IND vs ENG 4th Test Day 2 HIGHLIGHTS: লড়াই জারি ভারতের

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 03, 2021 | 11:55 PM

India vs England 4th Test Day2 Live Score:দ্বিতীয় দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছে

IND vs ENG 4th Test Day 2 HIGHLIGHTS: লড়াই জারি ভারতের
ভারতীয় বোলারদের এই দাপটই দ্বিতীয় দিন দেখল ওভাল

Follow Us

ওভালঃ  পোপ ও ওকসের ব্যাটিং দাপটে দিনের মাঝে কোনঠাসা। আর দিনের শেষে রাহুল ও রোহিতের লড়াইয়ে ফের ম্যাচে ফিরল ভারত। শুক্রবারের ওভালে জমজমাট দ্বিতীয় দিন। দিনের শেষে ৫৬ রানে পিছিয়ে ভারত। তৃতীয় দিন বড় রান না চাপালে এই ম্যাচ জেতা যে মুশকিল, তা ভালই জানেন ক্যাপ্টেন কোহলি।

এদিন প্রথম সেশনের শুরুতে ওভার্টনকে মাত্র ১ রানে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন উমেশ যাদব। এরপর ভারতীয় পেস আক্রমণের বিরুদ্ধে লড়াই শুরু মালান-পোপ জুটির। বুমরাহ-উমেশদের বিরুদ্ধে তখন মাটি কামড়ে পড়ে থাকার লড়াই।বেশিক্ষণ স্থায়ী হলনা সেই জুটিও। মালান আউট হতেই ইংল্যান্ডের ইনিংসের হাল ধরে বেয়ারস্টো-পোপ জুটি। প্রয়োজন ছিল আরও ২টি উইকেট। তবে বেয়ারস্টো-পোপদের জমাট ডিফেন্সের সামনে ভারতীয় বোলিংয়ের যাবতীয় জারিজুরি শেষ।  জুটিতে ৮৯ রান যোগ করার পর আউট বেয়ারস্টো। ৩৭ রানে। এরপর মঈন আলির সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে যাওয়ার লড়াই শুরু পোপের। আবারও একটা বড় পার্টনারশীপ। ৭১ রানের।মঈন-পোপ জুটির উপর ভর করে ২০০ রানের গন্ডি টপকে যায় ইংল্যান্ড।

৩৫ রানে মঈন আউট হওয়ার পর পোপকে নিয়ে জুটি বাঁধেন ওকস। টেলএন্ডারে ওকসের ঝোড়ো ব্যাটিংয়ে বেসামাল ভারতীয় বোলিং। এদিন ভারত নেমেছিল ইংল্যান্ডকে কম রানে বেঁধে রাখার জন্য। সব অঙ্ক প্রথমে ওলটপালট করে দিলেন পোপ। তারপর ওকসের ঝোড়ো ব্যাটিং। ৮১ রানে পোপ যখন আউট হলেন তখন আড়াইশো রানের গন্ডি পেরিয়ে গেছে ইংল্যান্ড। আর শেষদিকে ৬০ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস ওকসের। ইনিংসের ছিল ১১টি চার। অবশেষে ২৯০ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৩টি উইকেট উমেশ যাদবের। ২টি করে উইকেট রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাহর। ইংল্যান্ডের লিড ৯৯ রানের।

দিনের শেষে ভারতের টার্গেট ছিল একটাই। উইকেটে কামড়ে পড়ে থাকা। দিনের শেষে উইকেট পড়তে দেওয়া চলবেনা। যেই স্ট্র্যাটেজি সফল রোহিত-রাহুলের ব্যাটে. দিনের শেষে ভারতের স্কোর বিনাম উইকেটে ৪৩। ৫৬ রানে এখনও পিছিয়ে ভারত। তৃতীয় দিনের প্রথম সেশনেও যদি এই জুটি ওকস-অ্যান্ডারসনকে সামলে বড় রানের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে আশার আলো দেখতেই পারেন বিরাটরা।

এদিন আঅন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। শনিবাসরীয় ওভালে রাহুল-রোহিত যদি বড় পার্টনারশীপ করতে পারেন তবে ম্যাচের রাশ বদলে ফের দাপট দেখাবেন বিরাটরাই। মত প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞদের। ক্রিকেটমহলের একাংশের দাবি, তৃতীয় দিন হতে চলেছে ভারতীয় ব্যাটিংয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিরিজে চলা ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনার জবাব দেওয়ার সেরা মঞ্চ হতে পারে ওভালের তৃতীয় দিন। এমনটাই মত ক্রিকেটমহলের।

ওভাল টেস্টে এখনও ৩দিন বাকি। ফলে সময় অঢেল। এখন শুধু ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে টিকে থাকার লডা়ই। সমালোচকদের জবাব দেওয়ার লড়াই।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Sep 2021 11:13 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩। ২০ রানে অপরাজিত রোহিত। ২২ রানে অপরাজিত ২২। ৫৬ রানে পিছিয়ে ভারত

  • 03 Sep 2021 10:58 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংসঃ ৪৪/০

    ১৮ রানে অপরাজিত রোহিত। ২২ রানে অপরাজিত রাহুল


  • 03 Sep 2021 10:35 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংসঃ ৩৩/০

    ওপেনিং জুটিতে লড়াই করছেন রোহিত শর্মা ও কেএল রাহুল। ১৫ রানে অপরাজিত রোহিত। ১৭ রানে অপরাজিত রাহুল

  • 03 Sep 2021 10:09 PM (IST)

    ভারতের স্কোর বিনা উইকেটে ১৬

    বিনা উইকেটে ভারতের স্কোর ১৬। রোহিত শর্মা ১০ ওরাহুল ৫ রানে অপরাজিত

  • 03 Sep 2021 09:45 PM (IST)

    ২৯০ রানে অলআউট ইংল্যান্ড

    ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৯০ রানে। সর্বোচ্চ ৮১ রান পোপের। ৫০ রান করেন ওকস।

  • 03 Sep 2021 09:11 PM (IST)

    ইংল্যান্ডের নবম উইকেটের পতন

    ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ২৬৫। ৫ রানে জাডেজার বলে বোল্ড রবিনসন। ৮১ রানে পোপকে আউট করেন শার্দূল

  • 03 Sep 2021 08:52 PM (IST)

    সেঞ্চুরির পথে পোপ

    ৮০ রানে অপরাজিত পোপ। পোপের ব্যাটিং দাপটে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৪৮

  • 03 Sep 2021 08:21 PM (IST)

    দ্বিতীয় দিনের চা বিরতি

    চা বিরতি পর্যন্ত ইংল্য়ান্ডের স্কোর ৭ উইকেটে ২২৭। ৭৪ রানে ক্রিজে পোপ। ৪ রানে অপরাজিত ওকস। ৩ উইকেট উমেশ যাদবের

  • 03 Sep 2021 08:09 PM (IST)

    ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন

    ৩৫ রানে আউট মঈন আলি। জাদেজার বলে আউট মঈন

  • 03 Sep 2021 07:40 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোল ইংল্যান্ড

    ইংল্যান্ডের এখন স্কোর ৬ উইকেটে ২০৩। ৬৭ রানে অপরাজিত পোপ।

  • 03 Sep 2021 07:06 PM (IST)

    ৫৬ ওভার শেষে ইংল্যান্ড: ১৭৮/৬

    ওলি পোপের হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে লিডের পথে ইংল্যান্ড। ৫৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১৭৮/৬

     

  • 03 Sep 2021 06:30 PM (IST)

    ষষ্ঠ উইকেটের পতন

    সিরাজের বলে আউট জনি বেয়াস্টো। ৩৭ রানে ফিরলেন জনি। ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।

  • 03 Sep 2021 06:28 PM (IST)

    ১৫০ রান ইংল্যান্ডের

    লাঞ্চের পরেও জুটিতে লুটি। ১৫০ রান ইংল্যান্ডের স্কোর বোর্ডে।

  • 03 Sep 2021 05:34 PM (IST)

    লাঞ্চ ব্রেক: ইংল্যান্ড ১৩৯/৫

    প্রথম সেশনের খেলা শেষ। জোড়া ধাক্কা সামলে শক্তি ভীতে ইংল্যান্ড। লাঞ্চের আগে ইংল্যান্ডের রান ১৩৯/৫। এখনও ৫২ রানে এগিয়ে ভারত।

     

  • 03 Sep 2021 05:22 PM (IST)

    ৪০ ওভার শেষে ইংল্যান্ড ১৩৫/৫

    ক্রমশ জমাট বাঁধছে বেয়াস্টো-পোপ জুটি। ভারতের রানের আরও কাছে ইংল্যান্ড। ৪০ ওভার শেষে ইংল্যান্ডে ১৩৫/৫

  • 03 Sep 2021 05:03 PM (IST)

    ৩৫ ওভার শেষে ১২০ রান ইংল্যান্ডের

    ৩৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২০ রান ইংল্যান্ডের। ৫০ রানের পার্টনারশিপ ওলি পোপ ও জনি বেয়াস্টোর।

  • 03 Sep 2021 04:33 PM (IST)

    ৩০ ওভারে ৭৮ রান ইংল্যান্ডের

    প্রথম ইনিংসে ৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান ইংল্যান্ডে। রুটের দল এখনও পিছিয়ে ১১৩ রানে। লড়ছেন ওলি পোপ এবং জনি বেয়াস্টো।

  • 03 Sep 2021 04:03 PM (IST)

    আউট মালান, আরও চাপে ইংল্যান্ড

    ওপেনার ডেভিড মালানকে ফেরালেন উমেশ যাদব। তৃতীয় উইকেট উমেশের। ৫ উইকেট হারিয়ে ৬২ রান ইংল্যান্ডের।

     

  • 03 Sep 2021 03:44 PM (IST)

    ইংল্যান্ড ব্যাটিংয়ে ধাক্কা

    ৪ উইকেটে ইংল্যান্ডের স্কোর ৫৪

  • 03 Sep 2021 03:39 PM (IST)

    শুরুতেই ভারতের ধাক্কায় বেসামাল ইংল্যান্ড

    উমেশ যাদবের বলে আউট ওভার্টন। ১রানে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট ওভার্টন।