ডার্বির গোলের থেকেও ওড়িশা ম্যাচের গোলকে এগিয়ে রাখছেন মনবীর
ওড়িশার বিরুদ্ধে জোড়া গোল বাবা আর পরিবারকে উৎসর্গ করছেন মনবীর
গোয়া: ওড়িশাকে বড় ব্যবধানে হারিয়েও অনুশীলনে ছুটি নেই রয় কৃষ্ণাদের। রবিবারও দলকে অনুশীলন করালেন হাবাস। মঙ্গলবার সামনে বেঙ্গালুরু এফ সি। সুনীলদের বিরুদ্ধে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে মনবীররা।
গত দুটো ম্যাচে ৭টা গোল করেছে মোহনবাগান। গোলের মধ্যে আছেন রয় কৃষ্ণা। গোলে ফিরেছেন মনবীরও। দুটো চোখধাঁধানো গোল এসেছে পঞ্জাবি স্ট্রাইকারের পা থেকে। ওড়িশার বিরুদ্ধে দুটো গোলের মধ্যে প্রথমটিকেই সেরা বাছছেন মনবীর। তারকা স্ট্রাইকার বলছেন, ‘ওই রকম একটা গোল কলকাতা লিগে খেলার সময় মহমেডান জার্সিতে করেছিলাম। প্রি সিজনে মিনার্ভার কোচের কাছে নিয়মিত অনুশীলন করতাম। মোহনবাগান অনুশীলনেও এরকম শট মারা অনুশীলন করি। সেটাই কাজে লেগেছে।’
Always fun to witness another goal-fest ?
Tell us which of the 5️⃣ goals from #OFCATKMB was your favourite ?#HeroISL #LetsFootball pic.twitter.com/670Rq1CeP9
— Indian Super League (@IndSuperLeague) February 7, 2021
বড়ম্যাচেও বাঁ পায়ে দুরন্ত গোল করেছিলেন মনবীর। তবে মনবীর নিজে ওড়িশার বিরুদ্ধে করা প্রথম গোলটাকে এগিয়ে রাখছেন। তবে হ্যাটট্রিক না পাওয়ার জন্য কোনও আফশোস নেই। পঞ্জাবি স্ট্রাইকার বলছেন, ‘গোল পাচ্ছিলাম বলে কোনও চাপ ছিল না। ওড়িশার বিরুদ্ধে যা সুযোগ পেয়েছিলাম,তাতে হ্যাটট্রিক করতে পারতাম। চেষ্টাও করেছিলাম।’
আরও পড়ুন:দ্বিশতরান করে অভিষেক টেস্টে ইতিহাস কাইল মেয়ার্সের
ওড়িশার বিরুদ্ধে জোড়া গোল বাবা আর পরিবারকে উৎসর্গ করছেন মনবীর। মনবীর জানাচ্ছেন, ‘ম্যাচের পর বাবা ফোন করেছিলেন। আরও ভালো খেলার জন্য উদ্ধুদ্ধ করলেন।’