চিপকে অভিনব রেকর্ড ইংল্যান্ডের

Feb 14, 2021 | 12:58 PM

ভারতের এই ইনিংসে একটি অতিরিক্ত রানও খরচ করেননি ইংল্যান্ডের বোলাররা। সব রান এসেছে ব্যাট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে করা ভারতের এই স্কোরই সর্বোচ্চ।

চিপকে অভিনব রেকর্ড ইংল্যান্ডের
চিপকে অভিনব রেকর্ড ইংল্যান্ডের

Follow Us

চেন্নাই: টেস্টে (Test) অভিনব রেকর্ড গড়ল ইংল্যান্ড (England)। সঙ্গে ভারতও (India)। চিপকের দ্বিতীয় টেস্টে (2nd Test) এক অভিনব রেকর্ডের সাক্ষী থাকল ভারত- আর ইংল্যান্ড দুই দলই। ৬৬ বছর আগের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। ভারতীয় দলের ইনিংসে কোনও অতিরিক্ত রান দিল না ইংল্যান্ড। ৯৫.৫ ওভারে ৩২৯ রান তোলে টিম ইন্ডিয়া। এর মধ্যে প্রতিটা রানই এসেছে ব্যাট থেকে।

৬৬ বছর আগে লাহোর টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে কোনও অতিরিক্ত রান খরচ করেনি ভারতীয় বোলাররা। সে বার ভারতের বিরুদ্ধে ৩২৮ রান করে পাকিস্তান। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ রান করল ভারত। গতকাল দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ৩০০ রান তোলে ভারত। আজ সেই স্কোরবোর্ডের সঙ্গে আর ২৯ রান যোগ করে ভারতীয় দল। ভারতের এই ইনিংসে একটি অতিরিক্ত রানও খরচ করেননি ইংল্যান্ডের বোলাররা। সব রান এসেছে ব্যাট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে করা ভারতের এই স্কোরই সর্বোচ্চ। চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৫ অতিরিক্ত রান দিয়েছিলেন ভারতীয় বোলাররা। তার মধ্যে ২০টি নো বল ছিল।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 2 LIVE Score: চিপকে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

১৯৩০ সালে ডারবান টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সে বারও প্রতিটা রান এসেছিল ব্যাট থেকে। ১৯৬০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও অতিরিক্ত ছাড়া ২৪৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

Next Article