নয়াদিল্লি: ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ দেখার জন্য দর্শকরা যেমন মুখিয়ে থাকে, তেমনই ক্রিকেটারদেরও (Cricketer) কোনও অংশে উৎসাহ কম থাকে না। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) তো কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু হওয়ার আগেই হুঙ্কার ছেড়ে বলছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের চির-প্রতিদ্বন্দ্বী ভারত তাদের থেকে বেশি চাপে থাকবে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে সাক্ষাৎের পর বাবর আজম বলেন, “আমার মনে হয় পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে বিশ্বকাপের ম্যাচের সময়।” তিনি আরও বলেন, “আমারা ভারতকে হারিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করব।”
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি। যা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। দুই দল এর আগে ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। শেষ সাক্ষাৎে সহজ জয় এসেছিল ভারতের ঝুলিতে।
আরব আমিরশাহিতে (UAE) টি-২০ (T-20) বিশ্বকাপ (World Cup) খেলাটা বাবর আজমের কাছে ঘরের মাঠে খেলার মতো। এমনটাই বলছেন পাক-অধিনায়ক। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরশাহির ভেনুতে খেলা আমাদের কাছে ঘরের মাঠে খেলার মতোই হতে চলেছে। আমরা আমাদের ১০০ শতাংশ দিতে চাই।”
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ২৪ অক্টোবর দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
আরও পড়ুন: India vs England 2021: বোথামের ৩৫ বছরের রেকর্ড ভাঙলেন শার্দূল