IND vs ENG 5th Test Day 2 Highlights: বুমরা-সামিদের দাপটে চাপে ইংল্যান্ড, দ্বিতীয় দিনের খেলা শেষ

| Edited By: | Updated on: Jul 02, 2022 | 11:49 PM

India vs England 5th Test Day 2 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 5th Test Day 2 Highlights: বুমরা-সামিদের দাপটে চাপে ইংল্যান্ড, দ্বিতীয় দিনের খেলা শেষ
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের পঞ্চম দিনের খেলা আজ।

এজবাস্টন: প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার (Team India) স্কোর ছিল ৭ উইকেটে ৩৩৮। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রানে থামে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া সেঞ্চুরি পন্থ-জাডেজার। প্রথম দিন ৮৩ রান করেছিলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শতরান পূর্ণ করে ফেললেন জাড্ডু। দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু হয় ইংল্যান্ডের। কিন্তু এজবাস্টনে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনও বার বার বৃষ্টির কারণে ম্যাচে বাধা তৈরি হয়েছিল। ইংল্যান্ডের ওপেনিং জুটি প্রথম ইনিংসে ব্যর্থ। চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বাঁধেন জো রুট। প্রথম ৩ উইকেটে সেই অর্থে জুটি গড়তে পারেনি ইংলিশব্রিগেড। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪। ২৭ ওভার ব্যাটিং করেছেন ইংল্যান্ডের প্লেয়াররা। ইংল্যান্ডের হয়ে এখনও অবধি সর্বাধিক রান করেন প্রাক্তন অধিনায়ক জো রুট (৩১)। ১১ ওভার বল করে ১টি মেইডেনসহ ৩৫ রান দিয়ে তিনখানা উইকেট তুলে নিয়েছেন ভারত অধিনায়ক বুমরা।

Key Events

প্রথম ইনিংসে ভারত তুলেছে ৪১৬ রান

এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রানে থামে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া সেঞ্চুরি করেন পন্থ-জাডেজা। ভারতের ইনিংসের শেষের দিকে ব্রডের ওভারে ২৯ রান তুলে বিশ্বরেকর্ড গড়েন বুমরা।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৮৪/৫

দ্বিতীয় দিন শুরু হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। বুমরা-সামি-সিরাজদের দাপটে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। বিনিময়ে স্কোরবোর্ডে রুটরা তুলেছেন ৮৪ রান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Jul 2022 11:35 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    • দ্বিতীয় দিনের খেলা শেষ হল।
    • দ্বিতীয় দিন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৭ ওভার খেলল
    • দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৮৪ রান তুলছে ইংল্যান্ড
    • এখনও ভারতের থেকে ৩৩২ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড
  • 02 Jul 2022 11:25 PM (IST)

    লিচ আউট

    কোনও রান না করেই শূন্যে সাজঘরে ফিরলেন জ্যাক লিচ। মহম্মদ সামি ভারতকে এনে দিলেন পঞ্চম উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে আসা লিচ ফিরলেন রানের খাতা না খুলেই।

  • 02 Jul 2022 11:08 PM (IST)

    রুটকে ফেরালেন সিরাজ

    জো রুটের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৬৭ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন রুট। পন্থের দস্তানায় জমা পড়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক রুটের উইকেট।

  • 02 Jul 2022 10:53 PM (IST)

    মেইডেন ওভার সামির

    • ২০ ওভারের খেলা শেষ। এই ওভারে কোনও রান দেননি মহম্মদ সামি
    • ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৭
    • ক্রিজে রুট ও বেয়ারস্টো
    • রুট ব্যাট করছেন ৫৬ বলে ৩১ রানে
    • বেয়ারস্টো রয়েছেন ২৫ বলে ১০ রানে
  • 02 Jul 2022 10:32 PM (IST)

    ফের ম্যাচ শুরু

    ১০.৩০ মিনিটে পুনরায় খেলা শুরু হল। ক্রিজে জো রুট ও জনি বেয়ারস্টো।

  • 02 Jul 2022 10:15 PM (IST)

    ১০.৩০ মিনিটে শুরু হবে ফের খেলা

    এজবাস্টনে ম্যাচ শুরু হবে ১০.৩০ মিনিটে।

  • 02 Jul 2022 09:41 PM (IST)

    রোদ উঠেছে, কভার ওঠেনি

    ভারতীয় সময় ৯.৫৫ নাগাদ ফের একবার পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত। ইংল্যান্ডের স্কোর ৬০-৩।

  • 02 Jul 2022 09:17 PM (IST)

    পনেরো মিনিট পর পরিদর্শন

    বৃষ্টির কারণে খেলা বন্ধ এজবাস্টনে। নির্ধারিত সময়ের আগেই চায়ের বিরতি নেওয়া হয়। ১৫ মিনিট পর মাঠ পরিদর্শনে আম্পায়াররা।

  • 02 Jul 2022 08:40 PM (IST)

    দ্বিতীয় দিন আর খেলা হবে তো!

    এবারের বৃষ্টি জোরালো। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১.১১ অবধি শেষ সেশন হওয়ার কথা। কিন্তু এখনকার পরিস্থিতি আশানুরূপ নয়।

  • 02 Jul 2022 08:27 PM (IST)

    ফের বৃষ্টি

    বৃষ্টি পিছু ছাড়ছে না। কয়েক ওভার খেলা হতেই ফের বৃষ্টি। এজবাস্টনে বন্ধ খেলা। ইংল্যান্ডের স্কের ৬০-৩। এখনও তারা পিছিয়ে ৩৫৬ রানে।

  • 02 Jul 2022 08:07 PM (IST)

    শ্রেয়সের জাগলিং ক্যাচ

    ইংল্যান্ড তৃতীয় উইকেট হারাল। তিনটিই অধিনায়ক জসপ্রীত বুমরার। অলি পোপ ড্রাইভ করেন। স্লিপে জাগলিং ক্যাচ শ্রেয়স আইয়ারের। ওভারের শেষ বলটি নো হওয়ায়, অতিরিক্ত একটা ডেলিভারি করতে হয়, তাতেই উইকেট।

  • 02 Jul 2022 07:46 PM (IST)

    ম্যাচ শুরু

    নতুন সেশন শুরু হল এজবাস্টনে। মেঘলা আবহাওয়ার ফয়দা তুলছেন বুমরা। সুইংয়ে বিব্রত করছেন ইতিমধ্য়েই ২ উইকেট নেওয়া ভারত অধিনায়ক।

  • 02 Jul 2022 07:38 PM (IST)

    কিছুক্ষণের মধ্যেই ম্য়াচ শুরু

    বৃষ্টি থামার পর কয়েকবার পরিদর্শনের পর জানানো হয়েছে দ্রুতই খেলা শুরু হবে। রাত ৭.৪৫ থেকে ৯.৩০ অবধি পরবর্তী সেশন চলবে।

  • 02 Jul 2022 07:12 PM (IST)

    পরিদর্শনে আম্পায়াররা

    কয়েক মিনিটের মধ্যে আম্পায়াররা পরিদর্শনে নামবেন

  • 02 Jul 2022 06:03 PM (IST)

    ফের বৃষ্টি

    এজবাস্টনে ফের বৃষ্টি। আবারও বন্ধ খেলা।

  • 02 Jul 2022 05:53 PM (IST)

    ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট

    ইংল্য়ান্ড শিবিরে দ্বিতীয় ধাক্কা। এবারও বোলার জসপ্রীত বুমরা। ড্রাইভ করতে গিয়ে স্লিপে শুভমন গিলের ক্যাচে ফিরলেন ওপেনার জ্যাক ক্রলি।

  • 02 Jul 2022 05:46 PM (IST)

    দ্বিতীয় ইনিংসের খেলা শুরু

    বৃষ্টি থামল এজবাস্টনে। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হল। ক্রিজে জ্যাক ক্রলি ও অলি পোপ।

  • 02 Jul 2022 05:31 PM (IST)

    জেনে নিন আজকের বাকি ২ সেশনের সূচি

    বৃষ্টির কারণে এজবাস্টনে বন্ধ রয়েছে ম্যাচ। দ্বিতীয় সেশন শুরু হবে ৫টা ৪৫ মিনিটে। এবং দ্বিতীয় সেশন শেষ হবে ৮.২৫ মিনিটে। এরপর ৮.৪৫ মিনিটে শুরু হবে তৃতীয় সেশন। এবং সেই সেশন শেষ হবে ১১টা নাগাদ।

  • 02 Jul 2022 04:55 PM (IST)

    বৃষ্টির জন্য তাড়াতাড়ি লাঞ্চ বিরতি

    বৃষ্টির কারণে প্রথম টেস্টের প্রথম দিনের মতো, দ্বিতীয় দিনও তাড়াতাড়ি লাঞ্চ বিরতি নেওয়া হল এজবাস্টনে।

  • 02 Jul 2022 04:33 PM (IST)

    বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ

    এজবাস্টনে আবার বৃষ্টি শুরু। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগে ৩ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে ইংল্যান্ড।

  • 02 Jul 2022 04:28 PM (IST)

    লিস আউট

    ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা তুলে নিলেন অ্যালেক্স লিসের উইকেট। প্রথম ধাক্কা খেল ইংল্যান্ড। ৬ রান করে সাজঘরে ফিরলেন লিস।

  • 02 Jul 2022 04:12 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    • ইংল্যান্ডের ইনিংস শুরু।
    • ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামলেন অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি।
    • টিম হাডলে পেপ টক দিলেন বুমরা-কোহলি।
  • 02 Jul 2022 04:04 PM (IST)

    ৪১৬ রানে ভারতের ইনিংস শেষ, জিমির ৫ উইকেট

    • দ্বিতীয় দিনের প্রথম সেশনের ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
    • ৮৪.৫ ওভারে ৪১৬ রানে অল আউট।
    • বুমরা ১৬ বলে ৩১ নট আউট। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি, ২ টি ওভার বাউন্ডারি।
    • দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। প্রথম দিন ৮৩ রান করেছিলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে শতরান পূর্ণ করে ফেলেন জাড্ডু।
  • 02 Jul 2022 04:00 PM (IST)

    বিশ্বরেকর্ড গড়লেন বুমরা

    এজবাস্টন টেস্টে বুমরার বিশ্বরেকর্ড। ৮৪তম ওভারে স্ট্রুয়ার্ট ব্রডের বোলিংয়ে ২৯ রান তুললেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। এক ওভারে এটাই সর্বাধিক রান। এতদিন, ব্রায়ান লারা, জর্জ বেইলি এবং কেশব মহারাজের দখলে ছিল এই রেকর্ড, তাঁরা ২৮ রান তুলেছিলেন। ২৯ রান তুলে শীর্ষে বুমরা।

  • 02 Jul 2022 03:55 PM (IST)

    বুম বুম ক্যাপ্টেনের মারকাটারি ব্যাটিং

    ৮৪তম ওভারে স্ট্রুয়ার্ট ব্রডের এক একটা বল বাউন্ডারিতে আর বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। এই ওভারের ৪টি চার ও ২টি ছয় মারলেন বুমরা। এই ওভারে উঠল ৩৫ রান।

  • 02 Jul 2022 03:45 PM (IST)

    জিমি ফেরালেন জাডেজাকে

    জিমি অ্যান্ডারসন তুলে নিলেন রবীন্দ্র জাডেজার উইকেট। নয় নম্বর উইকেট হারিয়ে ফেলল ভারত। ১৯৪ বল খেলে ১০৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন জাড্ডু।

  • 02 Jul 2022 03:31 PM (IST)

    সামির উইকেট তুলে নিলেন ব্রড

    মহম্মদ সামিকে সাজঘরে পাঠালেন স্ট্রুয়ার্ট ব্রড। অষ্টম উইকেট হারিয়ে ফেলল ভারত। সামি সাজঘরে ফিরতে ক্রিজে এলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা।

  • 02 Jul 2022 03:27 PM (IST)

    জাডেজার দুরন্ত সেঞ্চুরি

    এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ১৮৩ বলে শতরান পূর্ণ করলেন জাডেজা। ম্যাথু পটসকে পর পর দুটো চার মেরে সেঞ্চুরি পূরণ করে ফেললেন জাড্ডু। এটি জাডেজার তৃতীয় টেস্ট শতরান।

  • 02 Jul 2022 03:02 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    • এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু।
    • ক্রিজে রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সামি।
  • 02 Jul 2022 02:38 PM (IST)

    এজবাস্টনে দ্বিতীয় দিনেও বাদ সাধতে হাজির বৃষ্টি

    এজবাস্টনে বৃষ্টির কারণে, মাঠ ঢেকেছে কভারে।

  • 02 Jul 2022 02:10 PM (IST)

    প্রথম দিনের হাইলাইটসের ভিডিও দেখুন

    আজ এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন। ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নিন প্রথম দিনের হাইলাইটসের ভিডিও।

  • 02 Jul 2022 02:05 PM (IST)

    শতরানের পথে জাডেজা

    ঋষভ পন্থের সঙ্গে পঞ্চম টেস্টের প্রথম দিন ২২২ রানের জুটি গড়ার পরে, এ বার শতরান থেকে ১৭ রান দূরে রবীন্দ্র জাডেজা।

  • 02 Jul 2022 02:00 PM (IST)

    প্রথম দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ভারত

    এজবাস্টন টেস্টে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩৩৮।

Published On - Jul 02,2022 2:00 PM

Follow Us: