দুই স্পিনার নিয়ে ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা রুটদের

Mar 03, 2021 | 7:57 PM

চতুর্থ টেস্টে দুই স্পিনারে খেলবে রুটের দল।

দুই স্পিনার নিয়ে ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা রুটদের
সৌজন্যে-টুইটার

Follow Us

আমদাবাদ: রাত পোহালেই মোতেরায় ভারত-ইংল্যান্ডের (India vs England) শেষ টেস্ট ম্যাচ। বিরাট কোহলির ভারত সিরিজে এগিয়ে ২-১। ইংল্যান্ডকে মোতেরায় তৃতীয় টেস্টে ১০ উইকেটে হারিয়েছে রোহিতরা। ইংলিশব্রিগেডকে ঘুড়ে দাঁড়ানোর সুযোগ দেয়নি অক্ষর-অশ্বিনের ঘূর্ণি। তৃতীয় টেস্টে মাত্র এক স্পিনারে খেলেছিল জো রুটের দল। চতুর্থ টেস্টে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে নামবে। এমনটাই বললেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

আরও পড়ুন: পন্থই ভবিষ্যৎ, মানতে দ্বিধা কোথায়!

তিনি বলেছেন, “আমদের দল যথেষ্ট দক্ষ। দলের সকলের মধ্যে এই কঠিন সময়ে দাঁড়িয়েও ঘুরে আসার দক্ষতা রয়েছে।” দলকে দোষারোপ না করে তিনি বলেছেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন খেলি স্বাধীনতার সাথে খেলি। আসলে খেলার সময় দলের ছেলেরা সাহসী হয়ে খেলে।” ইংল্যান্ড অধিনায়ক আরও বলেছেন,” কিন্তু তার মানে এই নয় যে আমরা অতি আক্রমণাত্মক খেলব। আমরা কোনও ভাবেই ভয় না পেয়ে আমাদের খেলাটা চালিয়ে যাব।”

চতুর্থ টেস্টে দুই স্পিনারে খেলবে রুটের দল। তার আগে তিনি বলেছেন তৃতীয় টেস্টে মোতেরার পিচ বুঝতে ভুল হয়েছিল। এমনটাই জানিয়েছেন রুট। তিনি বলেছেন, “শেষ ম্যাচে আমরা পিচের ধরণ বুঝতে ভূল করেছিলাম। তার জন্যই আমরা দল বাছাইয়ে ভূল করেছিলাম।”

Next Article