India vs England 2021: বোথামের ৩৫ বছরের রেকর্ড ভাঙলেন শার্দূল
এর আগে অস্ট্রেলিয়াতেও (Australia) রান পেয়েছেন শার্দূল। চোটের কারণে আগের দুটো টেস্ট খেলতে পারেননি। তিনি যে ফর্মে আছেন, সেটা প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন।
লন্ডন: ব্যাটিং বিপর্যয় নিয়ে যতই কথা হোক, শার্দূল ঠাকুর (Shardul Thakur) কিন্তু হিট ওভালে (Oval)। ৩১ বলে হাফসেঞ্চুরি করে নজর কেড়ে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ইয়ান বোথামের (Ian Botham) ইংল্যান্ডের (England) মাঠে ৩৫ বছরের পুরনো দ্রুততম হাফসেঞ্চুরির (Half Century) রেকর্ড ভেঙে দিয়েছেন। ১১৮৬ সালে ওভালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বোথাম। আবার রেকর্ডের দিকে তাকালে শার্দূলের এই ফিফটি টেস্টে ভারতের দ্বিতীয় দ্রুততম। ১৯৮২ সালে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে করাচিতে কপিল দেব (Kapil Dev) ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৭ করে আউট হয়ে যান শার্দূল। নিজের দুরন্ত ইনিংস নিয়ে ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘ইংলিশ কন্ডিশনে সোজা ব্যাটে যত বেশি খেলা যাবে, তত রান আসবে। তার কারণ হল, বল ভীষণ সুইং করে। তাই সোজা ব্যাটে খেললে লাভ বেশি হয়। আমার কোচেরা বলেছেন, যত বেশি সম্ভব এখানে সোজা ব্যাটে খেলতে, যাতে টিমকে রান দিতে পারি।’
এর আগে অস্ট্রেলিয়াতেও (Australia) রান পেয়েছেন শার্দূল। চোটের কারণে আগের দুটো টেস্ট খেলতে পারেননি। তিনি যে ফর্মে আছেন, সেটা প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে ভারতীয় টপ অর্ডার একেবারে ফর্মে নেই। রোহিত, রাহুল, পূজারা, রাহানেরা আবার ব্যর্থ। ঋষভ পন্থও রান পাননি। এই পরিস্থিতিতে বিরাট একটা হাফসেঞ্চুরি করেছেন। লিডসের বিপর্যয় যখন দেখতে পাচ্ছিলেন অনেকে, তখন নিজেকে মেলে ধরেছিলেন শার্দূল।
তাঁর কথায়, ‘পেস বোলার হই আর ব্যাটসম্যান, দায়িত্ব তো নিতেই হবে। ভারতের হয়ে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা সব সময়ই দিতে হবে। সেই চেষ্টাই করেছি। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। যখনই ব্যাট করতে যাই না কেন, এমন কিছু করার চেষ্টা করি, যাতে আমার টিমের জয়ের দরজাটা খোলা যায়।’
শার্দূল না হয় নিজের মতো করে চেষ্টা করছেন, কিন্তু বাকিরা এমন ধারাবাহিক ব্যর্থ কেন? এই প্রশ্নই কিন্তু আরও বেশি করে চাপে রাখছে বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে (India)।
আরও পড়ুন: India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের