চেন্নাই: চোট কাটিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন দুই ভারতীয় পেসার মহম্মদ সামি (Md. Shami) ও নভদীপ সাইনি (Navdeep Saini)। এমনই খবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রের। অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন এই দুই ভারতীয় পেসার। অস্ট্রেলিয়া থেকে ফিরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন রিহ্যাবের জন্য। এনসিএ সূত্রের খবর দুই ফাস্ট বোলারই এখন ফিট। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সবুজ সংকেত পাওয়ার পরই সামি ও সাইনিকে রাজ্য দলের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন: India vs England 2nd Test, Day 4 LIVE Score: চিপকে বদলা চিপকেই
২৭ তারিখ থেকে মোতেরায় শুরু হবে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট। নতুন তৈরি হওয়া স্টেডিয়ামে ফ্লাড লাইটে খেলা হবে ডে নাইট টেস্ট। পিঙ্ক বলে স্পিনারদের পাশাপাশি পেস বোলারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ তাই, বুমরা-ইশান্তের পাশাপাশি সামি-নভদীপকেও দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই শেষ দুটি টেস্টের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।
আরও পড়ুন: অশ্বিনকে দেখে শিখুক ইংল্যান্ড
প্রথম টেস্টে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন সামি। তারপরই দেশে ফিরে আসেন তিনি। অন্যদিকে শেষ টেস্টে চোট পেয়েছিলেন নভদীপ সাইনি। ফিট হয়ে দিন দশেক আগে থেকেই অনসিএর নেটে বোলিং শুরু করেছিলেন সামি। চোট কাটিয়ে নেটে হালকা বোলিং শুরু করেছে ভারতীয় পেসার উমেশ যাদবও।