ড্রয়ের লক্ষ্যে খেলুক অশ্বিন-সুন্দর জুটি

sushovan mukherjee |

Feb 07, 2021 | 7:22 PM

তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। ভারতকে টেস্টটা বাঁচাতে হবে। ওয়াশিংটন সুন্দর আর রবিচন্দ্রন অশ্বিনকে কাল ক্রিজে অনেকটা সময় কাটাতে হবে। সিডনিতে অশ্বিন-হনুমা জুটি যেটা করে দেখিয়েছিল।

ড্রয়ের লক্ষ্যে খেলুক অশ্বিন-সুন্দর জুটি

Follow Us

তৃতীয় দিনের শেষে:
ইংল্যান্ড প্রথম ইনিংস- ৫৭৮ অল আউট
ভারত প্রথম ইনিংস- ২৫৭/৬

শরদিন্দু মুখোপাধ্যায়

প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি। এই ইংল্যান্ড টিম অস্ট্রেলিয়ার থেকে অনেক শক্তিশালী। শুধু তাই নয়, ইংল্যান্ড দল অনেক হোমওয়ার্ক করে ভারতে খেলতে এসেছে। শ্রীলঙ্কা সফরকে পুরো কাজে লাগিয়েছে। উপমহাদেশের উইকেটে কীভাবে খেলতে হয় সেটা প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে রুটের ইংল্যান্ড। আশঙ্কা করেছিলাম, ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে। তৃতীয় দিনে সেটাই দেখতে পেলাম। জোফ্রা আর্চার হাওয়ায় বল সুইং করাতে পারে। আর সেটাকে কাজে লাগিয়েই শুরুতে ভারতকে জোড়া ধাক্কা দিল ও। টপ অর্ডারের ব্যর্থতার জেরেই এখন ফলো অন বাঁচাতে লড়়ছে ভারত।

গতকালই বলেছিলাম, রুটের মতো ইনিংস ভারতের কাউকে খেলতে হবে। শুধু তাই নয়, সিবলি আর বেন স্টোকস যেমন রুটকে যোগ্য সঙ্গত দিয়েছিল সে রকম একটা-দুটো পার্টনারশিপও প্রয়োজন ছিল। পূজারা আর পন্থই যা লড়াই চালাল। তবে আবারও বলব, ঋষভ পন্থ এখন আগের চেয়ে অনেক পরিণত। ওর আগ্রাসী ভূমিকা দলকে সাহায্য করছে। বল যে উইকেটে টার্ন করছে, সেখানেও আক্রমণাত্মক ব্যাটিং করল পন্থ। ধীরে ধীরে ও বিশ্বের বাকি দেশগুলোর কাছে ত্রাস হয়ে উঠবে। পন্থ ভারতীয় ক্রিকেটের সম্পদ হয়ে উঠবে।

কোহলি, রাহানেরা ব্যর্থ হলেও আমি বলব ওরা রোজ ব্যর্থ হবে না। অনেক দিন ক্রিকেটের বাইরে ছিল কোহলি। ধাতস্থ হতে একটু সময় লাগবে। ২০১৭ সালের পর টেস্টে স্পিনারের বলে আউট হল বিরাট কোহলি। এ ক্ষেত্রে আমি ডম বেসকে কৃতিত্ব দেব। ওর বুদ্ধিদীপ্ত বোলিংয়েই আউট হল কোহলি। রাহানের আউটের ক্ষেত্রে পুরোপুরি রুটের কৃতিত্ব। যে ক্যাচটা ও নিল তা এক কথায় অসাধারণ। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও বাকিদের ছাপিয়ে যাচ্ছেন রুট। এমন অধিনায়ক যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন:ডার্বির গোলের থেকেও ওড়িশা ম্যাচের গোলকে এগিয়ে রাখছেন মনবীর

তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। ভারতকে টেস্টটা বাঁচাতে হবে। ওয়াশিংটন সুন্দর আর রবিচন্দ্রন অশ্বিনকে কাল ক্রিজে অনেকটা সময় কাটাতে হবে। সিডনিতে অশ্বিন-হনুমা জুটি যেটা করে দেখিয়েছিল। কারণ এখানে ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে। ভারতের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত ফলো অন বাঁচানো। তারপর ড্রয়ের দিকে এগোক। তবে আমার মনে হয়, ইংল্যান্ড ফলো অন করাবে না। চতুর্থ ইনিংসে ব্যাট করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এর সঙ্গে বোলাররাও কিছুটা বিশ্রাম পাবে। তাই ইংল্যান্ড ব্যাটিং করে স্কোরবোর্ডে লিড বাড়িয়ে রাখার চেষ্টা করবে। ৪০০-৪৫০ রানের টার্গেটও যদি ভারতকে দেয়, কোহলিদের পক্ষে কিন্তু কাজটা কঠিন হবে।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস ৫৭৮ অল আউট (রুট ২১৮, সিবলে ৮৭, স্টোকস ৮২, বুমরা ৩/৮৪, অশ্বিন ৩/১৪৬), ভারত ২৫৭/৬ (পন্থ ৯১, পূজারা ৭৩, বেস ৪/৫৫, আর্চার ২/৫২)

Next Article