বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছি, বলছেন অক্ষর

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Feb 16, 2021 | 3:13 PM

প্রথম ইনিংসে যতটা ভয়ঙ্কর ছিলেন, দ্বিতীয় ইনিংসে তার থেকে অনেক বেশি আক্রমণাত্মক বোলিং করেছেন অক্ষর প্যাটেল।

বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছি, বলছেন অক্ষর
বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছি, বলছেন অক্ষর

Follow Us

চেন্নাই: অভিষেকেই পাঁচ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১০০ রানে ৭ উইকেট। প্রথম ইনিংসে যতটা ভয়ঙ্কর ছিলেন, দ্বিতীয় ইনিংসে তার থেকে অনেক বেশি আক্রমণাত্মক বোলিং করেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ম্যাচের পর অক্ষর বলেছেন, ‘অভিষেকেই পাঁচ উইকেট পাওয়ার তৃপ্তিই অন্যরকম। দারুণ অভিজ্ঞতা।’

 

 

চিপকের পিচে যে স্পিনারই ফারাক গড়ে দেবেন, জানাই ছিল। অক্ষরও সেটা খুব ভাল করে জানতেন। তাঁর কথায়, ‘এই পিচটা স্পিনারদের জন্যই ছিল। সেই কারণেই নির্দিষ্ট জায়গায় ঠিকঠাক গতিতে বলটা রাখা জরুরি ছিল। কারণ, ধীরে বল করলে কিন্তু ব্যাটসম্যান সেটা মানিয়ে নেওয়ার সুযোগ ছিল। সেই কারণেই আমি স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করেছি। আর অপেক্ষা করেছি ব্যাটসম্যানের ভুলের জন্য।’

আরও পড়ুন: সেই চিপকেই মধুর বদলা বিরাটদের

ইংল্যান্ড যদি টসে জিতত, তা হলে কি পরিস্থিতিটা অন্যরকম হত? অক্ষর তা মনে করছেন না। তাঁর সোজা কথা, ‘আমরা যদি আগে বল করতাম, তা হলেও খুব বেশি তফাত হত বলে মনে হয় না। কারণ, প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করেছিল।’

আরও পড়ুন : জাতীয় দলে ফিরতে তৈরি সামি-নভদীপ

ভারতীয় টিমে অনেক দিন পর এক সঙ্গে দুই বাঁ হাতি স্পিনার খেললেন। অক্ষরের যেমন অভিষেক হল, তেমনই অনেক দিন পর টেস্ট খেললেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তিনিও বলেছেন, ‘এই টেস্টে আমারও যেন অভিষেক হল। বহু দিন পর দেশের হয়ে টেস্ট খেললাম। সিরিজের প্রথম টেস্টে হেরে সমতা ফিরিয়েছি, এমন এর আগে অনেকবার হয়েছে। প্রথম টেস্টে হারের পরও কিন্তু টিমের মনোবল তলানিতে যায়নি। ফিরে আসার জন্য আমরা তৈরি ছিলাম।’

Next Article