India vs England 2021: আউট হয়ে ড্রেসিংরুমের দেওয়ালে মারলেন কোহলি, দেখুন ভিডিও

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 06, 2021 | 10:21 AM

টেলিভিশন ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

India vs England 2021: আউট হয়ে ড্রেসিংরুমের দেওয়ালে মারলেন কোহলি, দেখুন ভিডিও
India vs England 2021: আউট হয়ে ড্রেসিংরুমের দেওয়ালে মারলেন কোহলি (সৌজন্যে-টুইটার)

Follow Us

লন্ডন: ওভাল টেস্টের (Oval Test) চতুর্থ দিন (4th Test) হাফসেঞ্চুরি (Half Century) হাতছাড়া করে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ব্যাটে সেঞ্চুরির (Century) দেখা তো নেই, পাশাপাশি বড় রানও পাচ্ছেন না ভিকে। যার জেরে মইন আলির বলে আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরলেন কোহলি, সেখানেই তাঁর রাগের বহিঃপ্রকাশ ঘটল।

এই নিয়ে ৬৫২ দিন বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা চলছে। ওভালে ১১০.৫ ওভারে মইন আলির বল খেলার জন্য পা বাড়িয়েছিলেন, আর তাতেই বিরাটের ব্যাটের কানায় বল লেগে ক্রেইগ ওভার্টনের হাতের মুঠোয় চলে যায়। সহজ ক্যাচ দিয়ে সজঘরে ফিরতে হচ্ছে, সেই পরিস্থিতিতে ক্রিজেই হতাশ দেখাচ্ছিল ক্যাপ্টেন কোহলিকে। হতাশ কোহলি ড্রেসিংরুমে পৌঁছেই দেওয়ালে নিজের হাত দিয়ে জোরে (ঘুসির মতো করে) মারেন। টেলিভিশন ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজে এর আগে লর্ডস টেস্টে (Lord’s Test) ২০ রান করে স্যাম কারানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তারপরই ড্রেসিংরুমে ঢুকে নিজের তোয়ালে রাগে ছুড়ে ফেলেন বিরাট। টেলিভিশন ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছিল। সিরিজের শেষ টেস্টে বিরাটের ব্যাট থেকে কি আসবে সেঞ্চুরি? অপেক্ষায় বিরাট ও তাঁর অনুগামীরা।

আরও পড়ুন: IND vs ENG 4th Test Day 4 Highlights: ওভাল টেস্টের শেষ দিনে রুটদের জয়ের জন্য প্রয়োজন ২৯১ রান

Next Article