লখনউ: ক্রিকেট প্রেমীদের রবি-দুপুর জমবে বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচ দেখে। সপ্তাহের শেষ দিন ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) সাক্ষাৎ হবে রোহিত শর্মা-জস বাটলারদের। চলতি বিশ্বকাপে এই দু’টো দল এখনও অবধি ৫টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫টিতেই জিতেছে ভারত। রোহিত-বিরাটদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। আর গতবারের চ্যাম্পিয়নদের এ বারের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স দেখা গিয়েছে। ৫ ম্যাচে জয় মাত্র ১টিতে। টানা ৩ ম্যাচে হার কার্যত বিধ্বস্ত করে দিয়েছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের দৌড় থেকে বলতে গেলে বিদায় হয়ে গিয়েছে ইংল্যান্ডের। কিন্তু এই পরিস্থিতিতে ভারতকে হারাতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে ইংলিশ ব্রিগেড। আগামিকাল কোন দল ২ পয়েন্ট তুলে নেয় সেটাই দেখার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ২৯ অক্টোবর অর্থাৎ রবিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটি হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে )।