IND vs ENG, T20 Highlights: ১০ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড

| Edited By: | Updated on: Nov 10, 2022 | 5:06 PM

India vs England, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম ইংল্যান্ড (England) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs ENG, T20 Highlights: ১০ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড
দুরন্ত গতিতে এগোচেছ ইংল্যান্ড

অ্যাডিলেড: গোটা টুর্নামেন্টে ভালো পারফর্ম করে সেমিফাইনালে ব্যর্থতার খাতায় নাম লেখাল ভারতের বোলিং ব্রিগেড। মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংরা ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে পারলেন না। প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে ভারত। ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলারের ব্যাটে ২৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ওপেনিং জুটির দাপুটে পারফরম্যান্স টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারতকে। পাকিস্তান আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। মেলবোর্নে রবিবার বাবরদের সামনে বাটলার বাহিনী।

Key Events

১০ উইকেটে হার ভারতের

অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ১০ উইকেটে হেরে ছিটকে গেল ভারত।,

টুর্নামেন্ট থেকে বিদায় ভারতের

গোটা টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনালে চূড়ান্ত হতাশ করল ভারতের বোলিং ব্রিগেড। ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন লোকেশ রাহুল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 10 Nov 2022 04:40 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস এক নজরে

    ১০ উইকেটে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।

    ২৪ বল বাকি রেখে ভারতের দেওয়া ১৬৮ রান তাড়া করে জিতল ইংল্যান্ড।

    ৪৯ বলে ৮০ রান অধিনায়ক জস বাটলারের।

    ৪৭ বলে ৮৬ রান ওপেনার অ্যালেক্স হেলসের।

  • 10 Nov 2022 04:33 PM (IST)

    ফাইনালে ইংল্যান্ড

    ১০ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। গতবছর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ১০ উইকেটে হারের লজ্জা পেয়েছিল ভারত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।

  • 10 Nov 2022 04:29 PM (IST)

    জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড

    ১৫ ওভার শেষে বিনা উইকেটে ১৫৬ রান ইংল্যান্ডের। উইকেট পেতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ভারতীয় বোলাররা। জয়ের জন্য ৩০ বলে ১২ রানের প্রয়োজন বাটলারদের।

  • 10 Nov 2022 04:23 PM (IST)

    বাটলারের হাফ সেঞ্চুরি

    হেলসের পর হাফ সেঞ্চুরি জস বাটলারের। ১২.৫ ওভারে হার্দিককে ছক্কা হাঁকিয়ে ৩৭ বলে অর্ধশতরান করলেন ইংরেজ অধিনায়ক।

  • 10 Nov 2022 04:06 PM (IST)

    ১০ ওভারের খেলা বাকি

    বাটলার-হেলস জুটি র সৌজন্যে সেমিফাইনালের ম্যাচ ইংল্যান্ড দিকে ঝুঁকে। ১০ ওভার শেষে থ্রি লায়ন্সদের স্কোর বিনা উইকেটে ৯৮। এখনও উইকেটের দেখা পায়নি ভারত।

  • 10 Nov 2022 04:03 PM (IST)

    হেলসের অর্ধশতরান

    হাফ সেঞ্চুরি অ্যালেক্স হেলসের। ১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন হেলস।

  • 10 Nov 2022 03:48 PM (IST)

    দুরন্ত বাটলার-হেলস

    পাওয়ার প্লে-তে দুরন্ত জস বাটলার এবং অ্যালেক্স হেলসের ওপেনিং জুটি। প্রথম ছয় ওভারে উঠল ৬৩ রান।

  • 10 Nov 2022 03:38 PM (IST)

    আক্রমণে সামি

    ৪ ওভার শেষে বল হাতে মহম্মদ সামি। বাটলার-হেলসের ওপেনিং জুটি ভাঙতে পারবেন বাংলার পেসার?

  • 10 Nov 2022 03:36 PM (IST)

    তিন ওভারের খেলা শেষ

    তিন ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৩ রান।  অ্যালেক্স হেলস ১৩ এবং জস বাটলার ১৮ রানে ব্যাট করছেন।

  • 10 Nov 2022 03:22 PM (IST)

    বাউন্ডারি হাঁকিয়ে সূচনা

    ভুবনেশ্বর কুমারের বলে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথম ওভারে তিনটি বাউন্ডারি মেরে রান তাড়া শুরু করলেন। গত দুটি ম্যাচে বাটলারের ব্যাটে রানের দেখা মিলেছে। ইংল্যান্ড অধিনায়ককে দ্রুত সাজঘরে ফেরাতে মরিয়া ভারত।

  • 10 Nov 2022 03:19 PM (IST)

    রান তাড়া করতে নামল ইংল্যান্ড

    নতুন বল হাতে শুরু করলেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের টার্গেট ১৬৯। ওপেনিংয়ে জস বাটলার ও অ্যালেক্স হেলস।

  • 10 Nov 2022 03:18 PM (IST)

    কেমন হল ভারতের ইনিংস?

    পড়ুন বিস্তারিত:T20 World Cup 2022: অ্যাডিলেডে বিরাট-হার্দিক শো, বাটলারদের টার্গেট ১৬৯

  • 10 Nov 2022 03:06 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    • টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামল ভারত।
    • ইংল্যান্ডের টার্গেট ১৬৯।
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (৬৩)।
    • ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন (৩টি)।
  • 10 Nov 2022 03:02 PM (IST)

    রান আউট পন্থ

    রান আউট হলেন ঋষভ পন্থ। ইনিংসের শেষের ওভারে পঞ্চম উইকেট হারাল ভারত।

  • 10 Nov 2022 02:57 PM (IST)

    হার্দিকের হাফসেঞ্চুরি

    অ্যাডিলেডে উঠল হার্দিক ঝড়। ইংল্যান্ডের বিরুদ্ধে এ বারের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন হার্দিক পান্ডিয়া। ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হার্দিক।

  • 10 Nov 2022 02:52 PM (IST)

    বিরাট আউট

    হাফসেঞ্চুরি পূর্ণ করার পরই উইকেট দিয়ে বসলেন বিরাট কোহলি। ১৮তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডন তুলে নিলেন বিরাটের উইকেট। ছয় নম্বরে ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ।

  • 10 Nov 2022 02:50 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    পয়া অ্যাডিলেডে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। অ্যাডিলেড ওভাল আর বিরাটের আলাদা যোগসূত্রের কথা সকলেরই জানা। ১৭.৫ ওভারে ২ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন কোহলি।

  • 10 Nov 2022 02:46 PM (IST)

    ভারতের ইনিংস বাকি আর ৩ ওভারের

    ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১২১। ক্রিজে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

  • 10 Nov 2022 02:34 PM (IST)

    অ্যাডিলেডে কোহলির রেকর্ড

    ১৫ ওভারে ভারত ১০০/৩

    আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। ভারতের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।

  • 10 Nov 2022 02:20 PM (IST)

    সূর্য আউট

    অ্যাডিলেডে জ্বলল না স্কাইয়ের ব্যাট। ১২তম ওভারের দ্বিতীয় ওভারে আদিল রশিদ তুলে নিলেন সূর্যকুমার যাদবের উইকেট। ১০ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন স্কাই।

  • 10 Nov 2022 02:18 PM (IST)

    স্টোকসকে চার-ছয় মেরে ১১তম ওভার শেষ করলেন স্কাই

    ১১তম ওভারের শেষ দুটি বলের একটিতে ছয় ও অপরটিতে চার মারলেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।

  • 10 Nov 2022 02:11 PM (IST)

    ১০ ওভারে ভারত ৬২/২

    • ভারতের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ
    • ইনিংসের মাঝপথে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ভারত
    • ক্রিজে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব জুটি
    • কোহলি ব্যাট করছেন ২৩ বলে ২৬ রানে
  • 10 Nov 2022 02:06 PM (IST)

    বিরাট-রোহিত জুটি ভেঙে গেল

    অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ২৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা ফিরলেন ড্রেসিংরুমে। হিটম্যানের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান।

  • 10 Nov 2022 01:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • ভারতের ইনিংসের পাওয়ার প্লে শেষ
    • ক্রিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি
    • প্রথম ৬ ওভারের মধ্যে ৩৮ রান তুলেছে ভারত
    • টিম ইন্ডিয়া ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে কেএল রাহুলের উইকেট
  • 10 Nov 2022 01:52 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩১/১

    • ভারতের ইনিংসের পাঁচ ওভারের খেলা শেষ
    • প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩১ রান
  • 10 Nov 2022 01:51 PM (IST)

    জোর বাঁচলেন রোহিত

    ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ মিস করলেন ক্রিস ওকস।

  • 10 Nov 2022 01:45 PM (IST)

    কোহলির ব্যাটে ৭৩ মিটারের লম্বা ছয়

    দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে প্রথম ছয় মারলেন বিরাট কোহলি।

  • 10 Nov 2022 01:44 PM (IST)

    ৩ ওভারে ভারত ১১/১

    ভারতের ইনিংসের তৃতীয় ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারের মধ্যে লোকেশ রাহুলের উইকেট হারিয়েছে ভারত। স্কোরবোর্ডে তুলেছে ১১ রান।

  • 10 Nov 2022 01:38 PM (IST)

    রাহুল আউট

    পয়া অ্যাডিলেডে নেমে পড়লেন কোহলি

    দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ক্রিস ওকস তুলে নিলেন ভারতীয় ওপেনার কেএলের উইকেট। মাত্র ৫ রান করে উইকেট দিয়ে বসলেন লোকেশ রাহুল। পয়া অ্যাডিলেডে নেমে পড়লেন বিরাট কোহলি।

  • 10 Nov 2022 01:31 PM (IST)

    চার মেরে ভারতের ইনিংস শুরু করলেন কেএল

    নতুন বল হাতে এসেছেন বেন স্টোকস। প্রথম বলেই স্টোকসের বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল।

  • 10 Nov 2022 01:29 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা।

  • 10 Nov 2022 01:09 PM (IST)

    এক নজরে ইংল্যান্ডের একাদশ

    ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

  • 10 Nov 2022 01:07 PM (IST)

    মেন ইন ব্লু-র একাদশ

    ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি ও অর্শদীপ সিং।

  • 10 Nov 2022 01:07 PM (IST)

    উড, মালানের চোট

    টসের সময় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়ে দিলেন, আজকের ম্যাচে পাওয়া যাবে না মার্ক উড ও ডেভিড মালানকে।

  • 10 Nov 2022 01:03 PM (IST)

    টস আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে ভারতকে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

  • 10 Nov 2022 12:58 PM (IST)

    দ্বিতীয় সেমিফাইনালের প্রিভিউ

    পড়ুন বিস্তারিত - IND vs ENG T20 WC: ইংল্যান্ড হার্ডল পেরিয়ে ফাইনালের লক্ষ্যে নামছে ভারত

  • 10 Nov 2022 12:33 PM (IST)

    আজ নজরে থাকবেন টিম ইন্ডিয়ার যাঁরা?

    আজ অ্যাডিলেডে কার ব্যাটে উঠবে ঝড়? ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। বিশেষ নজর থাকবে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জুটিও।

  • 10 Nov 2022 12:32 PM (IST)

    আজ অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল

    অ্যাডিলেডে আজ মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড ও রোহিত শর্মার ভারত।

Published On - Nov 10,2022 12:30 PM

Follow Us: