মোতেরা: অভিষেক টেস্ট সিরিজেই ২৭ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ভেঙে দিলেন অজন্তা মেন্ডিসের রেকর্ড। অভিষেক টেস্ট সিরিজে ২৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিনার। ২০০৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২৬ উইকেট নিয়েছিলেন অজন্তা মেন্ডিস। ৪০ বছর আগে অভিষেক টেস্ট সিরিজে ২৭ উইকেট নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার দিলীপ দোশী। অভিষেক টেস্ট সিরিজে চার বার ৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ডেও দিলীপ দোশীকে স্পর্শ করলেন অক্ষর প্যাটেল।
Series win a well deserved reward for some brilliant cricket played by this amazing team! ???
Onto the World Test Championship final and beyond. pic.twitter.com/25UVJNqWtO
— Akshar Patel (@akshar2026) March 6, 2021
অভিষেক টেস্টে অনবদ্য বোলিংয়ের পর অক্ষর প্যাটেল বলেন, ‘প্রথম টেস্টে উইকেট পাওয়ার পরই আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেই আত্মবিশ্বাসই আমাকে বাকি ইনিংসগুলোয় সাহায্য করেছে। তবে আগের টেস্টের চেয়ে খুব কমই এই টেস্টে জোরে বল করেছি।’ বোলিংয়ের পাশাপাশি শেষ টেস্টে দুরন্ত ব্যাটিংও করেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর-অক্ষর প্যাটেল জুটির উপর ভর করেই দেড়শোর উপর লিড রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তবে অক্ষর প্যাটেল ৪৩ রানে আউট হতেই ইশান্ত শর্মা আর মহম্মদ সিরাজ তড়িঘড়ি প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ৪ রানের জন্য শতরান মিস করেন ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: অনন্য রেকর্ডের পরও অশ্বিনের মুখে অক্ষর
টেস্ট কেরিয়ারে প্রথম শতরান মিস করলেও দলের জয়ে খুশি ওয়াশিংটন সুন্দর। মোতেরার পিচ সম্পর্কে সুন্দর বলেন, ‘এই পিচে ব্যাট করা খুব সহজ। অ্যান্ডারসন, স্টোকসরা ভালোই বোলিং করেছে। এই উইকেটে এখনও অনায়াসে ব্যাটিং করা যাবে। ঠিক মতো খেললে তবেই রান পাওয়া যাবে।’