ওভালঃ প্রথম দিনই ১৩ উইকেট পড়ল ওভালে। লিডসে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতা চলল ওভালেও। এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ওকসের দাপটে ভারতের প্রথম ইনিংস শেষ মাত্র ১৯১ রানে। জবাবে রুটদের হারিয়ে চাপে ইংল্যান্ডও।
এদিন ভারতীয় দলে ২টি পরিবর্তন। দুই পেসার মহম্মদ সামি ও ইশান্ত শর্মাকে বিশ্রাম দিয়ে প্রথম একাদশে জায়গা দেওয়া হয় শার্দূল ঠাকুর ও উমেশ যাদবকে। অশ্বিনের এদিনও খুলল না প্রথম একাদশের দরজা। চলতি টেস্ট সিরিজে ভারতের সমস্যার জায়গা টপঅর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা। অথচ সেখানে কোনও পরিবর্তনের পথে হাঁটলেনই না বিরাট কোহলি। ওভালে টসে হেরে ব্যাটিং শুরু হতেই শুরু বিপর্যয়। শুরুটা ভাল করলেও ওকসের বলে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন রোহিত শর্মা। ১১ রানে আউট হিটম্যান। ১৭ রানে আউট রাহুলও। এরপরেই শুরু ভারতের ব্যাটিং ব্যর্থতা। ব্যতিক্রম বিরাট কোহলি।
একে একে পূজারা, রাহানেরা আউট হচ্ছেন। আর দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন ভারত অধিনায়ক। জাদেজাকে এদিন ব্যাটিং অর্ডারে উপরে আনা হলেও সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ১০ রানেই আউট জাদেজা। ওকস-রবিনসন জুটি যখন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন তখন একদিকে ধরে রেখেছেন ক্যাপ্টেন কোহলি। হাফ সেঞ্চুরিও করেন। আর তারপরেই বিপত্তি। রবিনসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে বিরাট। এরপর ওভাল দেখল শার্দূলের ব্যাটিং দাপট।
লর্ডসে ব্যাট হাতে মারকাটারি পারফরম্যান্স ছিল মহম্মদ সামির। তাঁকেও যেন এদিন ব্যাট হাতে ছাপিয়ে গেলেন পেসার শার্দূল ঠাকুর। মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি করেন শার্দূল। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় দ্রুততম টেস্ট অর্ধশতরান করে কীর্তি গড়লেন শার্দূল। শার্দূলের আগে রয়েছেন কিংবদন্তী কপিলদেব। টেস্টে তিনি ৩০ বলে অর্ধশতরান করার নজির গড়েছিলেন। শার্দূলের এদিন ব্যাটিং ঝড় ছিল দেখার মত। ওকস, অ্যান্ডারসনদের দাপটে যখন কুঁকড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার তাবড় ব্যাটসম্যানরা, সেখানে পাল্টা চ্যালেঞ্জ যেন ছুঁড়ে দিলেন শার্দূল। অবশেষে ৩৬ বলে ৫৭ রান করেন তিনি। ইনিংসে রয়েছে ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডাারি। শার্দূলের লড়াইয়ে ভর করে অবশেষে ১৯১ রানে পৌঁছায় ভারতের ইনিংস। শার্দূল ছাড়া অবশ্য বাকি টেলএন্ডাররাও ব্যাট হাতে চরম ব্যর্থ। ৪ উইকেট ওকসের। ৩ উইকেট রবিনসনের।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে পাল্টা আঘাত হানলেন বুমরাহ। বুমরাহর বিষাক্ত স্পেলে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। বার্নস ও হামিদকে পরপর হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে য়খন দল বেকায়দায় তখনই রুখে দাঁড়ায় রুট ও মালান জুটি। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা বুমরাহ-উমেশদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। উমেশ যাদবের বলে বোল্ড রুট। ২১ রানে আউট ইংল্যান্ড অধিনায়ক।
ওভাল হল জো রুটের ঘরের মাঠ। স্বপ্ন ছিল ঘরের মাঠে সেঞ্চুরি। তবে ছন্দে থাকা রুটকে ফিিরিয়ে দিনের শেষে ফের লড়াইয়ে ফিরল ভারত। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৩। তবে প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে ভারত দিনের শেষে তুলে নেওয়ায় ক্রিকেট মহলের একাংশ বলতে শুরু করেছে, টেস্টের চাকা হঠাৎই ঘুরে গিয়েছে ভারতের দিকে। ওভালের দ্বিতীয় দিনের শুরুটা যে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখেনা। প্রাক্তন ক্রিকেটারদের দাবি, দ্বিতীয় দিনের প্রথম সেশনে যদি ভারতীয় বোলাররা ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিতে পারেন, তবে এই টেস্টে শেষ হাসি হাসতেই পারেন ক্যাপ্টেন কোহলি।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৩। ভারত প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট
২১ রানে রুটকে বোল্ড করলেেন উমেশ যাদব
ওপেনিং জুটির ব্যর্থতা কাটিয়ে ইংল্যান্ডের ইনিংসকেে টানছে মালান-রুট জুটি। ইংল্যান্ড টপকাল ৫০ রান। এখন ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫১
পরপর দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে চাপ বাড়ালেন বুমরাহ। ৫ রানে আউট বার্নস। শূন্য রানে আউট হামিদ। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১।
ওপেনিং জুটিতে বার্নস ও হামিদ।
৫৭ রান করেন শার্দূল। ৪ উইকেট ওকসের।৩ উইকেট রবিনসনের।
ভারতের প্রথম ইনিংস শেষ ১৯১ রানে
দুরন্ত হাফ সেঞ্চুরি টেলএন্ডার শার্দুল ঠাকুরের। ৩১ বলে হাফ সেঞ্চুরি ভারতীয় পেসারের। ৩টি ওভারবাউন্ডারি ও ৬টি বাউন্ডারি রয়েছে ইনিংসে।
৯ রানে আউট ঋষভ পন্থ। ওকসের বলে আউট ঋষভ।
এখন চা বিরতি। চাপে ভারত। দেড়শো রানেরও গন্ডি টপকায়নি ভারত। তার মধ্যে ৬ উইকেটের পতন. ৫০ রান করে আউট বিরাট। ক্রিজে এখন ঋষভ পন্থ ও শার্দূল ঠাকুর
১৪ রানে আউট রাহানে। ওভার্টনের বলে আউট রাহানে। ব্যাটিং ব্যর্থা চলছেই রাহানের। ভারতের স্কোর ৬ উইকেটে ১১৭
৫০ রান করে আউট বিরাট কোহলি। রবিনসনের বলে আউট বিরাট। ভারতের স্কোর ৫ উইকেটে ১০৫
৪ উইকেট হারিয়ে অবশেষে ১০০ রান করল ভারত। ক্রিজে বিরাট ও রাহানে
১০ রানে আউট রবীন্দ্র জাদেজা।ওকসের বলে রুটের হাতে ক্য়াচ দিয়ে আউট জাদেজা। ক্রিজে এলেন রাহানে
লাঞ্চের পর এখন ভারতের স্কোর ৩ উইকেটে ৬৯। ২৩ রানে অপরাজিত বিরাট। ১০ রানে অপরাজিত জাদেজা
প্রথম দিনের প্রথম সেশন শেষ। লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৩ উইকেটে ৫৪।১৮ রানে অপরাজিত বিরাট। ২রানে অপরাজিত জাদেজা
শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া। অবশেষে ৫০ রান অতিক্রান্ত ভারতের। ৩ উইকেটে ৫৪ রান ভারতের। ক্রিজে বিরাট ও জাদেজা
আরও বিপাকে ভারত। তৃতীয় উইকেটের পতন অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে আউট পূজারা।৩১ বলে ৪ রান করে আউট পূজারা
বড় রানের জন্য ভারত এখন তাকিয়ে পূজারা-কোহলি জুটির দিকে। এখন ভারতের স্কোর ২ উইকেটে ৩২।
আউট কেএল রাহুল। ১৭ রানে রবিসনের বলে এলবিডব্লুউ রাহুল। ভারতের স্কোর ২ উইকেটে ২৮। ক্রিজে এলেন বিরাট কোহলি।
প্রথম উইকেটের পতন। ভারতের স্কোর ১ উইকেটে ২৮। ক্রিজে এলেন চেতেশ্বর পূজারা
ওকসরে বলে ১১ রানে আউট রোহিত শর্মা। ওকসের বলে খোঁচা দিলেন রোহিত। ক্যাচ বেয়ারস্টোর।
ভারতের স্কোর বিনা উইকেটে ২৮। এখনও চাপ তৈরি করতে পারেননি অ্যান্ডারসনরা
বিশ্রামে সামি-ইশান্ত। দলে শার্দূল ও উমেশ
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের