠিক শেষ বলে ক্রিস ওকসকে আউট করেন উমেশ যাদব। ১৮ রান করে সাজঘরে ফেরেন ওকস। ১০ রান করে আউট হন ক্রেইগ ওভার্টন। শেষ উইকেটটি তুলে নেন উমেশ যাদব।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Sep 2021 09:40 PM (IST)

    প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার

    প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পেলেন রোহিত শর্মা।

  • 06 Sep 2021 09:08 PM (IST)

    ওভাল টেস্টে জয় কোহলিদের

    শেষ উইকেট হারাল ইংল্যান্ড। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।


  • 06 Sep 2021 08:53 PM (IST)

    ওভার্টন আউট

    ১০ রান করে আউট ওভার্টন

  • 06 Sep 2021 08:45 PM (IST)

    ইংল্যান্ডের ২০০ রান

    ৮৬.৬ ওভারে ইংল্যান্ড দলগত দুশো রান পূর্ণ করল

  • 06 Sep 2021 08:33 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    ক্রিজে ক্রেইগ ওভার্টন ও ওলি রবিনসন।

  • 06 Sep 2021 08:13 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৯৩। বিরাটদের জয়ের জন্য প্রয়োজন আর দুটি উইকেট।

  • 06 Sep 2021 08:11 PM (IST)

    ক্রিস ওকস আউট

    ১৮ রান করে আউট হলেন ক্রিস ওকস। উমেশ যাদবের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ওকস।

  • 06 Sep 2021 07:49 PM (IST)

    রুট আউট

    ৩৬ রান করে সাজঘরে ফিরলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। জয়ের আরও কাছে পৌঁছে গেল টিম ইন্ডিয়া

  • 06 Sep 2021 07:48 PM (IST)

    ৮০ ওভারে ইংল্যান্ড ১৮২/৬

    ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ১৮৬ রান

  • 06 Sep 2021 07:27 PM (IST)

    ৭৫ ওভারে ইংল্যান্ড ১৬০/৬

    ক্রিজে জো রুট ও ক্রিস ওকস।

  • 06 Sep 2021 07:00 PM (IST)

    ৭০ ওভারে ইংল্যান্ড ১৪৯/৬

    ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ইংল্যান্ড। ভারতের জয়ের জন্য প্রয়োজন আর ৪টি উইকেট। ২১৯ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড

  • 06 Sep 2021 06:55 PM (IST)

    মইন আলি আউট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন মইন আলি

  • 06 Sep 2021 06:46 PM (IST)

    বেয়ারস্টো আউট

    ওলি পোপের পর বুমরার শিকার জনি বেয়ারস্টো

     

  • 06 Sep 2021 06:38 PM (IST)

    ৬৫ ওভারে ইংল্যান্ড ১৪৬/৪

    ক্রিজে রয়েছেন জো রুট ও জনি বেয়ারস্টো

  • 06 Sep 2021 06:38 PM (IST)

    বুমরার শততম টেস্ট উইকেট

    ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ওলি পোপকে আউট করে টেস্ট কেরিয়ারে শততম উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা।

  • 06 Sep 2021 06:36 PM (IST)

    ওলি পোপ আউট

    জসপ্রীত বুমরার বলে আউট হলেন ওলি পোপ। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 06 Sep 2021 06:23 PM (IST)

    হামিদ আউট

    হাসিব হামিদকে আউট করলেন রবীন্দ্র জাডেজা। ৬৩ রান করে আউট হলেন ইংলিশ ওপেনার

  • 06 Sep 2021 06:14 PM (IST)

    ৬০ ওভারে ইংল্যান্ড ১৩৬/২

    লাঞ্চ বিরতির পর এগিয়ে চলেছে ওভাল টেস্টের শেষ দিনের খেলা

  • 06 Sep 2021 06:13 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর খেলা শুরু হল। ক্রিজে জো রুট ও হাসিব হামিদ

  • 06 Sep 2021 05:37 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩১। রুটদের ওভাল টেস্টে জয়ের জন্য প্রয়োজন ২৩৭ রান। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৮ উইকেট।

  • 06 Sep 2021 05:15 PM (IST)

    ৫৫ ওভারে ইংল্যান্ড ১২৩/২

    প্রথম সেশনে আপাতত ২ উইকেট তুলে নিয়েছে ভারত। তাড়াতাড়ি উইকেট পেলেই ম্যাচের রাশ হাতে রাখতে পারবে ভারত।

  • 06 Sep 2021 05:14 PM (IST)

    রান আউট মালান

    ৫ রান করে সাজঘরে ফিরে গেলেন দাভিদ মালান।

  • 06 Sep 2021 04:53 PM (IST)

    ৫০ ওভারে ইংল্যান্ড ১১৯/১

    শতরানের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে জো রুটের ইংল্যান্ড। হামিদকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেওয়া চলবে না।

  • 06 Sep 2021 04:24 PM (IST)

    বার্নসকে ফেরানোর জন্য শার্দূলকে কী বললেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার?

  • 06 Sep 2021 04:11 PM (IST)

    ররি বার্নস আউট

    শার্দূল ঠাকুরের বলে আউট হলেন ররি বার্নস। ৫০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ইংলিশ ওপেনার।

  • 06 Sep 2021 03:31 PM (IST)

    পঞ্চম দিনের খেলা শুরু

    ক্রিজে ররি বার্নস ও হাসিব হামিদ

  • 06 Sep 2021 03:24 PM (IST)

    ওভাল টেস্টের ফয়সলার দিন

  • 06 Sep 2021 03:02 PM (IST)

    চতুর্থ দিনের হাইলাইটস, দেখুন ভিডিও

    ওভাল টেস্টের চতুর্থ দিন ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুরের মারমুখী ব্যাটে ভর করে বড় টার্গেট ছুড়ে দিতে পেরেছে ভারত।

  • 06 Sep 2021 02:44 PM (IST)

    চতুর্থ টেস্টের শেষ মুহূর্তের টিম টক

    আজ রুটদের আটকাতেই হবে টিম ইন্ডিয়াকে। শুরু থেকেই ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করতে হবে উমেশদের