বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবিইনি, বলছেন রবি

Mar 06, 2021 | 6:20 PM

ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ ওড়ানোর পর ভারতীয় টিমের (Team India) কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, 'আমরা বরাবর একটা সিরিজ ধরে এগোই।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবিইনি, বলছেন রবি
সৌজন্যে-বিসিসিআই টুইটার

Follow Us

আমদাবাদ: কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC final) যাবে, এ নিয়ে ক্রিকেটমহলে যতই আলোচনা থাক না কেন, ভারতীয় টিম (Team India) বিন্দুমাত্র ভাবেনি। ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ ওড়ানোর পর ভারতীয় টিমের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, ‘আমরা বরাবর একটা সিরিজ ধরে এগোই। সেটা নিয়েই যত ভাবনা চিন্তা থাকে, পরিকল্পনা থাকে। যে কারণে টিমের ভাবনায় কোনও ভাবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল না। আমরা যে সময় পয়েন্ট টেবলের শীর্ষে ছিলাম, তখন খুব বেশি না খেলার জন্য পরিস্থিতি পাল্টে গিয়েছিল। চেন্নাইয়ের প্রথম টেস্টটা কিন্তু অনেক কিছু বদলে দিয়েছিল।’

 

 

পুরো সিরিজ জুড়ে যে ভাবে ভারতের তরুণ ক্রিকেটাররা পারফর্ম করেছেন, তা স্বস্তি দিচ্ছে কোচ রবিকে। বলছেনও, ‘সিরিজ জিতলে সব সময় ভালো লাগে। কঠিন পরিস্থিতিতে তরুণ প্রজন্ম যে ভাবে পারফর্ম করছে, সত্যিই তৃপ্তিদায়ক। পন্থ আর ওয়াশিংটন এমন ব্যাটিং করল যে, পুরো চাপটাই বিপক্ষের দিকে ঘুরে গিয়েছিল।’

 


ভারতীয় টিমের আগ্রাসনটাই ক্রমশ অপ্রতিরোধ্য জায়গা নিয়ে গিয়েছে, মনে করছেন রবি। তাঁ। কথায়, ‘ভারত এমন একটা টিম, যারা প্রতিটা টেস্ট ম্যাচ জেতার কথা ভাবে। বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে চায়। এই সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে না পড়লেও এ ভাবে খেলত টিম।’

আরও পড়ুন: ঋষভ-অক্ষরে মুগ্ধ বিরাট

Next Article