ভারত ১২৪-৭ (২০ ওভারে)
ইংল্যান্ড ১৩০-২ (১৫.৩ ওভারে)
কলকাতা: মোতেরার পিচ বুঝতে না পেরেই কি হার বিরাট কোহলির টিমের? বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছে। টেস্ট সিরিজে যাই হোক না কেন, মোতেরায় যে পেসাররা সাহায্য পেতে পারেন, বুঝতে পেরেছিল ইংল্যান্ড। সেই মতো তিন পেসার ও এক স্পিনার নিয়ে নেমেছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। বিরাট সেখানেই করলেন ভুলটা। ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর সঙ্গে তিন স্পিনারকে নিয়ে নামল ভারত— অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহল ও ওয়াশিংটন সুন্দর। রান তাড়া করতে নেমে ইওন মর্গ্যানের ইংল্যান্ড বিন্দুমাত্র চাপে পড়ল না।
হওয়ার কথাও ছিল না। ১২৪-৭ আজকের দিনে টি-টোয়েন্টিতে কোনও রানই নয়। তা-ই হল। ২৭ বল বাকি থাকতেই ইংল্যান্ড ১৩০-২ তুলে জিতে নিল প্রথম ম্যাচ।
England win ?
They chase down the target of 125 comfortably and win the first #INDvENG T20I by eight wickets.
Scorecard: https://t.co/c6nwSdBr8j pic.twitter.com/mTYwnbkvYA
— ICC (@ICC) March 12, 2021
পিচের পাশাপাশি ইংল্যান্ডের পেসারদেরও সামলাতে পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। আরও ভালো করে বললে, জোফ্রা আর্চারের কাছেই শেষ ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আগের দিন ক্যাপ্টেন বিরাট কোহলি বলেছিলেন, রোহিত শর্মা আর লোকেশ রাহুলই ওপেন করবেন। কিন্তু কার্যক্ষেত্রে অন্য পথেই হাঁটল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল খেললেন। তবে রোহিতের বদলে শিখর খেললেন প্রথম একাদশে। শিখর ৪ করে ফিরলেন। তাঁর আগে অবশ্য ফিরে গিয়েছেন রাহুল (১)। বিরাট কোহলিও সেট হওয়ার আগেই আদিল রশিদের বলে আউট হয়ে ডাগআউটে ফিরলেন। এই নিয়ে শেষ পাঁচটা ইনিংসে তিনবার শূন্য রানে ফিরলেন ক্যাপ্টেন কোহলি। পর পর দু’বার শূন্য। আন্তর্জাতিক ক্রিকেটে যা বিরাটের প্রথম বার ঘটল।
এর পর ভারত যে খুব বেশি এগোতে পারবে না, বোঝাই গিয়েছিল। তাই হল। ঋষভ পন্থ চার নম্বরে ব্যাট করতে এসে শুরুটা দারুণ করেছিলেন। ২৩ বলে ২১ করার পথে আর্চারকে সুইচহিটে ছয় মেরে মুগ্ধ করে দিয়েছিলেন মোতেরার গ্যালারিকে। পন্থ যদি থাকতে পারতেন, তা হলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। সেই কাজটা করলেন শ্রেয়স আয়ার। যতটুকু সুযোগ পেয়েছেন, কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি। ৪৮ বলে ৬৭ রানের তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা ইনিংস খেলে গেলেন। শ্রেয়স রান না পেলে ভারতের হাল আরও খারাপ হত।
আরও পড়ুন: India vs England 2021, 1st T20, LIVE Score: দুরন্ত ইংল্যান্ড হারাল ভারতকে
এই ম্যাচে অবশ্য নজর ছিল হার্দিক পান্ডিয়া উপর। ২১ বলে ১৯ করার মধ্যে দিয়ে বুঝিয়ে গেলেন, দীর্ঘ সময় ম্যাচের বাইরে থাকার প্রভাব কিছুটা হলেও পড়েছে। বাকি আর কেউই দাঁড়াতে পারেননি। আর্চারই সবচেয়ে বেশি চাপে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানদের। ২৩ রান দিয়ে নিয়েছেন রাহুল, হার্দিক, শার্দূলের উইকেট। ১টি করে উইকেট আদিল রশিদ, মার্ক উড, ক্রিস জর্ডন, বেস স্টোকসের।
রান তাড়া করতে নেমে একবারও চাপে পড়েনি ইংল্যান্ড। চাহলের বলে জস বাটলার ২৮ রানে ফিরেছেন। জেসন রয়ও (৪৯) হাফ সেঞ্চুরির এক রান আগে থামলেন। তাঁকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর ডেভিড মালান সহজেই ম্যাচ বের করে নেন।
বাইরে হোক আর ঘরে, আজকাল ভারত সিরিজের প্রথম ম্যাচটা হেরে দারুণ ভাবে ঘুরে দাঁড়াচ্ছে। টি-টোয়েন্টি সিরিজেও কি তা-ই হবে? বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে এগোক ভারত, কিন্তু কিছুটা হলেও চাপে।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১২৪-৭ (শ্রেয়স ৬৭, পন্থ ২১, হার্দিক ১৯, আর্চার ৩-২৩, রশিদ ১-১৪, উড ১-২০)। ইংল্যান্ড (জেসন ৪৯, বাটলার ২৮, বেয়ারস্টো নট আউঠ ২৬, মালান নট আউট ২৪, ওয়াশিংটন ১-১৮, চাহল ১-৪৪)।