India vs England 2021, 1st T20, LIVE Score: দুরন্ত ইংল্যান্ড হারাল ভারতকে

| Updated on: Mar 12, 2021 | 10:35 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম টি-২০ ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 1st T20, LIVE Score: দুরন্ত ইংল্যান্ড হারাল ভারতকে
মোতেরায় শুরু ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ।

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ (India vs England 1st t20) শেষ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইওন মর্গ্যান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৪। ইংল্যান্ডের টার্গেট ছিল ১২৫। ২৭ বল বাকি থাকতেই ইংল্যান্ড ১৩০-২ তুলে জিতে নিল প্রথম ম্যাচ। ভারতের হয়ে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স। জোফ্রা আর্চার নেন ৩টি উইকেট। রান তাড়া করতে নেমে একবারও চাপে পড়েনি ইংল্যান্ড। চাহলের বলে জস বাটলার ২৮ রানে ফিরেছেন। জেসন রয়ও (৪৯) হাফ সেঞ্চুরির এক রান আগে থামলেন। তাঁকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Mar 2021 10:11 PM (IST)

    ৮ উইকেটে জিতল ইংল্যান্ড

    ১৫.৩ ওভারেই টার্গেট পূরণ করল ইংল্যান্ড। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩০।

  • 12 Mar 2021 09:57 PM (IST)

    ১০০ রানের গন্ডি পেরোল ইংল্যান্ড

    ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০০।

  • 12 Mar 2021 09:48 PM (IST)

    সুন্দর ফেরালেন ওপেনার জেসনকে

    ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হলেন জেসন রয়। ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 09:30 PM (IST)

    ওপেনার বাটলারকে ফেরালেন চহাল

    যুজবেন্দ্র চহালের বলে আউট হলেন জস বাটলার। ২৮ রান করে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 09:22 PM (IST)

    পাওয়ার প্লে-তে সফল ইংল্যান্ড

    ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫০।

  • 12 Mar 2021 08:43 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ১২৫

    ভারতের ইনিংস শেষ। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৪।

  • 12 Mar 2021 08:40 PM (IST)

    শ্রেয়স আইয়ার আউট

    ক্রিস জর্ডানের বলে আউট হলেন শ্রেয়স আইয়ার। ৬৭ রান করে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 08:27 PM (IST)

    ফের উইকেট পতন ভারতের

    শার্দুল ঠাকুরের উইকেট হারাল ভারত। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 08:25 PM (IST)

    হার্দিকের উইকেট হারাল ভারত

    ভেঙে গেল হার্দিক-শ্রেয়স জুটি। জোফ্রা আর্চারের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ১৯ রান করে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 08:23 PM (IST)

    ভারতের শতরান পূর্ণ

    ১৭ ওভারে ভারতের শতরান পূর্ণ হল। ভারতের স্কোর ৪ উইকেটে ১০২।

  • 12 Mar 2021 08:23 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ শ্রেয়স-হার্দিকের

    ভারতের স্কোর ৪ উইকেটে ১০২।

  • 12 Mar 2021 08:20 PM (IST)

    মোতেরায় শ্রেয়সের অর্ধশতরান

    শ্রেয়স আইয়ারের টি-২০ কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান।

  • 12 Mar 2021 07:48 PM (IST)

    স্টোকসের বলে ফিরলেন পন্থ

    বেন স্টোকসের বলে আউট ঋষভ পন্থ। জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 07:25 PM (IST)

    ওপেনার ধাওয়ানকে ফেরালেন উড

    মার্ক উডের বলে আউট শিখর ধাওয়ান। ৪ রান করে ফিরলেন তিনি।

  • 12 Mar 2021 07:13 PM (IST)

    আদিল রশিদ ফেরালেন ভারত অধিনায়ককে

    কোনও রান না করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি।

  • 12 Mar 2021 07:07 PM (IST)

    আর্চারের বলে ফিরলেন রাহুল

    জোফ্রা আর্চারের বলে আউট হলেন ওপেনার কেএল রাহুল।

  • 12 Mar 2021 06:45 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ডের দলে ফিরেছেন জোফ্রা আর্চার।

    ইংল্যান্ড – ইওন মর্গ্যান (অধিনায়ক), জোফ্রা আর্চার, মার্ক উড, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রায়, বেন স্টোকস।

  • 12 Mar 2021 06:42 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    প্রথম টি-২০ ম্যাচে নেই রোহিত শর্মা। ওপেন করবেন শিখর ধাওয়ান ও কেএল রাহুল। পাশাপাশি সূর্যকুমার যাদবও দলে নেই। তাই আবার সূর্যকুমারকে অভিষেকের অপেক্ষায় থাকতে হবে। টিম ইন্ডিয়া তিন স্পিনারে (অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর) খেলবে।

    ভারত- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চহাল এবং অক্ষর প্যাটেল।

  • 12 Mar 2021 06:37 PM (IST)

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। বিরাট কোহলিরা প্রথমে ব্যাট করবেন।

Published On - Mar 12,2021 10:13 PM

Follow Us: