ঋষভ-অক্ষরে মুগ্ধ বিরাট

Mar 06, 2021 | 5:50 PM

তরুণ প্রজন্ম হাত ধরেই দারুণ উত্থান ভারতের। অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দররা ম্যাচ জেতানো পারফরম্যান্স করছেন। এই তরুণ প্রজন্মকে নিয়ে তৃপ্ত বিরাট(Virat Kohli)।

ঋষভ-অক্ষরে মুগ্ধ বিরাট
ঋষভ-অক্ষরে মুগ্ধ বিরাট

Follow Us

আমদাবাদ: ভারত (India) যে জিতবে, প্রত্যাশিতই ছিল। কতটা লড়াই করবে জো রুটের টিম, সেটাই দেখতে চেয়েছিল ক্রিকেটমহল। আগের টেস্টের মতোই সিরিজের চতুর্থ টেস্টেও কার্যত কোনও লড়াই ছাড়াই আত্মসমর্পন করল ইংল্যান্ড। ভারতের কাছে ইনিংস ও ২৫ রানে ম্যাচ হারের পাশাপাশি সিরিজে পরাজিত ১-৩। ভারত সমস্ত হিসেব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে পড়ল।

 

 

ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) কিন্তু সিরিজ জেতার পর উচ্ছ্বসিত। বলেছেন, ‘প্রথম টেস্টে হারের পর যে ভাবে ফিরে এসেছিলাম আমরা, এটাই আমাকে বেশি তৃপ্তি দিয়েছে। প্রথম টেস্টে আমরা সে ভাবে খেলতে পারিনি। আমার মনে হয় টসে হারাটা একটা বড় কারণ ছিল।’

তরুণ প্রজন্ম হাত ধরেই দারুণ উত্থান ভারতের। অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দররা ম্যাচ জেতানো পারফরম্যান্স করছেন। এই তরুণ প্রজন্মকে নিয়ে তৃপ্ত বিরাট বলেছেন, ‘তরুণ ক্রিকেটাররা ভারতীয় টিমে সুযোগ পেয়ে নিজেদের সেরাটা দিচ্ছে। ছাপ রাখছে। ভয়ডরহীন খেলা তুলে ধরছে। ঋষভ (Rishabh Pant) আর ওয়াশিংটন মিলে খেলা ঘোরানো পার্টনারশিপ গড়েছিল। অক্ষর বল হাতে দারুণ ভাবে নিজেকে মেলে ধরেছিল।’

 


রবিচন্দ্রন অশ্বিন যে ভারতীয় টিমের সম্পদ, তাও স্বীকার করে নিয়েছেন বিরাট। ভারতীয় ক্যাপ্টেনের কথায়, ‘টেস্ট ক্রিকেটের জন্য গত ৬-৭ বছর ধরে অশ্বিনকে আমরা জমিয়ে রেখেছি।’ একই সঙ্গে রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তাঁর কথায়, ‘চিপকে দ্বিতীয় টেস্টে রোহিতের ১৫০ রানটা কিন্তু ২৫০-এর মতো। পুরো সিরিজটা জুড়েই ও চমত্‍কার খেলেছে।’

এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় টিম। জুন মাসে ফাইনাল। তার আগের বিরাটরা খেলবেন আইপিএল। বিরাট অবশ্য বলছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছি আমরা। এ বার ওই ম্যাচ নিয়ে ভাবব।’

Next Article